ভাল ওয়াইফ' একটা বিরাট সম্মানিত ডেজিগনেশন, যার প্রাপ্তি টাকার অঙ্ক দিয়ে পরিমাপ করা যায় না। এই প্রাপ্তি দিয়ে স্বামীকে কিনে গোলাম বানিয়ে ফেলা যায়। তার পরিবারকে হাতের মুঠোয় এনে ফেলা যায়। তবে সব মেয়ের ঐ যোগ্যতা থাকে না। আজকাল মেয়েরা তাদের প্রতিটা ঘরোয়া কাজের প্রতিদান চায় কিন্তু পায়না বলে বাইরে চাকরী করে টাকা রোজগার করে আর সেটাকে নিজেদের সফলতা মনে করে।