What do you think?
Rate this book


184 pages, Hardcover
First published January 1, 1996
"চাঁদের যে আলো ছড়িয়ে আছে, পবিত্রতার বিমূর্ত প্রতিভাস যেন সে। মায়াবী থেকে মায়াবীতর স্বপ্ন ও আলোছায়ার মতো তা প্রসারিত হচ্ছে দাদিমার বহুদূর থেকে ভেসে আসা কথামালা হয়ে, হাঁটুর উপর কনুই ভর করে করতলে থুতনি রাখা তিথির চুলের মৃদু সৌগন্ধ হয়ে।"

"‘সততা’ শব্দটার ইংরেজি অভিধানের ‘ডার্টি ওয়ার্ড’। ওটাকে নাকচ করতে পেরেছিল বলেই রাজত্ব চলে যাওয়ার পরেও ইংরেজরাই এখন পর্যন্ত সবচেয়ে সুসভ্য জাতি। আর তাছাড়া, সততা আর সাফল্য বোধহয় ঠিক মেলে না। শত্রু তারা পরস্পরের। একটু অসৎ তো হতেই হবে। আর অসৎইবা বলা হবে কেন? সৎ থাকা মানে তো নিজের বিবেকের কাছে সৎ থাকা।"
Oh wanderer, for ages and ages, I've been a yogi.
I don't come or go, never disappear,
I enjoy the endless sound. (Sant Kabir Das)