এই বইটা পড়া শুরু করে শেষ না করে উঠতে পারিনি।নাহ কোনো থ্রিলার গল্পের মতো আটকে রাখেনি।কিন্তু বইয়ের চরিত্রগুলোর আবেগ তাদের কাছ থেকে বেরোতে দেয়না।এত চমৎকার একটা বই, এত চমৎকার! লেখকের অন্ত্যমিল বইটার প্রশংসা শুনেছি।সেটা পড়ার জন্য অপেক্ষা করতে পারছিনা।