Jump to ratings and reviews
Rate this book

এপ্রিল ফুল?

Rate this book
Mystery Novel

156 pages, Paperback

First published September 17, 2020

2 people want to read

About the author

Soumon Chatterjee

3 books4 followers
I have been a traveler all my life. My love for travels and adventures grew as a kid from reading Satyajit Ray's - Adventures of Feluda which always had an exciting destination for mystery, and also the Adventures of Tintin. The call for travel and adventure deepened after reading the poem 'Ulysses' by Lord Tennyson in my adolescence and possibly charted my course to the seas. My Dad had a transferable job in the Coalfields and my childhood was spent in various remote coalmine settlements of eastern India. We did not stay in a locality for more than four years. I stepped into my teens with a relocation to Kolkata and before my teens were over I had stepped out into the Seas, absorbing as much as I could of the vibrant city in those six years at Kolkata. My job as a sailor suits my exploring heart well and it has sent me across the Globe to numerous places known and unknown for the past 25 years. When I am not sailing, I try to tour and travel with my family to destinations beyond the reach of a sailing merchant ship. Kolkata is my home when I am not traveling.
I was always an avid reader of adventures and mysteries and now I have ventured into writing a few of my own. I hope to connect to each of my readers and take them on an enthralling ride through my stories.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
2 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Riju Ganguly.
Author 37 books1,866 followers
February 17, 2021
মূলত ইয়ং-অ্যাডাল্ট পাঠকদের জন্য লেখা এই রহস্য উপন্যাসের বিষয়বস্তু আপাতদৃষ্টিতে সাধারণ হলেও আদতে অসাধারণ।
এক বয়স্ক ভদ্রলোকের ঘরে চুরি করতে এসে চোর তার মাথায় আঘাত করে। ভদ্রলোক কোমায় চলে যান। কিন্তু,
প্রথমত, ঘর লণ্ডভণ্ড হলেও কিছুই চুরি হয়নি।
দ্বিতীয়ত, রটওয়েলারের মতো কুকুর বাড়িতে থাকা সত্বেও এই ব্যাপারটা হয়েছে।
তৃতীয়ত, পুজোর মরসুমে যখন পথেঘাটে লোক আর বাড়িতেও লোকে জেগে আছে, তখন তালা ভেঙে এমন দুঃসাহসিক চুরির চেষ্টা হয়েছে।
এই কারণগুলোই বাধ্য করে পুজোর ছুটিতে বাড়িতে আসা প্রত্যূষকে ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতে। আহত হয়েছেন প্রত্যূষের বাল্যবন্ধু (বান্ধবী?) জিয়াহ'র কাকাদাদু— যে মানুষটি তাঁদের সবারই প্রিয় ছিলেন। তাই এতে একটা অন্যরকম অ্যাংগলও এসে গেছিল৷
তারপর কী হল?
কেন এই অপরাধ ঘটেছে, তা কি বোঝা গেল?
পুলিশের সঙ্গে কিঞ্চিৎ টানাপোড়েন এবং অনেকটা সহযোগিতার মধ্য দিয়েও অপরাধীকে কি চিহ্নিত করতে পারল প্রত্যূষ?
এই টানটান বইটি শুরু করার পর শেষ না করে থামা গেল না। বেশ কিছু নতুন জিনিস জানা গেল। হেঁয়ালির মাধ্যমে রহস্যভেদের স্মৃতি ফিরে এল। রোমান্সের একটা উপভোগ্য স্পর্শও অনুভূত হল। সব মিলিয়ে দিব্যি লাগল বইটা।
বইটার প্রুফ-চেকিং একেবারেই হয়নি। তাই পরিষ্কার ছাপার মধ্যেও ওই ব্যাপারটা চোখে লেগেছে। প্রচ্ছদটাও রদ্দি।
আশা রাখি যে লেখক তাঁর 'শারদ রহস্য' (মানে আশাপূর্ণা দেবী'র ভাষায় 'ছুটিতে ছোটাছুটি') সিরিজের পরবর্তী বইটি লেখার সময় এই জিনিসগুলো নিয়ে সচেতন হবেন।
Profile Image for Dipankar Bhadra.
665 reviews60 followers
December 29, 2025
প্রথম দেখায় এটি একটি ইয়ং-অ্যাডাল্ট রহস্য উপন্যাস। কিন্তু সেই পরিচয়ের আড়ালে লেখক ধীরে ধীরে নির্মাণ করেন এমন এক বয়ান, যেখানে অপরাধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার অস্বাভাবিকতা, আর সমাধানের চেয়েও বেশি জরুরি হয়ে পড়ে প্রশ্নগুলো নিজেই।

এক প্রবীণ মানুষের ওপর আক্রমণ, তাঁর অচেতন হয়ে পড়া, এবং একটি ব্যর্থ চুরির দৃশ্য—এই নিয়েই কাহিনির সূচনা। অথচ ঘটনাস্থলে উপস্থিত প্রমাণগুলো প্রত্যাশিত কোনও পথেই এগোয় না। ঘর ভাঙচুরের চিহ্ন বহন করলেও কোনও কিছু হারিয়ে যায় না। পাহারায় থাকা হিংস্র কুকুর নিষ্ক্রিয় থাকে। তার উপর দুর্গাপুজোর মতো সর্বদা আলো–লোক–শব্দে জাগ্রত সময়ে, এমন এক দুঃসাহসিক ঘটনা সংঘটিত হওয়া রহস্যটিকে আরও ঘনীভূত করে তোলে।

এই অসংগতিগুলিই পুজোর ছুটিতে বাড়ি ফেরা প্রত্যূষকে টেনে আনে ঘটনার কেন্দ্রে। আহত মানুষটি তার কাছে নিছক একজন ভিকটিম নন, তার শৈশবের পরিচিত জিয়াহর অত্যন্ত স্নেহভাজন কাকাদাদু। ফলে অনুসন্ধানের সঙ্গে আবেগের একটি ব্যক্তিগত মাত্রাও যুক্ত হয়।

পুলিশি তদন্তের আনুষ্ঠানিক কাঠামোর সঙ্গে প্রত্যূষের ব্যক্তিগত অনুসন্ধানের মধ্যে যে দ্বন্দ্ব ও সহাবস্থান তৈরি হয়, সেখানেই উপন্যাসটি তার প্রকৃত গতি খুঁজে পায়। রহস্য এখানে ধাপে ধাপে নয়, বরং ধাঁধা, ইশারা ও অব্যক্ততার ভেতর দিয়ে নিজেকে উন্মোচিত করে।

এই বইয়ের প্রধান শক্তি তার বয়ানভঙ্গি। উত্তেজনা আর সংযমের মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে গল্প এগিয়ে চলে। যুক্তির খেলায় পাঠক সক্রিয় থাকে, আবার সংযত রোমান্টিক আবেশ কাহিনিকে যান্ত্রিক হয়ে উঠতে দেয় না। ফলে পাঠশেষে কেবল একটি রহস্যের সমাধান নয়, একটি পূর্ণ অভিজ্ঞতা পাঠকের সঙ্গে থেকে যায়।

তবে প্রযোজনাগত দিক থেকে কিছু সীমাবদ্ধতা চোখে পড়ে। প্রচ্ছদ কাহিনির আবহ ও গভীরতাকে পুরোপুরি ধারণ করতে পারে না, আর অভ্যন্তরে অলংকরণের অনুপস্থিতি পাঠানুভূতিকে কিছুটা নিষ্প্রভ করে তোলে।

তবু এসব সীমাবদ্ধতার পরেও উপন্যাসটি পাঠযোগ্যতা ও কাহিনির টান দিয়ে নিজের জায়গা করে নিতে সক্ষম। সম্ভব হলে অবশ্যই পড়ুন। নমস্কার!
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.