অনিতা অগ্নিহোত্রীর জন্ম কলকাতায়, ১৯৫৬-এর সেপ্টেম্বরে।শিক্ষা: প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর অর্থনীতিতে স্নাতকোত্তর উপাধি পেয়েছেন ইংল্যান্ড থেকে।১৯৮০ থেকে ভারতীয় প্রশাসনিক সেবার সদস্য। ‘দেশ’ পত্রিকায় ‘স্থানান্তর’ প্রকাশিত হবার পর থেকে ছোটগল্প রচনায় নিয়মিত আত্মপ্রকাশ। লেখিকার কবিতার বই: চন্দন গাছ, বৃষ্টি আসবে, সাঁজোয়া বাহিনী যায়। ছোটদের জন্য লেখা গল্প এবং উপন্যাস: আকিম ও দ্বীপের মানুষ, তিতিরের বন্ধুরা, আকিম নিরুদ্দেশ।গল্পগ্রন্থ: তরণী। দুটি উপন্যাস: মহুলডিহার দিন ও যারা ভালো বেসেছিল।‘তরণী’ গল্পগ্রন্থের জন্য পেয়েছেন সোমেন চন্দ স্মারক পুরস্কার (২০০১)।
অনিতা অগ্নিহত্রীর লেখার সাথে আমার প্রথম পরিচয় হয় মহানদী লেখার মাধ্যমে। মাহানদী এখানে সভ্যতার জীবনরেখা। মহানদীর উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর স্রোতের সাথে তাল মিলিয়ে কাহিনী বয়ে চলেছে। শিল্পায়নের নির্মম চাপ ও নদীর ওপর বাঁধ নির্মাণ নানা জনজাতি গোষ্ঠীর কৃষক, মৎস্যজীবী, শিল্পীদের সুখ দুঃখ, হাসি কান্না, অপমান, আশাভঙ্গ, বেঁচে থাকার লড়াইয়ের ওপর কি প্রভাব ফেলেছে তা লেখিকার সংবেদনশীল লেখনীর মাধ্যমে কাব্যিক আকারে ফুটে উঠেছে।