Jump to ratings and reviews
Rate this book

ভীরুদের জন্য ৯

Rate this book
Collection of Stories of Supernatural

136 pages, Paperback

First published February 28, 2021

24 people want to read

About the author

Oeeshik Majumder

13 books5 followers
ঐষিক মজুমদার-এর জন্ম কলকাতায়, ১৫ই মার্চ ১৯৭৬। ছোটবেলা কেটেছে উত্তর কলকাতার দমদম অঞ্চলে। পরবর্তীকালে চলে আসা দক্ষিণ কলকাতার বেহালায়। আপাতত সেখানেই থিতু। পেশায় চিকিৎসক। কলকাতার বিভিন্ন সরকারী ও বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা। বর্তমানে নিজস্ব প্র্যাকটিস।

ছোটবেলা থেকেই সাহিত্যে অনুরাগ। বিশেষত কিশোর বয়স থেকে ফিকশন সাহিত্যে। একটা সময় ভালো লাগতে থাকে দেশী ও বিদেশী ভৌতিক, অলৌকিক ও কল্পবিজ্ঞান জঁরের রচনা। পাঠক থেকে সেই অর্থে লেখকে উত্তরণ দু'হাজার উনিশ সালের মাঝামাঝি। এই সময় থেকেই বিভিন্ন ফেসবুক সাহিত্যগোষ্ঠীতে যুক্ত হওয়া। প্রথমে শখ করে লেখা। পরে বিভিন্ন বিচিত্র ইভেন্টে আকৃষ্ট হয়ে যোগদান। অনেক ক্ষেত্রেই স্বীকৃতি ও প্রশংসা তাকে অনুপ্রেরণা দিয়েছে। তবে পাঠক হিসাবে যেমন, লেখক হিসাবেও তেমনই প্রিয় সেই জঁর সাহিত্য। ভৌতিক। অলৌকিক। কল্পবিজ্ঞান।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (21%)
4 stars
7 (50%)
3 stars
4 (28%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Riju Ganguly.
Author 38 books1,865 followers
March 29, 2021
স্পেকুলেটিভ ফিকশন কখন সার্থক হয় বলুন তো?
যখন প্লট, লেখনী, আর পরিবেশনের ত্রিবেণী-সঙ্গম ঘটে গল্পটা তার সবটুকু অসম্ভাব্যতা বা চেনা আদল ছাপিয়ে পাঠককে পাতা ওল্টাতে বাধ্য করে।
যখন গল্প শেষ হওয়ার পরেও মনে তার রেশ থেকে যায়— তৃপ্তি, অস্বস্তি, উত্তেজনা, বা "যদি এমনটা আমার সঙ্গেও হয়...?" প্রশ্নের আকারে।
আলোচ্য সংকলনের সবক'টা গল্পে এই বৈশিষ্ট্য আছে।

সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সংকলনে আমরা ঐষিক মজুমদারের লেখা পড়েছি। পালক পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে তাঁর প্রথম গল্প-সংকলনটি। তাতে যে-সব গল্প আছে তারা হল~
১. গাছ
২. মাকড়সা
৩. ভ্রম
৪. মন্দারপুরের মনুষ্যভুক মকর
৫. লাল ডাইনির উপাখ্যান
৬. অভিশাপ
৭. চশমা
৮. পৌষ-সংক্রান্তির মেলায়
৯. জ্যোৎস্নায়

এই গল্পগুলো তিনটি কারণে অলৌকিক বা অদ্ভুত রসের কাহিনির পাঠকদের কাছে অবশ্যপাঠ্য বলে আমার মনে হয়েছে।
প্রথমত, ঐষিকের গল্প বলার ধরনটি অত্যন্ত মনোগ্রাহী। তাতে কোনো অনাবশ্যক ভ্যাজর-ভ্যাজর নেই। বাচ্য গুলিয়ে ফেলা নেই। একগাদা 'ওনার/উনার'-জাতীয় ভুল নেই। সর্বোপরি ভয়ের গল্প লিখতে গিয়ে তিনি সমাজ-বাস্তবতাকে উপেক্ষা করেননি। ফলে লেখাগুলো যতই চেনাজানা, এমনকি সাধারণ হোক না কেন, তাদের মধ্যে একটা অন্যরকম বাস্তবতা আছে। সেজন্যই এদের পড়তে ভারি ভালো লাগে।
দ্বিতীয়ত, এরা খাঁটি ভয়ের গল্প। তান্ত্রিক হররের নামে অপদেবী তথা পেত্নিদের ছাদে সোজা বা উল্টো হয়ে ঘোরাঘুরি, পিশাচের মুখে অন্যদের মুন্ডু চেবোনোর কড়মড়ানি— এ-সবে আমরা একেবারে নিমজ্জিত হয়ে আছি৷ সেই পরিবেশে এইরকম ন'টা ছিমছাম, অথচ মেরুদণ্ড দিয়ে কনকনে স্রোত নামিয়ে দেওয়া গল্প পড়তে কী ভালো যে লাগল, তা বলে বোঝাতে পারব না।
তৃতীয়ত, এর মধ্যে বেশ ক'টি গল্প ভয়ালরসের ক্লাসিক লেখাজোখার উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য। সেগুলোর মাঝপথে পৌঁছেই হয়তো আপনি পরিণতি বুঝে ফেলবেন। কিন্তু যেভাবে সেগুলো গুছিয়ে বলা হয়েছে, তার মধ্যেও আপনি অনেকখানি আনন্দ আর ভয় খুঁজে পাবেন।

এই বইয়ের সেরা গল্প "ভ্রম"। একটি লোকায়ত ভয়কে কীভাবে নাগরিক আবহে আত্তীকৃত করা যায়, তার অদ্বিতীয় নিদর্শন এই ছোট্ট লেখাটি। পাঠককে বলব, রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে এটা পড়তে। পড়ার পর আপনি টয়লেটে যাওয়ার জন্য উঠবেন। তারপর ঘর থেকে বেরিয়ে দেখবেন...
ভেবে দেখুন। এই বইটা কি আপনার জন্য? নামটা কিন্তু লেখক বেশ ভেবেচিন্তেই দিয়েছেন!

বইটির মুদ্রণ পরিচ্ছন্ন, লে-আউটও যথাযথ। প্রচ্ছদটা বিকট; পরবর্তী সংস্করণে ওটি বদলাতে অনুরোধ করব।
আমার তরফে ঐষিক মজুমদারের পরবর্তী বইয়ের জন্য এখন থেকেই প্রতীক্ষা শুরু হয়ে গেল।
আর আপনার?
Profile Image for Ësrât .
515 reviews89 followers
December 14, 2022
"গাছ, মাকড়সা এবং পৌষ সংক্রান্তির মেলায়"

এই তিনখানি গল্প ছাড়া বাকিগুলো নেহাতই বিরক্তিকর এবং বাহুল্য পূর্ণ মনে হয়েছে।

রেটিং:✨🌟⭐
১৪/১২/২২
Profile Image for Ghumraj Tanvir.
253 reviews11 followers
June 4, 2021
ছোট ৯টি গল্প। ভালো লাগছে গল্পগুলো।
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.