নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমার বরাবরই প্রিয়। ভালো লেগেছে কবিতাগুলি। তবে শুরুর দিকের কবিতাগুলো যে উত্তেজনা, পরিতৃপ্তি ভাব তৈরি করেছিলো তার রেশ শেষ অব্দি থাকে নি। কবিতার ব্যাপারটা আসলে একান্তই ব্যক্তিগত, যা আমার ভালোলাগবে, যা আমার হৃদয়কে নাড়া দেবে অন্য কারো কাছে অতো ভালো নাও লাগতে পারে। বিখ্যাত অমলকান্তি কবিতাটি এইখানে আছে।
এছাড়াও আমার বিশেষ ভালোলেগেছে যে কবিতাগুলো, এগুলো আমি বারবার পড়বো-
তোমাকে বলেছিলাম, আংটিটা, অল্প একটু আকাশ,চলন্ত ট্রেনের থেকে, ফলতায় রবিবার, আবহমান, উপলচারণ, সহোদরা, জলের কল্লোলে, সিতাংশু, মৌলিক নিষাদ, হলুদ আলোর কবিতা, প্রিয়তমাসু। আমি বোধহয় বেশ অনেকগুলোই বলে ফেলেছি প্রিয় প্রিয় বলে...আসলে কবিতাগুলো এতো সুন্দর, হৃদয়ে গিয়ে লাগে।