What do you think?
Rate this book


46 pages, Hardcover
First published March 1, 2021
ভাবছি, একদিন তোমার সমস্ত চলে যাওয়াকে মনে হয়, যেন বৃষ্টিশেষে কেউ ফেলে গেছে বাড়ি ফেরার পথ—
ভাবছি, একদিন দাঁড়ানোর তামাম রাস্তা দেখার শুশ্রুষা থেকে ধীরে ধীরে কোথাও শূন্যে উড়ে যায়, তখন না থাকে একান্নবর্তী বাড়িঘর না ভেড়াদের ছায়া, পৃথিবীর শেষ কোনো ধসে পড়া ডাকঘর থেকে একটা চিঠির ভেসে আসা মমতায় দিন কাটে, সে দিন তিতির ঘুমের মতো থির, মর্মবনের মতো ঘন—
যেখানে, তোমার দূরত্ব শুধু মাপা যায় পাতাঝড়া হাওয়াদের দিয়ে—
ভাবছি, একদিন, প্রাচীন দুপরের নিচে কয়েকটি ভেড়ার সাথে কথা হবে—নদী পার হয়ে কারা যেন চলে গেল রেলকলোনির দিকে! সেসব জানে না তার অমিত পিয়াল—কোথাও, হয়তো পড়ে আছে পৃথিবীর শেষ সাঁকোটির ছায়া—চাতালের জাম গাছ আমাকে ডাকছে অজস্র পত্রসমেত—ইচ্ছে করেই এটা শেষে দেয়া হয়েছে নাকি কাকতালীয় কে জানে! তবে কবিকে ক্ষমা করা হয়েছে :p
ক্ষমা: এক দীর্ঘ দ্বীপান্তর—
চৈত্রমুখর নোনা হাওয়া, তোমার মলিন গীতে আমাকেও রেখো কোনো সুরে: গভীর কাঠের ভেতর যতদূর সরোদের ছায়া—