প্রিয় কথাসাহিত্যিক ইমতিয়ার শামীমের গদ্যভাষা বরাবরই পদ্যগন্ধী। তার গল্প ও উপন্যাসের গুরুগম্ভীর বিষয়বস্তুর সাথে এমন ভাষা মাঝে মাঝে আরোপিত মনে হয়। কিন্তু এই গল্পগ্রন্থের বিষয় প্রেম ও নস্টালজিয়া হওয়ায় তার গীতিময় গদ্য তীব্র ভালোলাগার জন্ম দেয়। বিষয়,ভাব ও ভাষার চমৎকার মেলবন্ধন ঘটেছে এখানে। বিশেষ করে প্রথম গল্প "প্রেমের জন্মমৃত্যু রহস্য" পুরোটাই দীর্ঘকবিতার মতো। শুরু থেকে শেষ পর্যন্ত ভাষার আশ্চর্য কারুকাজে মোহাবিষ্ট হয়ে ছিলাম।
পুরো বইতেই মনে রাখার মতো অজস্র লাইন আছে। যেমন-
"আমি তো জানতামই না,অপচয়ের শিল্প দিয়ে মানুষ নিজের অশ্রুবিন্দুকে কত দুর্লভ করে তোলে।"
"শোন, সবকিছু পালটে যায়,কেবল একাকিত্ব ছাড়া,কেবল অন্ধকার ছাড়া।"
জীবনানন্দের কাব্যসমগ্র উপহার পাওয়ার পর নায়কের প্রতি লেখকের উক্তি-"একটি মেয়ে তোমার হাতে সারাজীবনের জন্যে বিষণ্ণতা তুলে দিলো।"
গল্পগুলোয় কাহিনি,চরিত্রায়ন ও পরিণতির দিক দিয়ে খুঁত থাকলেও লেখকের অপূর্ব লিখনশৈলী এগুলোর অভাব অনেকটাই পূরণ করেছে।
প্রতিবাদী, রাজনীতি সচেতন লেখক এ বইতে ধরা দেন অন্যরূপে। তার লেখকসত্তার অন্য দিক জানার জন্য হলেও বইটা সবার পড়া উচিত।
(২১ জুন,২০২১)