ইসলাম ধর্মে ফেরেশতা-বিষয়ক ধারণা পাওয়া যায়। মানুষ এবং ফেরেশতার মাঝে মৌলিক পাথর্ক্য পাপের চেতনায়। মানুষ পাপ করতে ভালোবাসে, ফেরেশতাদের পাপ করার যোগ্যতাই নেই । কোনো এক শ্যামল ভূখণ্ডে মানুষ এবং ফেরেশতা যদি পাশাপাশি বসবাস শুরু করে, কেমন হবে সেই ভূখণ্ডের গল্প? 'পাপ' তেমনই এক ভূখণ্ডের আখ্যান।