ইমাম ইবন কাইয়্যিম রাহিমাহুল্লাহকে বলা হয় ‘অন্তরের চিকিৎসক’। মানুষের অন্তরের পত্রপল্লবে তার অবাধ বিচরণ ছিলো। আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, হাসি-কান্না, হর্ষ-বিষাদের কারণ খুঁজে বের করতে এবং সেগুলোর সমাধান দিতে তার কোনো জুড়ি নেই। অন্তরের সাথে ইসলামের সম্পর্ক কী? আল্লাহর সম্পর্ক কী? শয়তানের সম্পর্ক কী? অন্তর কী চায়? কীসে খুশি হয়, কীসে কাঁদে?—এসব কিছুকে তিনি সুন্দর সুন্দর কথামালা দিয়ে সাজাতেন। লিপিবদ্ধ করতেন কলম ও কাগজের মাধ্যমে তারই ধারাবাহিকতায় আল-ফাওয়াইদ কিতাবটিও তার রচিত অসাধারণ একটি কিতাব।
"মুখতাসার আল-ফাওয়াইদ : মুক্তোঝরা কথামালা" একটি গুরুত্বপূর্ণ ইসলামিক গ্রন্থ, যেখানে বিভিন্ন উৎস থেকে জ্ঞান ও উপদেশমূলক বক্তব্য সংগ্রহ করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন পাঠকেরা সহজে উপকৃত হতে পারেন; মুক্তোর মতো মূল্যবান উপদেশমালা সংবলিত এই সংকলনটি ঈমান, আমল, নৈতিকতা, চরিত্র, পরিবার, সমাজ এবং আল্লাহর পথে আহ্বানের মতো বিষয়গুলো আলোচনা করে। সহজ ও সাবলীল ভাষায় লেখা উপদেশগুলো সর্বজনীন এবং সব সময়ের জন্য প্রযোজ্য, যা পাঠককে ইসলামী জীবনধারা সম্পর্কে একটি সুন্দর ধারণা দিতে এবং নিজেদের জীবনকে সুন্দর করতে সহায়ক।