বাংলা সাহিত্যে শিশু-কিশোর পাঠকদের জন্য লেখালেখির ইতিহাস রীতিমতো স্বর্ণিম। লক্ষ করলে বোঝা যায়, একেবারে প্রথম থেকেই নীতিকথা বা কৌতুকের পাশাপাশি অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চ কাহিনিরাও সদর্পে উপস্থিত থেকেছে শিশু-কিশোর পত্রিকায়৷ 'কিশোর ভারতী' পত্রিকা প্রকাশিত হওয়ার পর থেকেই রহস্য, রোমাঞ্চ, অলৌকিক— সার্বিকভাবে জঁর ফিকশনকে গুরুত্ব দিয়ে এসেছে। সেই পত্রিকার পাঁচ দশকের ইতিহাস মন্থন করে তুলে আনা একশো একটি গল্প স্থান পেয়েছে এই সুবৃহৎ সংকলনে।
আস্ত সূচিপত্র তুলে আনা অসম্ভব। তবে গত পাঁচ দশকে লেখালেখি করেছেন এমন প্রায় কোনো সাহিত্যিকই বাদ যাননি এই সূচি থেকে। এর থেকে স্পষ্ট হয় যে লব্ধপ্রতিষ্ঠ থেকে শুরু করে নবাগত— সব সাহিত্যিকই অন্তত একবার জঁর ফিকশন রচনা করেছেন। তাতে কখনও এসেছে বিদেশি কাহিনির প্রভাব, কখনও বা তা হয়ে উঠেছে ব্যক্তিগত অভিজ্ঞতার রসে সিঞ্চিত।
তবে এই লেখাগুলো কালানুক্রম অনুযায়ী সাজালে শিশু-কিশোর সাহিত্যে রহস্য-রোমাঞ্চের ক্রমবিবর্তনের ছবিটি স্পষ্ট হত।
তাছাড়া একটা জিনিস বড়ো বেশি করে চোখে লাগল। এই বিপুলায়তন বইয়েও নারী চরিত্রের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। শিশু-কিশোর সাহিত্য নাবালক ও অপরিণত থেকে গেল এই পাপেই!
বেশ কিছু গল্প বেশ ভালো। আবার বহু গল্প চলনসই স্তরেই থেমে গেছে— যেমনটা সংকলনে হয়েই থাকে।
যদি আপনার হাতে ব্যয় করার মতো প্রচুর সময় ও সুযোগ থাকে, তাহলে এই বইটির সাহায্য নিতেই পারেন। সময়টা নেহাত খারাপ কাটবে না।