Jump to ratings and reviews
Rate this book

পুণ্যাহ

Rate this book
ফ্ল্যাপে লিখা কথাঃ

"সামাজিক উপন্যাস ‘পুণ্যাহ’ এর চরিত্রগুলো বন্ধুত্ব, ভালোবাসা ও সত্ত্বা- এই তিন চক্রের বেড়াজালের গোলকধাঁধায় নিমজ্জিত। তারা কোন না কোন বন্ধনে আবদ্ধ হতে চায় অথবা কোন বন্ধন থেকে বের হতে চায়। এই ঘুরপাকের বিশৃঙ্খলায় আসবে কি নীরবতা, নাকি দ্বন্দ্ব বেড়েই যাবে- এক পুণ্যাহে হবে সবকিছুর হিসাবনিকাশ।"

ব্লার্বের লিখা কথাঃ

"আর দশটি সাধারণ নারীর জীবনের মতোই গল্পের কেন্দ্রীয় চরিত্র ফারজানার জীবনের গল্প আবর্তিত হতে থাকে। অপ্রত্যাশিত বিপত্তি, অভাবিত মোড়, ধারণাবহির্ভূত অভিজ্ঞতা একের পর এক কড়া নাড়ছিলো ফারজানার জীবন দুয়ারে। জীবনের এক পর্যায়ে পারিবারিক দ্বন্দ্ব-সংঘাতগুলি কিছুটা স্বস্তি ফিরে পেতো বন্ধুত্বের সংস্পর্শে। শুধু কি নিছক বন্ধুত্ব? নাকি শুধুমাত্র বন্ধুত্বের থেকেও বেশি কিছু, যেখানে সংসারের অভ্যস্ততার খসড়া যেন চূড়ান্ত ক্লাইমেক্সে মোড় নেয়।

আপাত দৃষ্টিতে উপন্যাসের বিচ্ছিন্ন প্রত্যেকটি চরিত্র কিভাবে যেন মাকড়শার জালের মতো জড়িয়ে যায় পরস্পরের সাথে। এই চরিত্রগুলোর পরিণতি কী হবে? প্রাচী, মাহফুজ, ফারজানা, জোসেফ, শমিতা সবার জীবনে কি আসবে পুণ্যাহ?"

80 pages, Hardcover

Published February 11, 2021

2 people are currently reading
87 people want to read

About the author

Tanveer Anoy

5 books95 followers
তানভির অনয় একজন একাডেমিক, আর্কাইভিস্ট, অ্যাক্টিভিস্ট এবং লেখক। ১১ই ফেব্রুয়ারি, ঢাকায় জন্ম তাঁর। ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে অনার্স এবং যুক্তরাষ্ট্রের ফেইটভিল স্টেট ইউনিভার্সিটিতে ইংরেজি ভাষা ও অনুবাদ নিয়ে অধ্যয়ন করেছেন। তিনি স্বনামধন্য প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)-এ সম্পাদকীয় সহকারী হিসেবে দেড় বছর কর্মরত ছিলেন। তানভির অনয় ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে উইমেন, জেন্ডার, অ্যান্ড সেক্সুয়ালিটি স্টাডিস বিষয়ে মাস্টার্স সম্পূর্ণ করেছেন এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিনেসোটায় ফেমিনিস্ট স্টাডিসে পিএচডি করছেন। লৈঙ্গিক বৈষম্যসহ আর্থ-সামাজিক সমস্যা ও সমাধান নিয়ে তিনি লেখালেখি এবং কাজ করেন। ইতোমধ্যে তিনি একাধিক প্রকাশনার সম্পাদনা করেছেন। কথাসাহিত্যের জগতে তাঁর আগ্রহ প্রবল, লিখেছেন বেশ কিছু ছোট গল্প।

প্রকাশিত বইসমূহ: পুণ্যাহ, দুরধ্যয়, কেতাদুরস্ত, মর্ত্যলোকচক্র, প্রণয়নামা।

Tanveer Anoy is an academic, archivist, activist, and writer, born in Dhaka on February 11. They hold an Honours degree in English Literature from East West University, Dhaka, and studied English Language and Translation at Fayetteville State University, USA.

They worked for one and a half years as an Editorial Assistant at the renowned publishing house University Press Limited (UPL). Tanveer Anoy later completed their Master’s in Women, Gender, and Sexuality Studies from Oregon State University and are currently pursuing a PhD in Feminist Studies at the University of Minnesota, USA.

Their work and writing focus on socio-economic issues and gender inequality, combining academic research with activism and storytelling. They have edited several publications and maintain a deep passion for fiction, having authored multiple short stories.

Published books: Punyah, Durdhyay, Ketadurasta, Martyalokchakra, and Pranayanama.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
42 (40%)
4 stars
28 (27%)
3 stars
22 (21%)
2 stars
6 (5%)
1 star
5 (4%)
Displaying 1 - 30 of 56 reviews
Profile Image for Akhi Asma.
232 reviews465 followers
May 10, 2021
কভার এর লোভে বই কিনার শিক্ষা হয়ে গেছে এই বইমেলায় পরপর তিন চারটা বাজে বই পড়ার পরে।

এই বইটাও সেই কাতারেই পরে। ফেসবুকে এই বই নিয়ে অনেক হাউকাউ দেখেছি। কিন্তু কারোর কি সত্যি কথাটা বলার সাহস ছিলনা নাকি ইচ্ছে করে বলেনি? আমি জানিনা।

আমি বইটার স্টোরি নিয়ে ডিটেইলস কিছু বলবোনা, কারণ আমি চাই আপনারাও সাফার করুন আমার মতো বইটা পড়ে।

এইটুকু বলতে চাই খুবই বিরক্তি নিয়ে আমি বইটা শেষ করেছি, এটাতে না ছিল কোন প্লট, না ছিল কাহিনীর কোন গভীরতা, চরিত্রগুলো হঠাৎ আসে, আবার হঠাৎ উধাও হয়ে যায়। আর এক লাইন তিন/চারবার করে! এটা কি পৃষ্ঠা বাড়ানোর জন্য করা হয়েছিল!?
আর বানান ভুল। উফফ! যেই ফ্রেন্ড রেকমেন্ড করেছিলো তারে অ্যামবুশ করতে মন চাচ্ছে!

তবে গল্প পড়ার মতো না হলেও কভারটা আসলেই সুন্দর। আমিতো বই দান করি, এটাও দান করার বইয়ের মধ্যেই পরে যাবে।

আবারও বলতেছি গুডরিডসে নেগেটিভ রেটিং এর অপশন চাইই!!
Profile Image for Nishat Monsur.
191 reviews18 followers
April 27, 2021
বন্ধু জোয়া বাড়ি বয়ে এসে বইটা পড়তে দিয়ে গেছে। উপহার হিসেবে একেবারে দিয়েই দিয়েছে নাকি শুধু পড়তে দিয়েছে, সে বিষয়ে আমি নিশ্চিত নই, তবু বন্ধুর মান রাখতে এই পড়ার খরার যুগেও বইটা পড়ে ফেলেছি । অবশ্য বইটা একেবারেই ছোটো কলেবরের, তাই দীর্ঘদিন পড়ার বাইরে থাকার পরেও পড়তে খুব একটা অসুবিধা হয়নি। গল্পের ভাষা বেশ ঝরঝরে, পড়তে আরাম। তবে কিনা আমার মনে হলো, লেখক যদি আরেকটু যত্ন করে ব্যাকস্টোরিগুলো বলতেন, চরিত্রগুলোকে আরেকটু মেলতে দিতেন, তাতে যদি পরিসর আরেকটু বাড়তোও- পাঠক হিসেবে মনে হলো সেটা বইটাকে আরেকটু ঋদ্ধ করতো।

গল্পটা শেষে এসে একটু আনইউজুয়াল টার্ন নিয়েছে, কিন্তু সেই টার্নটা আমার ভালো লেগেছে। খুব সাটলি হলেও এই দিকটা বাংলা লেখায় উঠে আসা দরকার বলে মনে করি। লেখকের লেখার ভঙ্গী ভালো লেগেছে, মনেই হয় না এটা তার প্রথম বই। তবে, কয়েকটা জায়গায় একটু খাপছাড়া লেগেছে, সেটা কলেবর ছোটো রাখার সচেতন চেষ্টার ফসল বলেই অনুমান হয়েছে। কতটা সঠিক, জানি না। এইসব টুকটাক স্লিপের জন্য দুই তারা কেটে রাখা, বাকিটা বেশ চমৎকার- মানতেই হবে।

Profile Image for Zaima Hamid Zoa .
64 reviews65 followers
May 9, 2021
বইমেলা শুরুর আগে থেকেই পুণ্যাহ নিয়ে খুব তোলপাড় দেখছিলাম। বিশেষ করে ইন্সটাগ্রামে। ভেবছিলাম হয়ত কাভার সুন্দর দেখে সবাই aesthetism এর জন্যে মাতামাতি করছে। মিথ্যে বলবো না। আমি নিজেও প্রথমে তাই ভেবেই কিনেছিলাম। কিন্তু এরপর বইটা নিয়ে এত সুন্দর কিছু জিনিস পড়লাম যে এক দুপুরে কিছু না ভেবে বইটা নিয়ে বসে পড়লাম।

বইয়ের গল্পটা ফারজানার। গল্পটা খানিকটা শমিতার-ও। কিছুটা হয়ত প্রাচীর। আর এই একটুখানি জোসেফ, মাহফুজ আর জেরিনের। কিন্ত এই প্রতিটা চরিত্রের মাঝে আমি আমার আসে পাশের মানুষের প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। কিছুক্ষণ পরপর মনে হয়েছে, আরেহ এমন তো আমারও হয়েছে। কিংবা এই আখাস্তা জিনিসটা আমার অমুক আত্মীয় করে।

আমার সবচাইতে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ছোট্ট একটা বইয়ে যতগুলো চরিত্র এসেছে তার সবের মধ্যেই বৈচিত্র্য আছে। অর্থাৎ সচরাচর সামাজিক উপন্যাসগুলোতে আমরা ঘুরেফিরে সেই এক-ই রকম কুটনা শাশুড়ি, অসহায় গৃহবধূ কিংবা বিদ্রোহ করবার জন্যে সিগারেট খাওয়া-পাশ্চাত্য জামা পরা তরুণী চরিত্র দেখি, এই বইটাতে তা ছিল না। বরং এখানের চরিত্ররা বিয়ে না করবার জন্যে চুল ফেলে দেয়, অফিসে যৌন হয়রানির শিকার হয়ে চাকরি ছেড়ে দেয়। যে কারণে চরিত্রগুলোকে একদম রক্ত মাংসের মানুষ মনে হয়েছে।

পুণ্যাহ গল্পের প্রধান চরিত্র নারী। তাকে ঘিরে থাকা বেশিরভাগ চরিত্র-ও নারী। তবে তার মানে এই না যে পুরুষ চরিত্র একেবারে নেই। আছে, তবে তাদের প্রাধান্য কম। আমি পুরুষ বিদ্বেষী নই। তবে এত এত পুরুষ দৃষ্টিভঙ্গিতে লেখা বইয়ের মাঝে, ভীষণ সুন্দর করে ফুটিয়ে তোলা নারী দৃষ্টিভঙ্গিতে লেখা বইটা পড়তে চমৎকার লেগেছে।
Profile Image for Musharrat Zahin.
416 reviews496 followers
December 3, 2021
আমি সাধারণত বইয়ের মলাট দেখে কখনোই বই কিনি না। তবে ফেসবুকে 'পূণ্যাহ' বইটা নিয়ে অনেক বেশি আলোচনা হওয়ায় এবং তানভির অনয় ভাইয়ার পার্সোনালিটি ভালো লাগায় উনার দুইটা বইই একসাথে কিনে ফেলি।

কভারটা অসম্ভব সুন্দর, আর একদম ছোট্ট একটা বই। বইয়ের পৃষ্ঠাগুলোও অনেক ভালো কোয়ালিটির।

এবার আসি প্লট প্রসঙ্গে। আমাদের আশেপাশে ঘটে যাওয়া সব ঘটনা নিয়েই এই বই। যেহেতু এটা সামাজিক উপন্যাস, তাই এখানে আমাদের আশেপাশের নারীদের জীবনে ঘটে যাওয়া রূঢ় বাস্তবতা নিয়ে লেখা এই বইটা।

তবে কেন জানি বইটা পড়ে আমার ভালো লাগেনি। হয়তো বইটা খুব ছোট দেখে কাহিনি অসম্পূর্ণ লেগেছে, ক্যারেক্টার ডেভেলপমেন্টও চোখে পড়েনি। আরো ভালো কিছু আশা করছিলাম। তবে লেখক যেহেতু সাহিত্যেরই শিক্ষার্থী, তাই লেখায় যত্নের ছোঁয়া ছিল। লেখকের পরবর্তী বই 'দুরধ্যয়' সামনে নিয়ে বসে আছি। দেখা যাক এইটা কেমন লাগে।
Profile Image for Trishia Nashtaran.
23 reviews140 followers
April 2, 2021
বহুদিন পর কোনো বাংলা উপন্যাস পড়লাম যেখানে সেক্সিজম, রেসিজম, মিসোজিনি, হোমোফোবিয়া, এবলেইজম ইত্যাদি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি নাই। বইয়ের প্রচ্ছদ চমৎকার। গল্পকথন সহজপাঠ্য। জায়গায় জায়গায় গুরুচন্ডালি দোষ আর বানানের ভুল চোখে পড়েছে বলে একটা তারা কমিয়েছি। লেখকের প্রথম বই এটা। আগামী বইগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Profile Image for Muntasir Rahman.
2 reviews4 followers
February 19, 2021
“পুণ্যাহ” সামাজিক উপন্যাসটি আসলে একটি সামাজিক থ্রিলার, যেটার মূল চরিত্র গুলিতে আছে নারীরা। লেখক খুবই চতুর-ভাবে গল্প বলেছেন, প্লট সেটআপ করেছেন। “পুণ্যাহ” পড়বার অভিজ্ঞতা সম্পর্কে যদি বলি এখানে লেখক তাঁর গল্প নিষ্পাপ ভাবে বলতে বলতে হটাত করে খুব সামান্য ঘটনার মধ্যে দিয়ে যেভাবে অনুভূতিতে শক্ত নাড়া দেন, সেই অভিজ্ঞতাটা খুবই এমেজিং। পাঠকের অনুভূতি নিয়ে খেলার স্কিলটা উনি ভাল পারেন এবং খুব মুনশিয়ানার সাথে পুরো বইয়ে ব্যবহার করেছেন। অনেক উপন্যাস গল্প পড়তে গেলে মনে হয় যে, জোর করে ড্রামা করা হয়েছে, কিন্তু “পুণ্যাহ”তে খুবই ন্যাচারালি এসেছে। মাঝে মাঝে গল্পে প্রচুর হাসিয়েছেন, আমি শব্দ করে হেসে হেসে পড়েছি, এটা সব লেখকরা পারে না। যখন একটু রিলাক্স মনে হবে তখন হটাত করে আবার উত্তেজনা সৃষ্টি করেন, কিন্তু কাহিনীর মোমেন্টাম যে সৃষ্টি হচ্ছে এটা টের পাওয়া যায় না, কারন গল্পে খুব চতুর-ভাবে ইনফরমেশন গুলি দেয়া। যখন শকিং মুহূর্তগুলি দিচ্ছেন তখন ঐ সব আগের কাহিনী প্রবাহের নিরীহ ভাবে ঘটে যাওয়া ঘটনাগুলির মর্ম বুঝা যায়, পুরো গেইম অফ থ্রোন্স ফিলিং ,যেটা আসলে বইয়ের পাঠক হিসাবে খুবই স্যাটিসফাইং অভিজ্ঞতা। পুরো বই জুড়ে ব্যাপারগুলি উনি করেছেন এবং এন্ডিংটা মনে রাখবার মত। আর উনার গল্পে বাংলিশ নেই, কিন্তু এত সুন্দর করে সহজ বাংলায় লিখেছেন সেটা আগ্রহ নিয়ে পড়বার মত।

এবার আসি বিষয় বস্তু গুলিতে। বিষয়বস্তুগুলি খুবই ইউনিক, তাৎপর্যপূর্ণ কিন্তু রিলেটেবল। এবং উপন্যাসটি আবর্তিত হয়েছে শক্তিশালী নারী চরিত্র গুলিকে ঘিরে, যারা পরিবার, সমাজ এবং কাছের মানুষদের ভিতরে কিভাবে সারভাইভ করে, টিকে থাকে, চলতে গিয়ে ভুল করে, মাথা নোয়াতে হয়, আবার কখনো নিজের মত বাচতে চায়। পুরুষ চরিত্রগুলির বাস্তবতার প্রতিও বেশ মায়া হয়, কিন্তু বাস্তবতা সমাজ কখন কাকে কার বিরুদ্ধে নিয়ে যায় সেটা যে কতটা বিচিত্র এবং রিলেটেবল সেটাই উঠে এসেছে এই উপন্যাসে। এবং মানুষ তাঁর সুবিধা-অসুবিধা আর নীতি-বোধ আইডিওলজির জন্য কি করতে পারে সেটাও উঠে এসেছে। গল্প পড়তে গেলে একটা ব্যাপার যেটা অনুভব করেছি সেটা গল্পে একটা ব্যথা ব্যথা সুখ, ব্যথাও লাগছে আবার সুখও লাগছে। সিরিয়াস বিষয় গুলিও কখনো মায়া, কখনো বিনোদন দিয়ে প্রকাশ করেছেন।

লেখক উপন্যাসে কিছু ট্যাবু বিষয়ও এনেছেন। কিন্তু আনতে গিয়ে সেখানে উনার ব্যর্থতা হল চরিত্রগুলির ট্যাবু নিয়ে স্পষ্ট স্টেটমেন্ট না দেয়া, এই জায়গায় আমার পাঠক হিসাবে অপূর্ণতা রয়েছে, কারন সমস্ত উপন্যাসে উনি বেশ স্পষ্ট ভাবে বলে গেলেও এখানে উনি কিছুটা হাতে লাগাম দিয়েছেন, যেটা আমার কাছে মনে হয়েছে। ট্যাবুর খুললাম খুললাম প্রকাশে যদি চারিদিকে আগুন লেগে যায় ,তবে যাক না। তবে যেটুকু লিখেছেন তা বেশ রোমাঞ্চকর ছিল। উনার গল্পে বাঙালী সাহিত্যের পপ কালচার রেফারেন্সও আছে এবং সেটা দিয়ে উনি নাটকীয়তাও করেছেন।

এবারে আসি পুণ্যাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়ে, সাহিত্যে পলিটিকাল কারেক্টনেস আনার বিষয়টা।
প্রথমে উপন্যাসের নাম এবং সামাজিক উপন্যাস শুনে ভেবেছিলাম যে ,আরেকটা বই হবে যেখানে একজন পুরুষ চরিত্রের চোখে সমাজকে প্রচলিত ভাবে যেভাবে দেখা হয় সেভাবেই দেখা হবে। এবং যুগ যুগ ধরে পুরুষ লেখকরা যেভাবে নারীদেরকে দেখায়, সেটা পড়ে আমি সাধারণত উপন্যাসিকদের প্রতি প্রচণ্ড বিরক্তি অনুভব করি কারন ঘুরে ফিরে তারা সমাজের টক্সিক পলিটিক্যালি ইন-কারেক্ট বিষয় গুলি গ্লোরিফাই করে এবং সাহিত্যের দোহাই দেয় বলে এসব ছাড়া নাকি সাহিত্য হয় না।

যেমন দু-লাইন উদাহরণ দেই হুমায়ুন আহমেদ থেকে -
ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনও প্রেম জাগে না। যা জাগে সেটা হল সহানুভূতি।
- হুমায়ূন আহমেদ
রূপবতীদের সব অভদ্রতা ক্ষমা করা যায়। এরা অভদ্র হবে এটাই স্বাভাবিক। এরা ভদ্র হলে অস্বস্তি লাগে।
- হুমায়ূন আহমেদ

আমি এসব লাইনের মাঝে টক্সিক জিনিষ পত্র নরমালাইজের জন্য হুমায়ুন আহমেদকে এখন আর পছন্দ করি না। এগুলি এর আগে রবীন্দ্রনাথও সহ আরও অনেক লিখেছে এবং অনেক লেখক হুমায়ুন আহমেদের এই টক্সিক সাইড অনুসরণ করে।

সেদিক দিয়ে পুণ্যাহ খুবই রিফ্রেশিং অভিজ্ঞতা এবং অনেক গুলি গ্রাউন্ড-ব্রেক করেছে। উপন্যাসের মূল প্রটাগোনিস্ট চরিত্রগুলির সবাই শক্ত ইন্ডীভিজুয়াল, পলিটীক্যালি কারেক্ট এবং তাদের নিজেদের ন্যারেটীভ তারা নিজেরা বলেছে। পুরুষদের ভাবনায় নারী কেমন আবেদনময়ি, গায়ের রঙের সাথে সে কি বোকা, নাকি চালাক এই ধরনের প্রবলেম্যাটিক উইমেন রি-প্রেজেন্টেশন উনি দেন নাই। পলিটিক্যালি কারেক্ট থেকেও কিভাবে উপন্যাসের স্টোরিটেলিং, প্লট সেটআপ করা যায় তা রিয়েলি এমেজিং, বিশেষ করে আমার মত পলিটীক্যালি কারেক্ট ইণ্ডিভিজুয়াল মানুষের জন্য।

আমি যত দুর জানি লেখক হুমায়ুন ফ্যান, উনার জীবনে হুমায়ুনের প্রভাব অনেক। কিন্তু এখানে আমি লেখককে এই ক্রেডিটটা দেব, যে উনি হুমায়ুন আহমেদের ও অন্যান্য বাঙালী লেখকদের মত এসব ভদ্র অভদ্র রূপবতী ব্যাপার গুলির দিয়ে টক্সিক গ্লোরিফিকেশন দিয়ে প্রেম পিরিতিকে স্টেরিও-টাইপিং করে নাই। এই পলিটক্যালি কারেক্ট হওয়ার কালচারটা বাংলাসাহিত্যে আসা খুবই জরুরি। লেখকের প্রথম উপন্যাস হিসাবে উনি শুধু চমৎকার উপন্যাস লিখেন নি একটা গুরুদায়িত্ব পালন করেছেন, আমি আশা করব, ভবিষ্যতে আরও ভাল উপন্যাস পাবার যেটা এই ধারা বজায় রাখবে।
Profile Image for Wasif Noor .
26 reviews19 followers
April 11, 2021
খুবই সাধারণ, আবার পরিচিত একটা গল্প এটা। কিন্তু লেখকের লেখার যে স্টাইল, তাতেই এই বইটি হয়ে উঠেছে ভিন্ন কিছু।বেশ ভালো লাগলো পড়ে, লেখকের জন্য অনেক অনেক শুভ কামনা।
সামনে আরো বই চাই এবং সম্ভব হলে, একটি ছোট গল্পের বই :D
Profile Image for Fiana.
3 reviews
February 18, 2021
Book: Punyaha by Tanveer Anoy

So I basically ordered Punyaha on day 1 and finished it overnight! I remember after finishing this book, I felt devastated and asked myself - "What on Earth has just happened!"
Trust me you will get my point once you give it a shot!

Punyaha is entirely a social drama that deals with the identity crisis, friendship, love -things we normally experience. It will trap you in an invisible boundary, or perhaps a dilemma - unlike any other recent modern books I've come across.

The characters are vividly dissected, the incidents are beautifully explored - and I kinda felt I'm on an endless emotional roller coaster while observing the characters and their sufferings!

The ending is a bit blue yet amazingly wrapped! I particularly liked the melancholia it delivers at the end- somehow this seems relatable.
Great work and must-read!
Profile Image for Salman Sakib Jishan.
274 reviews161 followers
April 8, 2021
'পুণ্যাহ' বইটার খোঁজ আমি প্রথমে পাই এক আপার ইন্সটা স্টোরি থেকে। দেখতে অত্যন্ত সুন্দর একটা বই। সাধারণত কভার দেখে বই কেনার মানুষ না আমি। ইদানীং দেখা যায় যেই বইগুলো দেখতে খুব সুন্দর, সেগুলো আদতে পড়তে অত ভালো লাগেনা। গুডরিডস ঘেঁটে দেখি ম্যালা প্রশংসা। আমি প্রকাশনী খুঁজে বইমেলা থেকে বইটা কিনলাম। কেনার সময়ও চিন্তা করছিলাম, এটুক বই, এত দামে কিনবো কিনা! বইটার পৃষ্ঠাগুলোও দামী, আর উপস্থাপনও সুন্দর। দামটা কি এজন্যই?

তবে বইটা ভালোই লেগেছে আমার। খুবই ছোট বই। উপন্যাসিকা বলা যায়। তাই এক বসাতেই শেষ।
লেখক তানভির তনয় এর প্রথম বই। প্রথম হিসেবে বেশ ভালো এবং সুখপাঠ্য। কাহিনীর মাঝে একটা বিষাদের ছোঁয়া আছে। সম্পর্কের টানাপোড়েন আর সামাজিক জীবনের প্রতিচ্ছবি। বইটার মাঝপথে পরিচিত কোন লেখার প্যাটার্নের গন্ধও পাচ্ছিলাম! তবে ঝরঝরে ভাষা আর ছোটছোট বাঁক, হিউমারগুলো এনজয় করেছি।
3 reviews
February 11, 2022
বৃষ্টির বেগ বেড়ে গেল। সিএনজির ইঞ্জিনের শব্দও সঙ্গে বেড়ে গেল। অনেক গাড়ি পাশ কাটিয়ে যাচ্ছে। দু-পাশে সারি সারি চা-বাগান। চা-পাতাগুলো বৃষ্টির পানির স্পর্শে বেদনার জলাঞ্জলিতে ব্যস্ত। চারপাশের কোলাহলে দুজনের কথাবার্তা শুনতে পেল না কেউ।

বৃষ্টির মতোই ঝড়ঝড়ে ভাষায় লিখা পুণ্যাহ। ইদানীং আমার সহজ-সাবলীল সবকিছু খুব ভালো লাগে। তাই পুণ্যাহও এর বাইরে নয়। তবে পুণ্যাহ এর গল্পটা আসলে কার? ফারজানার? নাকি শমিতার? নাকি আবার মাহফুজ, জেরিনের? ওদের কথা ভাবতে গেলেই প্রাচীর কথা এসে পড়ে। আর প্রাচীর কথা ভাবতে না ভাবতেই কৌশিকের কথা মনে চলে আসে। এতো কিছু ভাবার মধ্যে একটা কথা মাথায় ঘুরতেই থাকে যে আসলে এই গল্পের শেষ কোথায়?

গল্প বলার ধরণ ভালো লাগলেও কিছু কিছু জায়গায় যে ফাঁক-ফোঁকর ছিলো এটা অস্বীকার করা যায় না। চরিত্রগুলোর পরিসর আমার কাছে মনে হয়েছে একটু কম ছিলো। কারণ চরিত্রগুলো সম্পর্কে আরো এক���ু পড়ার ইচ্ছে ছিলো। তা হলো না। তবে দিনশেষে সবার মতো মনে হয় চরিত্রগুলোও বৃষ্টির পানির সাথে হারিয়ে যায়। হারিয়ে যায় শিশির বিন্দুর সাথে। হারিয়ে যায় দিনের শেষ সূর্যের রশ্মির সাথে। আর এভাবেই পাওয়া-না পাওয়ার হিসাবনিকাশ হয়ে যায়, পুণ্যাহ সম্পন্ন হয়।

"স্বপ্ন পূরণ করার চেষ্টা করা উচিত।"
Profile Image for Fazle Rabbi Shovo.
46 reviews10 followers
June 8, 2021
In the domain of Bangla Literature, I am but an inept and a humbled infant. But after reading this amazing work, I feel that I owe it to the author to show my expression. Usually, I rate a book based on mainly two aspects, 1) If it "is" what it is trying to be, and 2) How fluid the writing is.

In terms of writing fluidity, "পুণ্যাহ" radiates with flying colors. It's a short book (80 pages) to start with so it is already providing a quick read (who doesn't love that). Moreover, it's also written in modern Bengali diction, so it's very easy to read through but at the same time doesn't at all feel like an average, cop-out writing. The author uses thematic, matured words where it's needed and that sets a very pertinent, charming mood for the readers to immerse within. I specially liked the little intelligent humor that was weaved all over the story, not too much to ruin the mood but enough to hold the reader's attention.

About the story, the technique felt a lot like a Tagore-esque short story which has a spontaneous beginning and ending. The story doesn't force readers to ponder on the origin of the characters or their relations. Rather, it seems to live on the moments and the immediate emotions that each character is experiencing. All the characters seem to be going through a character arc and "পুণ্যাহ", as the name stands for, is seemingly leading the readers to the end of those arcs along with an inevitable cleansing ritual.

Tbh I didn't know what পুণ্যাহ meant so I was completely unbiased and unlearned of the storyline's heading but when it ended, it all made sense and it left a somewhat fulfilling ambiance. The writing has a very familiar tone to it and it helps to create a nice, comfort zone for any type of readers. It only shows that the author has been doing his homework on how to approach the story and go about it till the end.

All in all, it's been a wonderful read. As a debut novel, I believe the length is justified but I do hope he will take bigger challenges in the future. Once again, congratulations Tanveer Anoy for your first release. Looking forward to the next one.
Profile Image for Fahin  Rahman Aungkita.
6 reviews
April 17, 2021
Punyaha doesn’t aim to be anything more than it is, which is a story woven with characters you can relate to and their obstacle riddled lives where they occasionally find peace in memories and the picturesque details in moments. And it does a commendable job at being that.

In between every chapter and the next are small twists that give you hope and tarnish it a little from time to time. And things suddenly make sense almost too simply and then they don’t as you get to to the end, almost very wrongly. Punyaha stops before the readers want to stop but it is short, striking, and picks all the climactic moments to move readers rather than give them enough to know every character closely.

The journey is short and I would if I could, still, stop at the cliffhanger with in the little space there lay between the characters, with rain, the bumps, and the professing of love between the ghosts of the past, an uncertain present, and a certain future. It could have served better closure in a lengthier approach perhaps. It could've depicted the pasts of the characters better perhaps. It could've left out the ending twist that settles things once and for all, for better or for worse. But oh well, the writer had different plans and in his debut novel, he lets his simple novel orchestrate strong scenes. And that's how Punyaha came to be. A perfectly beautiful and light read beside the green, on a blue day.
2 reviews3 followers
February 19, 2021
ব‌ই: পুণ্যাহ
লেখক: তানভীর অনয়


মানুষ মাত্রই আমরা সামাজিক জীব। সমাজের গন্ডির ভেতরেই আমাদের বেঁচে থাকতে হয়। তবে পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় আমরা এই উপমহাদেশের মানুষজন একটু বেশিই সামাজিক। আমাদের চিন্তা, বুদ্ধি, কর্ম কিছুই যেন সমাজ বা সমাজের বেঁধে দেয়া রীতিনীতির বাহিরে নয়।

"পুণ্যাহ" উপন্যাসটি আমাদের মত‌ই কয়েকটি সামাজিক চরিত্র ও ঘটনাবলীকে কেন্দ্র করে রচিত। ফারজানা নামের একটি মেয়ের সাথে উপন্যাসের সবগুলো চরিত্র জড়িয়ে আছে, যেমনটা আমরা সবাই জগতের বহু সম্পর্কের সাথে নিজেদের জড়িয়ে রাখি। কিছু সম্পর্কে নিজেকে জড়াতে চাই, কিছু সম্পর্ক থেকে বের হতে চাই। কিন্তু কোনটাই পারি না। সমাজ, রাষ্ট্র, রীতি, নীতি আমাদের পারতে দেয় না। জোর করে গিট দেয়া দড়িতেই আটকে থাকে সম্পর্কগুলো‌। ফারজানা‌ও এমন‌ই একটি চরিত্র। চরিত্রটিতে আমি আমাকে খুঁজে পেয়েছি। সাহিত্য, উপন্যাস তোজীবনের‌ই প্রতিচ্ছবি। লেখক এই বিষয়টি যত্ন করে ফুটিয়েছেন তার লেখায়। একটি বিষয় ভালো লেগেছে, লেখাটি খুব সহজবোধ্য, সরল বাক্যে রচিত। এমন লেখাগুলো আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে। এমন আরো লেখা সামনে আসুক, আমাদের সাহিত্যের উৎকর্ষতা বৃদ্ধি পাক সেই কামনাই করি
1 review
April 9, 2021
I don't read a lot of books. But I surely buy a lot, hoping that someday I will read them.

Tanveer Anoy 's 'পুণ্যাহ' got delivered to me a month ago. Porbo porbo kore shomoi ber korte parchilam na. It kept travelling from my bed to my dressing table to my mother's bed, and finally tonight I sat down with it on my bed. It took me only a few hours to finish it. I couldn't keep it down. I just kept reading.

What have you done, my friend?

I ran to my sister and I quote myself, I said, "I just read history in the making; Anoy is going to be the one of the greatest writers in Bangladesh." I am not saying this because you are close to my heart Anoy. I mean it.

I am not a novel writer, I have not read enough books in the world, and I am in no way capable of judging someone's novel. But I just had to let the world know that I have just witnessed something great. পুণ্যাহ-বরণ took me on a journey: a fun, insightful, colourful, and emotional journey.

Thank you Anoy, for sharing your thoughts and words with us through পুণ্যাহ. I cannot wait for more ❤🌸
Profile Image for Present.
2 reviews2 followers
April 9, 2021
Punyaha to me stands out from other novels because of two main reasons. The minor characters are depicted beautifully. And the characterization of the female leads are presented delightfully. They are beautifully flawed. That's the part I loved the most.
1 review
April 30, 2021
I love the ending the most!! An unpredictable one and the most real one!! The whole story is very simple and natural!! It can be related with our own society inch by inch. Not giving you any spoiler. Read it ASAP!! You will love it!!
3 reviews26 followers
May 13, 2021
“পূণ্যাহ” বইটা নিয়ে বলতে আমার বেশ দেরি হয়ে গেলো ।তবু ছিমছাম গল্পটি নিয়ে দুটো কথা বলবার ইচ্ছাকে মোটেও ফুরায় নি । গল্পের প্রতিটি চরিত্র এতোটাই সাবলিল ভাবে সাজানো আর প্রতিটি চরিত্রের মাঝেই আমাদের আশপাশে থাকা মানুষদের স্পষ্ট প্রতিফলন ঘটেছে । বেশ আপন আর যত্নে প্রতিটি চরিত্রের বর্ণনা করতে সক্ষম হয়েছেন লেখক । তার থেকে সুন্দর একটা ব্যপার হলো , গল্পের শুরুতে প্রত্যেক চরিত্রে আটপৌরে ও সাধারন ভঙ্গিমা থাকলেও তারা তাদের নিজ অবস্থানে থেকে সূক্ষ্ম এক এক বার্তা দেওয়ার চেষ্টা করেছে। সমাজের দৃষ্টিতে বিয়ের বয়স পার হয়ে যাওয়া শমিতার নিজ পরিবারের মানুষের কাছে বোঝা হয়ে যাওয়ার ঘটনা কিংবা ফারজানার বিবাহিত জীবনের গ্লানি, ধন সম্পদের আধিক্যের সাথে সাথে নিজের ভোল পাল্টানো জেরিন কিংবা বাবার সম্পদ থেকে ত্যাজ্য হওয়ার আশঙ্কায় সুযোগসনধানী মেরুদন্ডহীন পুত্র মাহফুজ , একসময় ফাগুনের রং রূপের মতো আসা জোসেফ সব নিয়েই এই পূণ্যাহ । এই অতি সাধারন চরিত্রদের জন্য সুন্দর একটা সাজানো উপসংহার আশা করেছিলাম । কিন্তু বাস্তব সবসময় সাজানো সুন্দর না । মলিন হতে পারে , কষ্টের হতে পারে , মেকি হতে পারে কিংবা কুৎসিত হলেও দোষ নাই ।
সাধারনের মাঝে অতি সাধারন এক উপসংহারে মোড়ানো গল্প “ পূণ্যাহ”
পাওয়া না পাওয়ার হিসাব নিকাশ হয়ে গেলো । পূণ্যাহ সমপন্ন হলো ।
গল্পটা শেষ করে বেশ ফাঁকা হয়ে গেলো মনটা । খানিকক্ষণ বুকে চেপে ধরেছিলাম । লেখকের এটা প্রথম বই এবং আমি গত দেড় মাসে বহুবার বইটা সংগ্রহের কথা তোমাদের জানিয়েছি । আজ বইটা পড়ে আমার অনুভূতি জানালাম ।
লেখক তার আটপৌরে ও সরল লেখনীর মাঝে সূক্ষ্মভাবে এক মানুষ এক পরিবার এক সমাজের ত্রুটি সূক্ষ্মভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে সক্ষম হয়েছেন ।এমন লেখা অনেক অনেক দিন পড়ি না । Tanveer Anoy এর দ্বিতীয় গল্পের জন্য অপেক্ষায় রইলাম ...
Profile Image for A Tiny Reader | Sharfin Islam.
259 reviews27 followers
July 1, 2021
This book was right up my alley when it comes to genre. With a small set of characters caught up in the drama of a toddler under the skin of a 40 something year old, this book made me laugh out loud at so many points.

The plot revolves around a small, broken family. We get perspectives from Farzana who is separated from her husband, her friend whom she visits to escape from the troubles at home and has her own set of problems, and the in-laws whose selfishness and shortsightedness threatens to crumble the last piece of brick holding them together.

The main character, Farzana was a delight to cheer on for. I was attached to her and Shamita before I had even realized, and I'm really glad I took my time with it. For a person who hasn't read a Bangla book in years, I'm grateful that I started again with this one.

It just hit the right spots in terms of emotional
attachments, well developed characters, and tongue-in-cheek humour. All that in just ~75 pages!
Profile Image for Shahab Mosharraf.
84 reviews5 followers
July 7, 2021
নতুন লেখক বলে হয়ত সমালোচনার কামান তাক করে রেখেই বইটা নিয়ে বসি। সাবজেক্টটাও খুব একটা পছন্দ হয়না। টিপিক্যাল ড্রামা টাইপ। কিন্তু কিছু কিছু জায়গায় লেখকের অলঙ্করণ সুন্দর। কিছু কিছু জায়গায় লেখকের সাহিত্য প্রবাহ পরিপক্ব। খুব চেষ্টা করেও শেষ পাতায় একটা অনুমেয় সমাপ্তি এড়ানো যায় নি। আর বইজুড়ে ভাবনার অগভীরতা থাকলেও নতুন বই হিসেবে লেখককে শুভ কামনা।
1 review
May 10, 2021
বর্তমান সময় ও বাস্তবতার নিরীখে একজন নারীর মনস্তত্ব, অন্তর্দ্বন্দ্ব, সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থার উপর আলোকপাত করে ভীষণই গুছানো, সুশৃঙখল, পরিপাটী, নাতিদীর্ঘ একটি আখ্যান তানভির অনয়ের এই 'পুন্যাহ'। স্বল্পায়াস সাধ্য, সুপাঠ্য, সুন্দর উপন্যাসটি সবারই পড়ে দেখা উচিত।
2 reviews5 followers
June 1, 2021
I'm finding it difficult nowadays concentrating. Really really enjoyed this book. Really compelling imagery, characters that draw you in, and the characters are as they should be: all shades of grey and the entire spectrum. Really excited about Anoy's next book, whenever we might get it.
2 reviews2 followers
June 8, 2021
I wouldn’t say that I have read enough books written by Bengali authors, but I can surely assume the prevalent writing format they usually use in their novels and short stories. Astonishingly, “Punyaho” has the evergreen writing style of Virgina Woolf that follows a day or event of life, written in “Stream of Consciousness”.

From my personal interpretation, they story doesn’t feel like it is written only on one Protagonist, it rather brings light on different type of characters and their stylistic and figurative speeches, which depict their emotion in different events. The narrator does not try to give an overexposure to any character but, rather unfolds what can be best told in the particular moment each characters are in.

Seemingly, Farzana can be referred as the protagonist of the story who has other characters intertwined with her. However, characters like Mahfuz, Shamita and Joseph are so pragmatic and relatable that they manage to build their own individual arc in the story. Specially, Shamita. She stands out as the most prolific figure in the story. Her demeanour leaves a hint of something unsaid but a reader can feel it.

From my critical point of view as a reader, I can say the story could have the story arcs of each character a bit more extended, and further explained. The pace of the writing is fast and often lacks finishing. However, this specific characteristic makes it more intriguing.

Above all, it is very hard for me to fathom that it is the first attempt of the author. The narrations seem well nurtured and mature in diction. The words are properly picked. The diction is definitely formative but has a very smooth flow, and eloquence.

Congratulations  to Tanveer Anoy. You have written a beautiful book with so many Easter eggs in it. It was a beautiful experience to unfold those. All my good wishes to you, I hope you keep writing such wonderful stories in future. ❤️
31 reviews
March 8, 2021
পুরোটা বই অনেক উপভোগ করে পড়েছি। বইটির ২য় খণ্ড (যদি বের হয়) বা লেখকের অন্য লেখা পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
1 review2 followers
April 9, 2021
"পূন্যাহ" সরল বাংলায় সামাজিক সম্পর্কের জটিল সম্প্রেক্ষণ। বর্তমান পরিস্থিতির বিবেচনায় চরিত্রগুলো স্বমহিমায় ভাস্বর উপন্যাসের প্রতিটি বাক্যে, আরম্ভে এবং পরিণতিতেও। অনেক মানুষের অনেক অনেক ইচ্ছাই সময়ের স্রোতে, সামাজিক টানাপোড়েনে কিংবা পরিস্থিতির চাপে হারিয়ে যায় অথবা লুকিয়ে থাকে মনের গহীনে। একটি ঘটনা যেমন চাপা দেওয়া হয় আরেকটা ঘটনা ঘটিয়ে এবং সেই ঘটনার প্রবাহ চলতেই থাকে তেমনি এখানে দেখি নতুন সম্পর্ক তৈরির প্রচেষ্টা চলে আরেকটি সম্পর্ককে সমাজের কানাগলির অন্ধকারে লুকিয়ে ফেলতে। এগিয়ে চলে উপন্যাসের ঘটনা প্রবাহ। তারপর মান্না দের গানের মতো- সবাই তো সুখী হতে চায়..... কিন্তু কেউ হয়, কেউ হয় না, আবার কেউ পেয়েও পায় না। শেষ পর্যন্ত সমাজের কানাগলির উন্মত্ত পুরুষতান্ত্রিকতার নিষ্পেষণে হারিয়ে যায় নিজের সত্ত্বার স্বকীয়তা নিয়ে বেচে থাকার নির্লিপ্ত আলোক শিখা।
সব মিলিয়ে তানভির অনয়ের "পূণ্যাহ" একটি আপ্ত বিয়োগান্তক সামাজিক সংঘর্ষের চিরন্তন প্রতিচ্ছবি।
Profile Image for Vendetta .
34 reviews1 follower
April 12, 2021
বইটি পড়ে এখনকার তথাকথিত পরিবারের কিছু কিছু প্রধান সমস্যা চোখে পড়ে। লেখক স্বল্প পরিসরে মেয়েদের ক্ষেত্রে পরিবারের সমস্যা চিত্রায়িত করেছেন৷ ফারজানার মত মেয়েদের কত কত বাঁধা বা চিন্তার মোকাবেলা করতে হয়, তার একটা ধারণা করা যায়। পরিশেষে, লেখকের প্রথম লেখা হিসাবে, তিনি খুব সুন্দরভাবে সবকিছু চিত্রায়িত করেছেন, সবল-সুন্দর ভাষায়।
1 review
April 1, 2021
এতদিন ধরে মূলধারার বাংলা সাহিত্যে লেখকরা গল্পের প্রধান পুরুষ ও নারী চরিত্রকে যেভাবে চিত্রায়ণ করে গুলে গুলে খাইয়েছে আমাদের, এই বইটা পড়তে গিয়ে পুরোপুরি ভিন্ন স্বাদ পেলাম। প্রচ্ছদশিল্পী যেমন মলাটের নারী চিত্রটিকে বিভিন্ন রঙে রাঙিয়েছেন, লেখকও নারী চরিত্রটিকে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন। চরিত্রটির মধ্যে দ্রোহ পেলাম, মমতা পেলাম, হতাশা, আক্ষেপ, দুঃখ, ভালোবাসা, ধীশক্তি পেলাম। এত স্বয়ংসম্পূর্ণ চরিত্র মূলত একজন নারীকে প্রোটাগনিস্ট হিসেবে দেখিয়ে, তার মধ্যে তথাকথিত বৈশিষ্ট্যের বাইরের অন্যান্য বৈশিষ্ট্যগুলো যেভাবে লেখক তার চিন্তাশক্তি ও কলম দিয়ে ফুটিয়ে তুলেছেন, তা খুবই প্রশংসনীয়। খুবই সাদামাটা, সহজ ভাষায় লেখা ৮০ পৃষ্ঠার একটা বই, কিন্তু লেখক সাধারণ কথোপকথনগুলোর মধ্যে ছোট্ট কিন্তু অসাধারণ কিছু বাস্তব ব্যাপার তুলে ধরেছেন, যা আমরা বাংলা সাহিত্যিকদের কাছ থেকে খুবই কম পেয়েছি।
তবে কিছু চরিত্রের কথোপকথন মধ্যে বেশ কিছু কথা ও কার্যকলাপ মনে হয়েছে না হলেও চলতো। প্রধান চরিত্র নারী হলেও অন্যসব চরিত্রের চিত্রায়ণ লেখক বেশ তাৎপর্যপূর্ণভাবেই করেছেন।

আরো আলাপ দেওয়া যায় বইটা নিয়ে, কিন্তু আমি চাই আপনারাও বইটা কিনেন, আমরা সবাই একসাথে আলোচনা করি। বইমেলাতে পাওয়া যাবে।
অনলাইনে নিতে চাইলে রকমারি বা বুবুক থেকে পাবেন। আমি বুবুক থেকে নেওয়ার ব্যাপারে উৎসাহিত করবো।
2 reviews
April 9, 2021
'পুন্যাহ' -তানভীর অনয়

গল্পের বইয়ের সাথে আমার সম্পর্ক কিঞ্চিত সুদূর্স্থিত। তাও এই বইয়ের অবেক্ষণ করতে মনটা উতলা হয়ে ছিল। বইটি নিঃসন্দেহে একটি সার্থক সামজিক উপন্যাস। কেননা এই বইটিতে উপায়ন, উপস্থাপন, উপমা, আখ্যান, চরিত্র, সংলাপ, পটভূমি এবং শৈলী এতটাই অসাধারণ যে, তা যে কারো মন কাড়বে বইটি পড়তে। একথায় বইয়ের প্রচ্ছদের মতোই বইটি অনবদ্য। তাছাড়া যে চরিত্রগুলোর উপস্থিতি কম সময়ের জন্য ছিল সে চরিত্রগুলো ও মনে দাগ কেটে থাকবে। উপন্যাসটি শেষ করার পর আরো ইচ্ছে হয়েছিল সামনের ঘটনা গুলো সম্পর্কে জানতে। লেখকের প্রতি অনল্প ভালবাসা ও শ্রদ্ধা রেখে পরবর্তী বইয়ের অপেক্ষায় রইলাম....
Profile Image for Ismat Sumaiya.
29 reviews32 followers
July 16, 2021
লেখকের এটি প্রথম উপন্যাস হলেও বোঝার উপায় নেই। কত্ত সুন্দর লেখকের বর্ণনাশৈলী!! 'নারীর চোখে বিশ্ব দেখুন' কথাটা যেন নিজের মধ্যে বারবার প্রতিফলিত হচ্ছিল ঘন্টা দুয়েক।বিয়েই যে নারীর একমাত্র ভবিষ্যৎ না তা লেখক বুঝিয়ে দিয়েছে শমিতার মাধ্যমে। নিজের স্বপ্নগুলোকে,ইচ্ছেগুলোকে নিজের চারপাশে ছড়িয়ে দিয়ে একটি মেয়ে জীবনটায় কাটিয়ে দিতে পারে বিনা সঙ্গী ছাড়া তা হয়তো কেউ মেনে নিতে চায় না কিংবা মেনে নিতে পারে না! বেঁচে থাকার আনন্দ যে আস্বাদন করতে পারে তার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না তার উজ্জ্বল উদাহরণ শমীতা।
.
ফারজানাকে দিয়ে গল্পটা শুরু হলেও এখানে ভিন্ন ভিন্ন চরিত্র স্থান পাই। এবং সবকটা চরিত্র স্পষ্ট শুধু কৌশিকের ব্যাপারে আরও জানার আগ্রহ জন্মে।বিশেষ করে তার লম্বাচুল আমাকে খুব আকৃষ্ট করে। লম্বাচুলের ব্যাপারটা আমার কাছে খুব ইনট্রেসটিং লেগেছিল।জোসেফ ,মাহফুজ,প্রাচী, জেরিন সবার চরিত্র অল্পবিস্তর ভালভাবেই ফুটে উঠেছে।
.
বইটির পেট ছোট হওয়াতে কাহিনী বিস্তার লাভ করেনি। তাই শুরু এবং শেষ বুঝতে কষ্ট হয়েছে।গুরুচন্ডালী দোষ এর কারণে একটু পড়তে অস্বস্তি লাগছিল।কিন্তু নিঃসন্দেহে লেখকের প্রথম বই হিসেবে বইটি শুধুই ভাল না খুব খুব ভাল। ভাইয়ের জন্য শুভকামনা। আশা করছি তার সামনের বইগুলো আরও ভাল হবে।বইয়ের কাভার খুব সুন্দর৷ কভারের 'Afro cubism' আর্টটা ভীষণ সুন্দর।
Profile Image for Heisenberg.
151 reviews8 followers
May 17, 2022
খুব একটা জমলো না... 😔😔
1 review1 follower
April 6, 2021
A very subtle yet interesting story, beautifully written by tanveer anoy...the details while explaining several plots were very fun to read...it was a good read for sure, i thoroughly enjoyed reading this book.
Displaying 1 - 30 of 56 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.