"এই বইতে মোট বায়ান্নটি গল্প আছে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অনেক বাঙালি প্রাণ দিয়েছিলো বলে বইটির গল্পসংখ্যা বায়ান্ন, বিষয়টা এমন তাৎপর্যপূর্ণ না। আসলে মোট বায়ান্নটি গল্পই মোটামুটি ভালো ছিলো। বাকিগুলো ছিলো প্রকাশের অযোগ্য। সুতরাং সেগুলোকে বাদ দেয়া হয়েছে। . এই বইটি বলা যায় আমার সমগ্র লেখক জীবনের জমা করা সমস্ত সম্পদ। এটার দাম আপনারা কখনোই কাগজের টাকায় দিতে পারবেন না। তবে বিকাশ রকেট বা নগদে দিতে পারবেন অবশ্যই। এমনকি চাইলে ধান, গম বা আটার বিনিময়েও আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে এককেজি ধান গম বা আটার দাম দিতে হবে ঐ বিকাশ রকেট নগদেই! . আজ ভূমিকা এ পর্যন্তই। "
এই বই মেলার রম্য বই অপ্রিয়তমা পড়লাম। কিছু যায়গায় ভালোই হেসেছি, কিছু জায়গায় আরোপিত লেগেছে। আসলে সিটকম ফ্রেন্ডস, টু এন্ড এ হাফ ম্যান আরো সিরিজ দেখেছি তো আগে তাই রম্য ব্যাপার টা একটু উপরের লেভেল এর না হলে মজা পাই না!
স্যাটায়ারিস্টিক গল্প সংকলন। তবে অতটাও গভীর কিছু না। কিছু গল্প ভালোই, কিছু গল্প ফেসবুকীয় রম্যের মতো। রম্যরচনা আর বিদ্রুপাত্মক রচনার ফারাকটা সহজেই ধরা গেছে। লেখকের জন্য শুভকামনা।