আমাদের তরুন যুবকদর দ্বীনের প্রতি আগ্রহী ও অনুগামী করে সুপ্ত ঈমানকে উদ্দীপ্ত করতে কিংবা অন্ধকার হৃদয়ে আলোর প্রদীপ জালিয়ে দিতে মিজানুর রহমান আজহারীর এই “ম্যাসেজ” বইটি।তাই বলা যায় ম্যাসেজ “বইটি ছোট্ট একটা নাসীহা বা পথপ্রদর্শক।বইটির প্রধান বিষয়বস্তু ইবাদত,আত্নশুদ্ধি এবং অনুপ্রেরণা।
বই মানেই শব্দের মারপ্যাঁচে ভারী ভারী কথার এই গতানুগতিক ভাবধারা থেকে বের হয়ে;তিনি বইটিতে সব ধরনের বাহুল্য পরিহার করে সহজ-সাবলীল ভাষায় সাধারণ মানুষের পাঠ্য উপযোগী করে ম্যাসেজ বইটি রচনা করেছেন।এরফলে যারা বই পড়তে তেমন অভ্যস্ত নয় তারাও অবলীলায় এই বইটি পড়ে ফেলতে পারবে এবং সহজেই আত্নস্থ করে চাইলে অপরকেও বার্তাগুলো পৌঁছাতে পারবে।পড়তে পড়তে মনে হবে যেন স্বয়ং আজহারী সাহেব আপনায় ব্যক্তিগতভাবে নসিহত করে শোনাচ্ছে।
বইটিতে তরুণ প্রজন্মের জন্য ১২টি বার্তা দেওয়া হয়েছে। বার্তার শিরোনামগুলো হলো-কুরআনের মা,মুমিনের হাতিয়ার,কুরআনিক শিষ্টাচার ,উমর দারাজ দিল ,ডাবল স্ট্যান্ডার্ড,উসরি ইউসরা,কষ্টের সাথে সস্তি , রেগে গেলেন তো হেরে গেলেন , শাশ্বত জীবনবিধান, স্মার্ট প্যারেন্টিং, মসজিদ : মুসলিম উম্মাহর নিউক্লিয়াস, ঐশী বরকতের চাবি, বিদায় বেলা
ম্যাসেজ বইয়ের প্রতিটি বার্তার মধ্যে তিনি পবিত্র কুরআন সুন্নাহর রেফারেন্স, সাহাবিদের বক্তব্য, বিশিষ্ট সালাফদের বাণী; বিভিন্ন শিক্ষনীয় ঘটনাবলী সহ ক্লাসিক্যাল ও আধুনিক পন্ডিতদের রেফারেন্স এর পাশাপাশি; আজহারি সাহেব তার নিজস্ব বিশ্লেষণধর্মী চিন্তা চেতনা উপস্থাপন করেছেন।
পরিশেষে বলবো,ম্যাসেজ বইয়ের প্রতিটি অনুচ্ছেদ পাঠকদের চিন্তাজগতে অনুপ্রেরণা,সচেতনতা ও পরিবর্তনশীলতা প্রতীয়মান হবে এবং দেখাবে আলোর পথ।ইতোমধ্যে আপনি বইটি পড়ে থাকলে আলহামদুলিল্লাহ,না পড়লে সংগ্রহ করে পড়ে নিন।
বইয়ের পূর্ণ নাম : ম্যাসেজ
"আধুনিক মননে দ্বীনের ছোঁয়া"
লেখক : মিজানুর রহমান আজহারী
প্রকাশনী :গার্ডিয়ান পাবলিকেশন্স
বইটির ধরন :হার্ড কপি
পৃষ্ঠা সংখ্যা : ২৯৬ টি
মূল্য :২৭৫ টাকা
রেটিং :৭/১০
রিভিউ লেখক : আঃ কাহ্হার(সিয়াম)