মার্কেটিং বলতেই মানুষ আজকাল যা বোঝে তা হচ্ছে এড বানানো আর ফেসবুক বুষ্টিং করা । আমি নিজেও যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, আমি নিজেও যে এরচেয়েও বেশী কিছু ভাবতাম তা কিন্ত না । কিন্ত সম্প্রতি একটি এজেন্সি'তে ম্যানেজারের কাজ করতে গিয়ে টের পেলাম যে, " নাহ ! মার্কেটিং তো অনেক বড় একটা ব্যাপার । শুরু করলাম মার্কেটিং নিয়ে পড়াশোনা, ঘাটাঘাটি ৷ আমি যেহেতু আইটি ব্যাকগ্রাউন্ডের, তাই ইংলিশে বড় বড় বই ব্লগ ইত্যাদি পড়তে বেশ বেগ পেতে হচ্ছিলো । আমি খুঁজছিলাম সহজ বাংলায় লেখা মার্কেটিং এর বই ৷ অনেকগুলো বইই পেয়েছি, কিনে পড়েছি, তাদের মধ্যে এই একটি বই, "ঠিক বেঠিক মার্কেটিং", যা কিনা বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্যে আমার দারুণ লেগেছে ।
“ঠিক বেঠিক মার্কেটিং” বইটির মূল বিষয় হচ্ছে কোনটি আসলে মার্কেটিং আর কোনটি নয় । মার্কেটিং এর সাথে সাহিত্য, সাইকোলজি, ইকোনমি, ফিন্যান্স ইত্যাদির সম্পর্ক নিবিড়, কিন্ত সেগুলোর উপরে সাধারণত ফোকাস করা হয় না । এই বইটিতে ছোট ছোট চাপ্টারে সুন্দর করে বোঝানো হয়েছে এই ব্যাপারগুলো । সেলিব্রেটিরা কিভাবে একই সাথে একটি ব্র্যান্ডের জন্য ভালো আবার খারাপ - এই ব্যাপারটা খুব মজা করে বোঝানো আছে । সেই সাথে নরমাল কাস্টমারদের বহুল আকাঙ্ক্ষিত শব্দ “সেলস”, “ডিসকাউন্ট”, “অফার” - এইসব কিভাবে একটা ব্রান্ডের মার্কেটিং এর সাথে জড়িত, কিভাবে এই বিষয়গুলো একটা ব্র্যান্ডের নানান দিক নিয়ন্ত্রণ করে - সেগুলো নিয়ে খুব সহজ ভাষায় আলোচনা করা হয়েছে ।
সবচেয়ে ভালো যেটা লেগেছে তা হলো, মার্কেটিং বলতে সবাই এড বা বুষ্টিংই মনে করেন, ফিল্ডের ব্যাপারগুলোও যে মার্কেটিং এর সাথে জড়িত, সেটা আমরা অনেকেই জানি না । একটি পণ্য তৈরী করা থেকে শুরু থেকে সেটি মার্কেটে পৌছানো এবং তার সাথে জড়িত অনেক ব্যাপার যেমন ধরুন ডেলিভারিম্যান, যাত্রাপথ, প্রয়োজনীয় পিকাপ গাড়ি - এইসব নিয়ে খুব ছোট কিন্ত টু দ্যা পয়েন্ট ব্যাপার মার্কেটিং এর সাথে জড়িত । এই ব্যাপারগুলো নিয়ে বেশ একটা পরিচ্ছন্ন ধারণা আছে বইটিতে, যেগুলো একজন ক্ষুদ্র উদ্যোক্তার অবশ্যই বেশ কাজে দেবে নিজের কাজ শুরু করার আগে বা পরে ।
একদম শেষের দিকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু কথা আছে যেগুলো আপনার আগ্রহকে উসকে দিতে যথেষ্টই সক্ষম । বিশেষত যদি আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে চান বা ব্যবসা সম্পর্কে জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই এই বইটি আপনার মধ্যে ভালো রকমের একটি আগ্রহ সৃষ্টি করবে ।