টুনটুনির বই, ছেলেদের মহাভারত, রামায়ণ, সেকালের গল্প.... ছোটদের বই হলেও বড়রাও পড়তে পারে, মজা কমে যায় না এতোটুকু! আমার পুরো ছোটবেলা মেখে আছে এ বই জুড়ে। স্কুল থেকে ফিরে রোজ একটা করে গল্প পড়ে ফেলতাম। যে দিন পড়া হতো না সেদিন কী যে মন আনচান করতো একটু রাজ-রাজড়া, রাক্ষস-খোক্কস, অসুর-ঘ্যাঁঘাসুরের রাজ্যে যাবার জন্য!!!
এখনো, দিনযাপনের ভার বেশি হয়ে গেলে যখন আর পারা যায় না তখন একটু ছুটি নিয়ে হাতে তুলে নিই উপেন্দ্র কিম্বা সুকুমার।❤️