কথোপকথন ১:
"আমি: মানি, আমার কলমটা দেখেছ কোথায়? খুঁজে পাচ্ছিনা।
মানি: সারাদিন মোবাইল টিপলে, আর গল্পের বই নিয়ে বসে থাকলে এমনই হবে।
আমি: কিয়ের মধ্যে কি বললে!"
কথোপকথন ২:
"আমি: মাথা ব্যথা করছে।
মামু: পানি না খাইলে এমনই হবে।
আমি: ঘুম আসছে।
মামু: পানি না খাইলে এমনই হবে।
আমি: ক্লাসে যেতে ইচ্ছা করেনা।
মামু: পানি না খাইলে এমনই হবে।"
উপরের কথোপকথন ১ থেকে কী বুঝি? আমাদের মা সমাজ আমাদের সকল সমস্যার একটাই যুক্তি দিয়ে আমাদের ফাঁদে ফেলে আসছেন। সেটা হলো, "সারাদিন মোবাইল টিপলে এমনই হবে"। এই যুক্তির ফাঁদে পড়েননি এমন ব্যক্তির সংখ্যা কম নয়।
কথোপকথন ২ এ যেটা দেখলেন সেটা আমার সাথে বর্তমানে ঘটে যাওয়া ঘটনার সারমর্ম (মামু কে সেটা রহস্য থাকুক)। এখানেও একইভাবে আমাকে যুক্তির ফাঁদে তথা ভ্রান্ত যুক্তিতে ঘোল খাওয়ানো হয়েছে।
গণিতে, বিজ্ঞানে কিংবা রাস্তাঘাটে, চায়ের দোকানে তর্কে-বিতর্কে মানুষ সব জায়গাতেই যুক্তি প্রয়োগ করছে। এসব যুক্তির গঠন কেমন, সেগুলো কি আসলেই ঠিক যুক্তি না-কি ভুল, এমন নানা বিষয় নিয়ে ভাবা হয় যুক্তিবিদ্যায়।
যুক্তি দেয়ার সময় আমরা যেসব ভুল করি, সেগুলোকে বলে 'logical fallacy' বা যুক্তির ভ্রান্তি। আমরা অনেকেই 'কথার কথা' একটা বলে দেই। কিন্তু তার পিছে আসলে যুক্তি কতটুক কাজ করছে সেটা ভেবে দেখি না। কথার খাতিরে বা কথার পিঠে কথা বলতে অযৌক্তিক অনেক কিছু বলে দেই। এগুলোই যুক্তির ভ্রান্তি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট নিয়ে পাশ করার পরে 'শোমসপুর উচ্চবিদ্যালয়' এ মাস্টারি করতে যায় হাসিব। বাবা-মা এতে বিশেষ খুশি নয়। কারণ অজপাড়াগাঁয়ে স্কুল মাস্টারি না করে হাসিব কেন বিসিএস দিলো না বা ভালো প্রাইভেট চাকরি করল না। হাসিবের অবশ্য এতে মাথাব্যথা নেই। গ্রামের পরিবেশে মাটির খুব কাছাকাছি থাকা��� সুযোগ ছাড়তে চাইছে না।
অংক, বিজ্ঞান আর রসায়নের পাঠ পড়ানোর জন্য হাসিবকে নির্ধারন করা হলেও ক্লাসে দেখা যায় হাসিব বেশিরভাগ সময় পার করে ছাত্র-ছাত্রীদের 'logical fallacy' বা যুক্তির ভ্রান্তি সংক্রান্ত বিষয় পড়িয়ে। যে কাজে নিযুক্ত সে কাজ না করে অন্য কাজ করা, এও কি এক ধরনের ভ্রান্তি?
অংকের মাঝে শিক্ষার্থীদের যুক্তিবিদ্যা আর যুক্তির ভ্রান্তি নিয়ে পাঠ দেয়ার মাঝে হাফিজ নামের এক শিক্ষার্থী রচনা করে নানা রকম কবিতা। কবিতার মাঝেই হাসিব শেখাতে থাকে নানা রকমের যুক্তি। যেমন: AD HOMINEM, TU QUOQUE (তুইও তো), RED HERRING, STRAW MAN FALLACY, CORRELATION IS CAUSATION, গড্ডলিকা প্রবাহ ভ্রান্তি, নারে পাগলা ওই সিদ্ধান্তে আসা যায় না সহ নানা ধরনের যুক্তির ভ্রান্তি ও তার সতর্কতা। অংক মাস্টারের থেকে পিতা পুত্রের বয়স বেশি কম নিয়ে বকুনি না খেয়ে বিভিন্ন কথার যুক্তির মাঝের অযৌক্তিকতার পাঠ শিক্ষার্থীরা বেশ আনন্দের সাথেই নিচ্ছিল। এরপর যুক্তির ভ্রান্তির শিক্ষা শুরু হয়ে হালিম ভাইয়ের চায়ের দোকানে হাফিজ, এনাম আর রিতাকে নিয়ে। এরপর বিলের পাশের রাস্তার নতুন ব্রিজের ধারে চলে হাস���বের যুক্তির ভ্রান্তি বিষয়ক পাঠ। যুক্তিবিদ্যার পাশাপাশি এনাম চায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে। যুক্তির মাধ্যমে কিভাবে বিতর্কে ভালো করা যায় সেটাও তারা শিখে নেয় হাসিবের থেকে। এভাবেই বছর পেরিয়ে যায় যুক্তির ভ্রান্তি শিক্ষায়।
#পাঠ_প্রতিক্রিয়া: চমক হাসানের আগে বেশ কিছু বই পড়েছি। গল্পে জল্পে জেনেটিক্স, অংক ভাইয়া এর মধ্যে অন্যতম। লেখকের অংকের ভিডিও দেখতাম আগে। উনার লেখা এবং ভিডিও টিউটোরিয়ালের একরকম ভক্ত আমি। 'যুক্তিফাঁদে ফড়িং' ১০১ পৃষ্ঠার ছোটো একটা বই। কিন্তু তথ্যে পরিপূর্ণ। কঠিন রগরগা বিষয়গুলোকে হাসি গল্পের ছলে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কথার পিঠে অনেক যুক্তি দিয়ে চলি। সেটা তর্কে টিকে থাকতে হোক, চিরায়তকাল ধরে হয়ে আসছে বলেই হোক, একটা যুক্তি দাঁড় করাই। কিন্তু যুক্তিগুলো আদতে কতটা যৌক্তিক তা ভেবে দেখার ফুরসত হয়তো আমাদের হয় না। সেই যুক্তির ভ্রান্তিগুলো নিয়েই চমৎকার একটি বই 'যুক্তিফাঁদে ফড়িং'। বইতে ২৪টি 'logical fallacy' বা যুক্তির ভ্রান্তি নিয়ে গল্প আছে সাথে আছে মজার কিছু উদাহরণ। যেমন, আমরা প্রায়ই বলি "মৌনতা সম্মতির লক্ষণ"। আদতে কিন্তু সেটা নাও হতে পারে। কোন প্রশ্নের উত্তরে চুপ থাকা মানেই যে সেটা সম্মত হওয়া এমনটা নাও হতে পারে। আবার বাংলা সিনেমায় একটা সংলাপ খুবই প্রচলিত, ছেলে বা মেয়ে ডাক্তার, পুলিশ হলে বা সাফল্য অর্জন করলে মা অশ্রুসিক্ত নয়নে বলবে "আজ যদি তোর বাবা বেঁচে থাকতো! তাহলে কি যে খুশি হতো বা এই সেই করে ফেলত"। আসলে কি করতো তা না জেনেই একটা সিদ্ধান্তে উপনিত হয়ে যাওয়াটাই এক ধরনের যুক্তির ভ্রান্তি। আবার সব যুক্তিই যে ভ্রান্ত হবে তাও না। যুক্তি সঠিক হলে সেটা ভ্রান্ত নাও হতে পারে। এমন আরও অনেক যুক্তি ও তার অযৌক্তিকতা নিয়ে মজার মজার উদাহরণ দিয়েছেন লেখক।
গল্পের আড়ালে মজার উদাহরণ দিয়ে দারুণ উপভোগ্য একটি বই "যুক্তিফাঁদে ফড়িং"। সকলের জন্য সুখপাঠ্য হবে আশা করি।
আপনাদের জীবনে ঘটে যাওয়া বা ঘটে যাচ্ছে এমন কিছু গল্পও বলুন যেখানে আপনি পড়ে যাচ্ছেন যুক্তির ফাঁদে কিন্তু আদতে যা যুক্তির বিভ্রান্তি।