অমাবস্যার রাত। দোয়াতের কালির মতো অন্ধকার । মানুষ তো দুরের কথা ভুতেরাও চোখে দেখতে পায় না এরকম অন্ধকারে। ঘুমঘুমির মাঠে খেলা করতে এসে পথ হারিয়ে ফেলল একটি ভূত ছানা। রমাকান্ত কামার। যার নাম উল্টে বললেও রমাকান্ত কামারই হয়।
জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস "ভুতের নাম রমাকান্ত কামার" । এবার জীবন্ত ভূতের সাক্ষাত পাবে বন্ধুরা। এঁকেছেন চিন্ময় দেবর্ষি।
৭ থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য রঙিন ছবিসহ কমিক্স ।