ছােট্ট শহর ফ্লোরিডার কিজারভিল। চারপাশ ঘিরে রাখা জলাভূমিতে মারাত্মক পােকামাকড়, বিষাক্ত সাপ আর ভয়ঙ্কর অ্যালিগেটরের রাজত্ব। প্লেন ছাড়া ঢোকার আর কোন পথ নেই। শহরে ঢুকলেই কেমন যেন হয়ে যাচ্ছে বুদ্ধিমান মানুষগুলাে। অদ্ভুত তাদের আচরণ, যেন জীবন্ত রােবট। সব কিছুর মূলে অসীম ক্ষমতাশালী এক ভয়াল দানব। মানুষকে গােলাম বানিয়ে পৃথিবী দখলের পরিকল্পনা করেছে সে। দানবের বিরুদ্ধে লড়াইয়ে নামল তিন বন্ধু।
রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।