Jump to ratings and reviews
Rate this book

ঠিক-বেঠিক মার্কেটিং

Rate this book
মানুষ শেখে দু-ভাবে - ঠেকে আর দেখে। এই বইয়ের ২১ টি লেখার কোনোটিই কোনো থিয়োরী বা তত্বকথা নয়। বরং প্রতিটি লেখাই লেখক তাঁর প্রায় দেড়-যুগের মার্কেটিং প্রফেশনে দেখে এবং ঠেকে যা শিখেছেন তারই প্রকাশ। একজন মার্কেটিয়ার হিসেবে নিজের পর্যবেক্ষণ, কেস স্টাডি আর একাডেমিক থিয়োরীর সাথে বাংলাদেশের মার্কেটিংএর বিভিন্ন প্র্যাকটিসের সামঞ্জস্য ও অসামঞ্জস্য খোঁজার চেষ্টা।

যেহেতু পুরোটাই লেখকের নিজের অবজার্ভেশন, তাই সাধারণ পাঠক কিংবা মার্কেটিয়ার হিসেবে আপনার তাতে একমত হতেই হবে এমন কোনো কথা নেই। অবলীলায় দ্বিমতও পোষন করতে পারেন। তবে একমত বা দ্বিমত যাই হোক না কেন, লেখাগুলো যারা মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন, মার্কেটিং প্রফেশনে কেবল যাত্রা শুরু করেছেন, পোড়-খাওয়া অভিজ্ঞ মার্কেটিয়ার কিংবা নবীন উদ্দ্যোক্তা - সবাইকেই মার্কেটিং জগতের নানান ঠিক এবং বেঠিক প্র্যাকটিস নিয়ে ভাবতে সাহায্য করবে সন্দেহ নেই, যা দিনশেষে নিজের ব্র্যান্ড কিংবা ব্যবসাকেও দাঁড়া করাতে কাজে আসবে।

111 pages, Hardcover

First published February 9, 2021

3 people are currently reading
34 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (21%)
4 stars
20 (48%)
3 stars
10 (24%)
2 stars
1 (2%)
1 star
1 (2%)
Displaying 1 - 11 of 11 reviews
Profile Image for Bengali Bookish.
36 reviews18 followers
May 30, 2021
মার্কেটিং বলতেই মানুষ আজকাল যা বোঝে তা হচ্ছে এড বানানো আর ফেসবুক বুষ্টিং করা । আমি নিজেও যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, আমি নিজেও যে এরচেয়েও বেশী কিছু ভাবতাম তা কিন্ত না । কিন্ত সম্প্রতি একটি এজেন্সি'তে ম্যানেজারের কাজ করতে গিয়ে টের পেলাম যে, " নাহ ! মার্কেটিং তো অনেক বড় একটা ব্যাপার । শুরু করলাম মার্কেটিং নিয়ে পড়াশোনা, ঘাটাঘাটি ৷ আমি যেহেতু আইটি ব্যাকগ্রাউন্ডের, তাই ইংলিশে বড় বড় বই ব্লগ ইত্যাদি পড়তে বেশ বেগ পেতে হচ্ছিলো । আমি খুঁজছিলাম সহজ বাংলায় লেখা মার্কেটিং এর বই ৷ অনেকগুলো বইই পেয়েছি, কিনে পড়েছি, তাদের মধ্যে এই একটি বই, "ঠিক বেঠিক মার্কেটিং", যা কিনা বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্যে আমার দারুণ লেগেছে ।

“ঠিক বেঠিক মার্কেটিং” বইটির মূল বিষয় হচ্ছে কোনটি আসলে মার্কেটিং আর কোনটি নয় । মার্কেটিং এর সাথে সাহিত্য, সাইকোলজি, ইকোনমি, ফিন্যান্স ইত্যাদির সম্পর্ক নিবিড়, কিন্ত সেগুলোর উপরে সাধারণত ফোকাস করা হয় না । এই বইটিতে ছোট ছোট চাপ্টারে সুন্দর করে বোঝানো হয়েছে এই ব্যাপারগুলো । সেলিব্রেটিরা কিভাবে একই সাথে একটি ব্র্যান্ডের জন্য ভালো আবার খারাপ - এই ব্যাপারটা খুব মজা করে বোঝানো আছে । সেই সাথে নরমাল কাস্টমারদের বহুল আকাঙ্ক্ষিত শব্দ “সেলস”, “ডিসকাউন্ট”, “অফার” - এইসব কিভাবে একটা ব্রান্ডের মার্কেটিং এর সাথে জড়িত, কিভাবে এই বিষয়গুলো একটা ব্র্যান্ডের নানান দিক নিয়ন্ত্রণ করে - সেগুলো নিয়ে খুব সহজ ভাষায় আলোচনা করা হয়েছে ।

সবচেয়ে ভালো যেটা লেগেছে তা হলো, মার্কেটিং বলতে সবাই এড বা বুষ্টিংই মনে করেন, ফিল্ডের ব্যাপারগুলোও যে মার্কেটিং এর সাথে জড়িত, সেটা আমরা অনেকেই জানি না । একটি পণ্য তৈরী করা থেকে শুরু থেকে সেটি মার্কেটে পৌছানো এবং তার সাথে জড়িত অনেক ব্যাপার যেমন ধরুন ডেলিভারিম্যান, যাত্রাপথ, প্রয়োজনীয় পিকাপ গাড়ি - এইসব নিয়ে খুব ছোট কিন্ত টু দ্যা পয়েন্ট ব্যাপার মার্কেটিং এর সাথে জড়িত । এই ব্যাপারগুলো নিয়ে বেশ একটা পরিচ্ছন্ন ধারণা আছে বইটিতে, যেগুলো একজন ক্ষুদ্র উদ্যোক্তার অবশ্যই বেশ কাজে দেবে নিজের কাজ শুরু করার আগে বা পরে ।

একদম শেষের দিকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু কথা আছে যেগুলো আপনার আগ্রহকে উসকে দিতে যথেষ্টই সক্ষম । বিশেষত যদি আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে চান বা ব্যবসা সম্পর্কে জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই এই বইটি আপনার মধ্যে ভালো রকমের একটি আগ্রহ সৃষ্টি করবে ।
Profile Image for Tousif bin Parves.
18 reviews6 followers
April 4, 2024
ঠিক বেঠিক মার্কেটিং (গালীব বিন মোহাম্মদ)

বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাক্টিশনার্সদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব গালীব বিন মোহাম্মদ ভাইয়ের লেখা এই শত পৃষ্ঠার ছোট্ট একটি বই। লেখকের নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের মার্কেটিং নিয়ে দুর্দান্ত পর্যবেক্ষন ভিত্তিক লিখিত বই এটা।

পড়তে বেশিক্ষণ লাগেনা কিন্তু ছোট্ট ছোট্ট বাক্যে অর্থবোধক অনেক কথা তিনি তুলে ধরেছেন। ছোট্ট এই বইটা পড়ে বেশ কিছু জিনিষ নিয়ে জানতে পেরেছি। যেমন:

বিজ্ঞাপন এর কাজ কি? বিজ্ঞাপন আমরা দেই কেন? সরলমনা ভাবে চিন্তা করলে, অ্যাড দিলে প্রোডাক্ট এর প্রচারণা বাড়বে। সুন্দর বিজ্ঞাপন হলে, হূর্মুর করে মানুষ পণ্যটি কিনতে যাবে।

লেখক এদিকে দ্বিমত করেছেন। উনার মতে, "অ্যাডের আসল কাজ 'পারচেজ' ঘটানো না। বরং অ্যাডের আসল কাজটি হলো 'প্রডাক্ট' কিংবা 'সার্ভিস'টি নিয়ে মাথার ভেতর একটুখানি জায়গা করে নেওয়া। যাকে মার্কেটিংয়ের ভাষায় বলা হয়, 'Consideration set'।"

অন্যভাবে বললে, "অ্যাডের আসল কাজ হচ্ছে, প্রথমত মাত্র দুটি-

১. ব্র্যান্ডের জন্য সচেতনতা (Awareness) তৈরি করা

২. ব্র্যান্ডটিকে বিবেচনার (Consideration set) ভেতর আনা।"

কিংবা বিজনেসে গ্রোথ আসে কিভাবে?

লেখক এর মতে,
"ক. বেশি কনজ্যুমারকে পাওয়ার মাধ্যমে (Penetration increase)

খ. একই কনজ্যুমারকে বেশি পরিমাণে consume করানোর মাধ্যমে (Consumption increase)।"

প্যাক এবং চকলেটের সাইজ না বাড়িয়েও ক্যাডবেরি যেমন একটু বেশি চকোলেট দিচ্ছে বলে প্রমোশন করে ব্যবসা চালাচ্ছে, তেমন ভাবে মাত্র 10% এক্সট্রা পেস্ট বাড়িয়ে সেটা গায়ে লিখে এবং চাক্ষুষ দেখানোর জন্যে প্যাস্ট এর সাইজ লম্বা করেও সাফল্যের সাথে ব্যবসা করছে ক্লোজ আপ। কোনটা নিজের ব্যবসার সাথে সামঞ্জস্যপূর্ণ?

জানতে হলে পড়তে হবে ছোট্ট এই বইটি -:-।
Profile Image for Ghumraj Tanvir.
253 reviews11 followers
April 16, 2021
পাঠ প্রতিক্রিয়াঃ
বইঃ ঠিক~বেঠিক মার্কেটিং (নন ফিকশান)
লেখকঃ গালীব বিন মোহাম্মদ
প্রকাশনীঃ @আর্দশ
প্রচ্ছদঃ সব্যসাচী মিস্ত্রী
মূদ্রিত মূল্যঃ ২৪০ টাকা
পৃষ্ঠাঃ১১১

আজকাল অনেক মোটিভেশান এবং বিভিন্ন বিষয়ের উপর স্পেশালাই ব্যক্তিদের বই বের হয় বিভিন্ন ভাষায়। আমাদের দেশে এই টাইপ বই অন্য ভাষা থেকে অনূদিত হয় দেশির ভাগ ক্ষেত্রে।তাই ওই বইগুলো বেশির ভাগ সময়েই আমাদের দেশের প্রক্ষাপটে মিলে না।
আবার আমাদেত দেশের কিছু ব্যক্তি যে বিষয়ের উপর বই লিখেছেন হয় তারা ওই বিষয়ের বাস্তবিক জ্ঞান অর্জন না করে ইউটিউব বা ইন্টারনেট বা অন্য ভাষার বিভিন্ন বই ঘেটে ঘুটা মেড়ে একটা বই লিখে ফেলছে।
অবশেষে এমন একটা বই পেলাম যাতে মার্কেটিংকে আমাদের দেশের প্রেক্ষিতে দারুনভাবে উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন উদাহরণ,ছবি দিয়ে এবং লাক্স,ক্যাডবেরি,ক্লোজআপ ইত্যাদি ব্র‍্যান্ডের বিভিন্ন মার্কেটিং স্ট্রেটেজি তুলে ধরেছেন লেখক।
কেউ মার্কেটিং এ পেশা গড়তে চাইলে কি কি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে সেই সব বিষয়েও আলোচনা করেছেন লেখেক। উল্লেখযোগ্য ব্যাপার হলো প্রতিটি বিষয়েই বাস্তবিক উদাহরণ দিয়েছেন লেখক।
লেখক বাংলাদেশের জনপ্রিয় দুধেত ব্র‍্যান্ড "DANO" র মাদার কোম্পানি ডেনমার্কের 'অরলা ফুডস" - এ হেড অফ মার্কেটিং হিসাবে আছেন।
সবাই বই পড়ুন।
Profile Image for Tama Rashid.
35 reviews26 followers
April 11, 2021
" ঠিক- বেঠিক মার্কেটিং " বই নিয়ে কিছু কথা :

** নাম শুনেই বুঝতে পারছেন বইটি কি নিয়ে লিখা | মার্কেটিংয়ের কোন বিষয়গুলো ঠিক আর কোনগুলো বেঠিক তা উঠে এসেছে |

** লেখকের কর্পোরেট সেক্টরে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা বইটিতে প্রকাশ পেয়েছে |

** বইয়ের ভাষাগত মান অনেক ভালো ছিল | ( শেষ দুইটা বই পড়ে অনেক আশাহত ছিলাম | এই বই পড়ে পুনরায় পড়ার ইচ্ছা এসেছে )

** মার্কেটিং নিয়ে স্বল্প জ্ঞান আছে বা একদমই নেই এমন ব্যক্তি সহজেই আলোচনা বুঝতে পারবেন | তবে , যারা কর্পোরেট এ কাজ করছেন তাদের জন্য আমার মতে বইটি সহায়ক |

** একটা ব্রান্ডের কি করা উচিত আর কি করলে ক্ষতি হতে পারে এই বিষয়গুলো ফুটে উঠেছে |

বইটি কর্পোরেট সেক্টর , বিভিন্ন ব্রান্ডের ঘটনা ও লেখকের অভিজ্ঞতার সমষ্টি | বইটি পড়লে অনেক কিছু শিখতে পারবেন আশা করি |


এছাড়াও , আমার "কর্পোরেট হিরো" বইটি পড়তে পারেন ❤
Profile Image for Asif Jamil.
4 reviews1 follower
April 17, 2021
যেকোনো বিষয়ে বুনিয়াদি ধারণা দেয়ার ক্ষেত্রে একজন লেখককে যেমন খেয়াল রাখতে হয় সহজবোধ্য ভাষার ব্যবহারের দিকে, ঠিক তেমনি এও নিশ্চিত করতে হয় যেন পড়তে গিয়ে অনভিজ্ঞ পাঠককে খুব বেশি বেগ পেতে না হয়। আর বিষয়টা যদি হয় Branding & Marketing, তাহলে এ তালিকায় যোগ করতে হবে Jargon এর যথাসম্ভব সীমিত ব্যবহার আর বেশি বেশি Case Studies.
উপরোক্ত সব কিছুর সংমিশ্রণ আমরা দেখতে পাই “ঠিক-বেঠিক মার্কেটিং” নামক বইয়ে — যেখানে Case Study গুলো সম্পূর্ণ দেশীয়/Local. বইটির বিশ্লেষণধর্মী লেখাগুলোয় আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য চেনা-অচেনা Marketing Campaign কিংবা Strategy গুলো নতুন করে ভাবতে এবং একজন Marketer এর চোখ দিয়ে নিবিড় পর্যবেক্ষণ করতে বাধ্য করে।
Profile Image for Sanjida Yeasmin.
28 reviews
February 26, 2023
বইটি অত্যন্ত চমৎকার একটি বই। বইটি খুবই সহজ ভাষায় লেখা। যদিও কিছু technical terms এর পাদটীকা দেয়া হলে ভালো হত। এই বইটি নতুন উদ্যোক্তা এবং যারা মার্কেটিং বিষয়ে জানতে চাচ্ছেন

তাদের জন্য primary step হিসেবে কাজ করবে। বইয়ের মূলত নিচের তালিকার মত-

১) Marketing এ CARRIER গড়তে হলে কী করতে হবে।
২)promotional offer এর লাভ-ক্ষতি
৩)celebrity endorsement -কখন,কেন কীভাবে এবং কেন নয়।
৪)সাইকোলজির খেলা
৫)২ টি কেস স্টাডি
৬)Advertisements vs Sales
৭) supply chain এবং value chain এর গুরুত্ব
৮) কীভাবে customer management এ quality আনবেন।
৯) ডিজিটাল মার্কেটিং এর যৌক্তিকতা ও অযৌক্তিকতা।
Profile Image for Shoaib Mahmud.
115 reviews4 followers
March 26, 2021
" দুর্বোধ্য কিংবা ফাকি দেয়া মার্কেটিং অফার যেমন বিজনেসের জন্য ক্ষতি করে তেমনি অতিরিক্ত অফারও দীর্ঘ মেয়াদে বিজনেসের ক্ষতি করে" লেখাটা পড়ার সাথে সাথেই ইভেলির কথা মনে আসলো। ইভেলি অফার দিয়ে কিভাবে এতো কম সময়ে এতো সারা পেলো বিষয়টা ইচ্ছা করেই এড়িয়ে গেছেন সম্ভবত! হা হা! ছোট করে বলতে পারত!
খুব সহজ বোধগম্য ভাষায় লেখা। ছোট ছোট গল্প এবং সুন্দর উদাহরণ দিয়ে সাজানো। ১১১ পেজের বই, রাতে ধরে সকালে শেষ করেছি।
Profile Image for Hadi Zaman.
139 reviews10 followers
April 16, 2021
খুব ভাল একটা বই।

শুধু মার্কেটিং বা সেলসে যারা কাজ করেন তারাই নন, অন্যদেরও কাজে লাগবে।

তবে এটা বলে রাখা ভাল যে, বইটা মূলত: চলমান কিছু মার্কেটিং প্র্যাকটিসের উপর লেখকের অবজারভেশন এবং চুলচেরা বিশ্লেষণ। উনি এখানে নতুন কোন বিষয় বা কনসেপ্ট নিয়ে আলোচনা করেন নি। কিন্তু একজন অভিজ্ঞ মার্কেটিয়ার হওয়ার কারণে, এই অবজারভেশন থেকেই অনেক কিছু শেখার আছে।
Profile Image for Swarna.
136 reviews2 followers
March 20, 2021
মার্কেটিয়ারদের পড়ার জন্য খুবই চমৎকার একটি বই। এখানে থিওরি, সূত্র, সংজ্ঞার বদলে আমাদের চারপাশের চেনা উদাহরণগুলো দিয়ে মার্কেটিং এর অনেক জটিল বিষয়গুলো আলোচনা করা হয়েছে। যা থেকে আপনার নিজের করণীয় কি সেই বিষয়ে আইডিয়া পাবেন।
আমার কাছে ভালো লেগেছে বেশ।
Profile Image for Zahidul  Tamim.
113 reviews5 followers
July 19, 2022
বিজনেস নিয়ে পড়ছি তাই বলেই হয়তো বইয়ের ম্যক্সিমাম জিনিসপত্র নতুন নয় আমার কাছে। তবে লেখকে ব্যাক্তিগত অভিজ্ঞতাগুলো ইনসাইটফুল ছিল। RTM(road to market) এর বিষয়টা বেশ ভাবনা জাগানিয়া। বিজ্ঞাপন ব্যাপারটাকে লেখক একটা ভিন্ন পার্স্পেক্টিভে প্রেজেন্ট করেছেন। ভালো দিক বলতে এ-ই
Displaying 1 - 11 of 11 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.