গতবারের বিরাট লড়াইয়ের পর, নােমানকে এখন সবাই চেনে। মানুষ এখন যেমন তাকে চেনে, তেমনি তার ওপর আশাও রাখে অনেক বেশি। নােমান দোটানায় পড়ে যায় এই ভেবে যে, সে কি মানুষের আশাই খালি পূরণ করবে, নাকি নিজের জীবনটাকেও সামলাবে। এমন সময় আবির্ভাব হয় এজেন্ট সাদীর।
The thing I would love to see is that this series continuing and eventually a big cinematic universe is created for it like marvel but with anime and manga style.