Jump to ratings and reviews
Rate this book

শার্লক হোমস #২

শার্লক হোমস সমগ্র ২

Rate this book
উইলিয়াম শার্লক স্কট হোমস—ঠিকানা ২২১বি, বেকার স্ট্রিট, লন্ডন। জন্ম ১৮৫৪ সালে। বাবা সিগার হোমস, মা ভায়োলেট শেরিনফোর্ড। হোমসের দাদি ছিলেন ফরাসি শিল্পী ভারনেটেজ গেন। ছাপার অক্ষরে শার্লক হোমসের প্রথম আবির্ভাব ১৮৮৭ সালে। আবির্ভাবে দৃষ্টি কাড়তে না পারলেও পরে ঠিকই তুমুল জনপ্রিয় হয়ে ওঠে, পাল্টে দেয় রহস্য-সাহিত্যের ধারা।
হোমস ছয় ফুট তিন ইঞ্চি লম্বা, চৌকো মুখ, সংগীতে আসক্ত। অবসরে ভায়োলিন বাজাতে পছন্দ করে। প্রখর পর্যবেক্ষণ ও বিশ্লেষণশক্তির অধিকারী, ছদ্মবেশ নিতে জুড়ি নেই। জন্ম দিয়েছে অনুমানবিজ্ঞান—অর্থাৎ সায়েন্স অভ ডিডাকশনের।
অপরাধের তদন্তে বৈজ্ঞানিক পদ্ধতির ছোঁয়া লাগে হোমসেরই কল্যাণে। হাত-পায়ের ছাপ নিতে প্লাস্টার অভ প্যারিসের ব্যবহার, জমাট রক্তের পরীক্ষা, টাইপরাইটিঙের বৈশিষ্ট্য পরীক্ষা, অপরাধীকে অনুসরণে কুকুর ব্যবহার—এসবই প্রথম দেখা যায় হোমসের গল্পে। পরে একসময় বিভিন্ন দেশের পুলিশ বিভাগ এসব পদ্ধতি গ্রহণ করতে বাধ্য হয়েছে।
অপরাধী শনাক্তকরণে হোমসের অবদান মাথায় রেখে, ২০০২ সালে, লন্ডনের রয়্যাল সোসাইটি অভ কেমিস্ট্রি শুধু হোমসের ফরেনসিক বিদ্যার ওপর গবেষণা করে ফেলোশিপ নেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। পৃথিবীতে কোনো কল্পিত চরিত্রের ওপর এমন বৈজ্ঞানিক গবেষণার সুযোগ এই প্রথম।
আজ প্রায় দেড়শো বছর পরও হোমসকে নিয়ে রয়েছে তুঙ্গস্পর্শী উন্মাদনা। সেই উন্মাদনার ছোঁয়া বাংলাদেশি পাঠকদের দিতে শার্লকের সবগুলো গল্প ও উপন্যাসের অনুবাদ চার খণ্ডে প্রকাশের উদ্যোগ নিয়েছে বিবলিওফাইল প্রকাশনী। পাঠকের সুবিধার্থে এ অনুবাদে যোগ করা হয়েছে টীকা, এবং বেশ কিছু ইলাস্ট্রেশন।

464 pages, Hardcover

Published March 27, 2021

48 people want to read

About the author

Arthur Conan Doyle

15.8k books24.4k followers
Sir Arthur Ignatius Conan Doyle was a Scottish writer and physician. He created the character Sherlock Holmes in 1887 for A Study in Scarlet, the first of four novels and fifty-six short stories about Holmes and Dr. Watson. The Sherlock Holmes stories are milestones in the field of crime fiction.

Doyle was a prolific writer. In addition to the Holmes stories, his works include fantasy and science fiction stories about Professor Challenger, and humorous stories about the Napoleonic soldier Brigadier Gerard, as well as plays, romances, poetry, non-fiction, and historical novels. One of Doyle's early short stories, "J. Habakuk Jephson's Statement" (1884), helped to popularise the mystery of the brigantine Mary Celeste, found drifting at sea with no crew member aboard.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
22 (68%)
4 stars
10 (31%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Zakaria Minhaz.
261 reviews24 followers
May 23, 2025
#Book_Mortem 238

শার্লক হোমস সমগ্র ২

স্যার আর্থার কোনান ডয়েল- এর কিংবদন্তী চরিত্র শার্লক হোমস, যে কিনা শুধুমাত্র সাদা পাতায় কিছু কালো হরফের মাঝে সীমাবদ্ধ থাকেনি। হয়ে উঠেছে বাস্তব জীবনের এক চরিত্র। তাকে নিয়ে হয়েছে অসংখ্য গবেষণা, আমাদের এই বাস্তব পৃথিবীকেও সে বিভিন্নভাবে প্রভাবিত করেছে। এই শার্লক হোমসের একটি উপন্যাস এবং ছোট গল্পের সংকলন নিয়ে সাজানো হয়েছে বিবলিওফাইল প্রকাশনীর এই সমগ্রটি। দারুণ অনুবাদের পাশাপাশি যথারীতি রয়েছে দূর্দান্ত সব টীকা, রেফারেন্স এবং ব্যাখ্যা। এমনকি কিছু ক্ষেত্রে লেখকের ভুলকেও ধরিয়ে দেয়া হয়েছে এই টীকাগুলোতে। আর এগুলোর কারনেই বাজারে থাকা অন্য অনেক অনুবাদের তূলনায় এই অনুবাদটা হয়েছে অনন্য।

দ্য সাইন অভ ফোর

প্রকাশকালের হিসাবে শার্লকের দ্বিতীয় পূর্ণাঙ্গ উপন্যাস। যথারীতি বেকার স্ট্রিটে শার্লকের বাসায় মিস মর্সটান নামের এক ক্লায়েন্টের আগমন থেকে রহস্যের শুরু। এই ভদ্র মহিলার বাবা নিখোঁজ হয়েছেন বছর দশেক আগে। এর চার বছর পর থেকে প্রতি বছরে বেনামে দামী মুক্তো পাঠানো হয় তার কাছে। এবং এ বছর মুক্তোর পাশাপাশি আসে একটা চিঠি। যেখানে লেখা থাকে, তার সাথে ভীষণ অন্যায় করা হয়েছে। সে যেন এসে তার প্রাপ্য বুঝে নেয়। কী করা উচিত তা বুঝতে না পেরে হোমসের কাছে সাহায্যের আশায় ছুটে আসে বেচারি।

শুরুর দিকে কিছু চমকপ্রদ ঘটনার পর মূল ক্রাইম সীনে যাওয়ার সাথে সাথে দেখা মেলে আদি ও অকৃত্রিম শার্লকের। বেশ দ্রুততার সাথেই সবগুলোকে সুতোকে জোড়া লাগিয়ে দেয় সে। সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা, দূর্দান্ত অনুমানের উপর ভিত্তি করে মূল অপরাধীর কাছাকাছি পৌছে গেলেও শেষ মুহুর্তে কানাগলিতে গিয়ে ঠেকে তার তদন্ত। এরপর যথারীতি আরো ভাবনাচিন্তা আর বিশ্লেষনের পর মূল অপরাধীকে পাকড়াও করে। এরপর আসে এই অপরাধের মোটিভ ও পিছনের ইতিহাস।

শার্লক সমগ্র ১ম খন্ডে থাকা আ স্টাডি ইন স্কারলেট এবং দ্য ভ্যালি অভ ফিয়ারের তুলনায় এই উপন্যাসটা অনেকটাই সাদামাটা লেগেছে আমার কাছে। শার্লকের হাতের নাগালেই ছিল সব সূত্র, এছাড়া কুকুরের ব্যবহারও তার কাজকে অনেক সহজ করে দিয়েছে। সব মিলিয়ে পড়তে মন্দ না লাগলেও, খুব আহামরি ভালো লেগেছে সেটাও বলা যাবে না।

দ্য মেমোয়ার্স অভ শার্লক হোমস

১০টি ছোট গল্প নিয়ে সাজানো শার্লকের এই গল্প সংকলনের বেশিরভাগ গল্পই বেশ ভালো লেগেছে। শার্লককে নিয়ে লেখা ছোট গল্পগুলো এক কথায় দূর্দান্ত হয়।

সিলভার ব্লেজ, একটা রেসের ঘোড়া হারানো এবং তার ট্রেনারের খুন হওয়ার গল্প। দারুণ লেগেছে গল্পটা আমার। বিশেষ করে খুনীর পরিচয় জেনে যারপরনাই বিস্মিত হয়েছি। শার্লকের রহস্যভেদের কৌশলও যথারীতি চমকে দিয়েছে।
দ্য ইয়োলো ফেস, পারিবারিক সম্পর্কের গল্প। গল্পের এন্ডিংটা মন ভালো করে দেয়ার মতো। ভালো লেগেছে এটাও।
দ্য স্টক ব্রোকার'স ক্লার্ক, ধোঁকাবাজির এই গল্পটা একটু এভারেজ বলা যায়। শার্লকেরও এখানে খুব বেশি কিছু করণীয় থাকে না। এমনকি আমিও ধরে ফেলেছিলাম মূল রহস্যটা আসলে কী!
দ্য গ্লোরিয়া স্কট, শার্লকের ভাষ্যমতে এটাই তার প্রথম কেস। পর্যবেক্ষণ ক্ষমতার দারুণ ব্যবহারের নমুনা এখানেও রয়েছে। গল্পটাও ভালো। বিশেষ করে অতীতের কাহিনির অংশটুকু।
দ্য মাসগ্রেভ রিচুয়াল, বলা যায় রহস্যময় অন্তর্ধানের তদন্ত করতে গিয়ে গুপ্তধন খুঁজার গল্প। চমৎকার একটা গল্প। ভালো লেগেছে। যদিও কিছু ক্ষেত্রে প্রমাণের অভাবে শার্লকের অনুমানের উপরেই বিশ্বাস রাখতে হয়েছে।
দ্য রেইগেট স্কয়ার্স, শার্লকের এক নিরিবিলি গ্রামে বেড়াতে গিয়ে চুরি আর খুনের রহস্যে জড়িয়ে পড়ার গল্প। শার্লক এখানে রীতিমতো ফাঁদে ফেলে অপরাধী পাকড়াও করে। তবে গল্প হিসাবে খুব একটা জমজমাট লাগেনি।
দ্য ক্রুকেড ম্যান, বেঈমানী আর ভালোবাসার গল্প। রহস্য জমাট হলেও, সমাধান নিতান্তই সাদামাটা। মোটামুটি টাইপ গল্প।
দ্য রেসিডেন্ট পেশেন্ট, গল্পের রহস্য বর্ণনার তুলনায় সমাধানটা একেবারেই তুড়ি মেরে হয়ে গিয়েছে। শার্লকের কিছুই করার ছিল না এখানে। তাই গল্পটাও ভালো লাগেনি।
দ্য গ্রিক ইন্টারপ্রেটর, এই গল্পটাও আগেরটার মতোই। শুধু রহস্য এলো আর শেষ হয়ে গেল। শার্লকের করণীয় কিছুই ছিল না। এমনকি অপরাধী পর্যন্ত ধরতে পারেনি। ভালো লাগেনি এই গল্পটাও।
দ্য ফাইনাল প্রব্লেম, শার্লকের সবচেয়ে সাড়াজাগানো গল্প। কারন এখানেই শার্লককে লেখক পাহাড় থেকে ফেলে মেরে ফেলেন! যদিও পরে বাধ্য হয়ে আবার ফিরিয়ে আনতে হয় তাকে। প্রফেসর মরিয়ার্টিকে মোটামুটি বিশদভাবে শার্লকের বয়ানে জানা যায় এখানে। তবে এখানে রহস্য নেই তেমন। যা আছে তার সবটুকুই বুদ্ধির টেক্কা দেয়ার পরিকল্পনা।

দ্য রিটার্ন অভ শার্লক হোমস

পাঁচটি ছোট গল্প নিয়ে সাজানো হয়েছে বইয়ের এই অংশটি। এখানের গল্পগুলো দূর্দান্ত লেগেছে আমার কাছে। বলা যায় এই খন্ডের সেরা সব গল্প এগুলাই।

দি অ্যাডভেঞ্চার অভ দ্য নরউড বিল্ডার, এক তরুণ উকিল ফেঁসে গেল নিজের মক্কেলকে খুনের দায়ে। সকল তথ্য, প্রমাণ, সূত্র একেবারে হাতের নাগালে। নিশ্চিত ফাঁসির দোরগোড়ায় দাঁড়িয়ে শার্লকের কাছে সাহায্য চাইল বেচারা। দূর্দান্ত গল্প। শার্লক যেভাবে প্রতিটা সূত্রকে যুক্তি দিয়ে খন্ডন করে আসল কালপ্রিটকে খুঁজে বের করে তা চমৎকার লেগেছে আমার কাছে। পুলিশ অফিসার লেস্ট্রেডের সাথে তার দ্বৈরথ উপভোগ্য ছিল।
দ্য সলিটারি সাইক্লিস্ট, অদ্ভুত রহস্যের গল্প। রহস্যটা কয়েক ধাপে সমাধান করে শার্লক। শেষের দিকে হালকা উত্তেজনার ছোঁয়া আছে গল্পটাতে। এটাও বেশ ভালো লেগেছে।
দি অ্যাডভেঞ্চার অভ দ্য প্রায়োরি স্কুল, এই গল্পটাও বেশ বেশ ভালো। ডিউকের ছেলে গুম হয়ে গিয়েছে, সাথে একজন শিক্ষকও। শার্লককে এই রহস্যের সমাধান করতে একেবারে মাঠে নেমে তদন্ত করতে হয়। গল্পটা ভালো লাগলেও, গোটা ঘটনায় ডিউকের ভূমিকা পছন্দ হয়নি।
দি অ্যাডভেঞ্চার অভ দ্য থ্রি স্টুডেন্টস, এই গল্পটাও মজার। ছোট্ট ছোট্ট সব সূত্র থেকে রহস্যের কিছুটা খোলাসা করে শার্লক। বাকিটুকু বের করে আনে অপরাধীর ভেতর থেকে। ভালো লেগেছে এটাও।
দি অ্যাডভেঞ্চার অভ দ্য গোল্ডেন প্যান্সনেজ, আরেকটা চমৎকার গল্প। এত বড় বইয়ে শার্লকের আউট অভ দ্য বক্স চিন্তাভাবনা করার ক্ষমতা এতবার করে পড়ার পরেও, বারবার চমকে উঠেছি। এই গল্পটাতেও যেমন চুরুটের অংশটুকু চমকে দিয়েছে। ভালো লেগেছে এটাও।

ব্যক্তিগত রেটিং: ০৮/১০ (আঙুলের ছাপ, টায়ারের ছাপ, পেন্সিলের গুঁড়ো, সিগারেটের ছাই, পায়ের ছাপ, রং, বিলের কাগজ, কাঠের অবস্থান, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কিংবা পর্যবেক্ষণ; হেন কোনো অস্ত্র নেই যা গোটা বই জুড়ে শার্লক ব্যবহার করে না। যেভাবে সে একেকটা রহস্যের সমাধান করে, তা এই দেড় শতাব্দী পরেও অবাক করে দেয়ার ক্ষমতা রাখে। সময়ের চেয়ে কতোই না এগিয়ে ছিলেন লেখক। রেটিং তো জাস্ট দেয়ার জন্য দেয়া। এসব কালজয়ী বইয়ের রেটিং দেয়াটাও ধৃষ্টতার পর্যায়ে পড়ে। শার্লক হোমসের গল্প সকল পাঠকেরই পড়া উচিত।)

প্রোডাকশন: প্রোডাকশনে আসলে বইটার কিছু ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ করব৷ প্রথমত বইতে প্রচুর পরিমাণে টাইপো বা মূদ্রণ প্রমাদ রয়ে গিয়েছে। কোনো কোনো বাক্যে একটা দুইটা শব্দ মিসিং, তো কোথাও আবার একই শব্দ বার দুয়েক করে এসেছে। শব্দ মিসিং এর অংশগুলো পড়ার সময়ে বেশ ভূগিয়েছে। টীকার অংশে একটা গল্পে বলা হয়েছে শার্লকের প্রথম দুইটা কেসের ব্যাপারে নাকি কখনো জানা যায়নি। অথচ এর ঠিক দুই গল্প আগেই শার্লক বলে এটাই আমার প্রথম কেস। তাহলে জানা গেল না কীভাবে? আরেকটা বিষয় একটু বলার প্রয়োজন আছে বলে মনে করি। বইয়ের প্রথম দিকে অনেক জায়গায় টীকার অংশে বলা হয়েছে শার্লক সমগ্র ১ এর অমুক পৃষ্ঠার অমুক নং টীকা দ্রষ্টব্য। সমস্যা হলো, মানুষ একটা বই হাতে নিয়ে পড়তে বসে আরেকটা বইয়ে গিয়ে টীকা খুঁজাটা কেমন যেন বেখাপ্পা লাগে আমার কাছে। তার উপর আমার মতো যারা বই পড়ার পর একেবারে কস্টেপ দিয়ে পলি করে মুড়িয়ে রাখে তাদের জন্য তো এটা বিশাল হ্যাপা। আবার কারো হাতের কাছে যদি প্রথম খন্ডটা না থাকে সে কীভাবে পড়বে? তাই আমার মনে হয় অনুবাদক যদি কষ্ট করে ওই টীকাগুলো কপি পেস্ট করে দিতেন তাহলে অসংখ্য পাঠকের কষ্ট কমে যেত। হয়তো উনার একটু কষ্ট বাড়ত, কিন্তু এতে করে উপকার হতো অনেকের। আমার কাছে বইটার একেবারে প্রথমদিকের সংস্করণ আছে। জানি না পরবর্তীতে ব্যাপারগুলো সংশোধন করা হয়েছে কি না। যদি নাও করা হয় তাহলে এরপরের সংস্করণে ব্যাপারগুলোতে নজর রাখার অনুরোধ রইলো প্রকাশনীর প্রতি।

🎲 লেখক: স্যার আর্থার কোনান ডয়েল
🎲 অনুবাদ: মারুফ হোসেন
🎲 প্রকাশনী: বিবলিওফাইল প্রকাশনী
🎲 প্রচ্ছদ: সজল চৌধুরী
🎲 পৃষ্ঠা সংখ্যা: ৪৬০
🎲 বর্তমান মূদ্রিত মূল্য: ৬৫০
Profile Image for Tamzid Rifat.
116 reviews1 follower
January 20, 2022
'প্রথমে দর্শনদারি তারপর গুন বিচারী' এই কথাটার ঘোর বিরোধী থাকলেও শার্লক হোমস সমগ্রের এই সংকলনটি আমি এর সুদৃশ্য প্রচ্ছদ দেখেই নেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। অনুবাদ পড়ে সত্যিই দারুণ উপভোগ করি। এর পাশাপাশি টীকা ও ইলাস্ট্রেশন ছিলো উপরি পাওনা। তাই চোখ বুজে এই প্রথম পার্টের পাশাপাশি এই পার্টও সংগ্রহ করে রাখা যায়।
Profile Image for Arnab Kabir.
38 reviews1 follower
December 6, 2021
সমগ্রের প্রথম খন্ড দারুণ সাবলীল ছিল। মারুণ হোসেন অনুবাদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু প্রথম খন্ডে অনুবাদের পাশাপাশি গল্পকে পাঠকের কাজে আরও বেশি সহজ ও চমকপ্রদ করে তুলতে তিনি সক্ষম হয়েছিলেন। দ্বিতীয় খন্ডের অনুবাদ নিয়ে সমালোচনার সুযোগ নেই তবে এবার লাইনগুলো কিছুটা কঠিন মনে হয়েছে। কাঠখোট্টা শব্দ থাকায় মাঝে মাঝে পড়তে গিয়ে থামতে হয়েছি। তবে এতে বই বা অনুবাদে কোনো কমতি আসেনি। অনুবাদক মারুফ হোসেনের কাছ থেকে আরও ভালো কিছু আশা করা থেকেই বইয়ের এ দিকের প্রসঙ্গ তোলা।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.