ইহুদিদের ইতিহাস থেকে শুরু, তারপরে গসপেলের মিথ সরিয়ে সত্যিকারের ইতিহাসের আলোকে যীশুকে খোজবার প্রচেষ্টা এই বই। খ্রিস্ট ধর্মাবলম্বী বাদে, ভক্তি আর উপখ্যানের জাল ছাড়িয়ে অন্যদের জন্য এই ঐতিহাসিক মহাপুরুষকে জানবার জন্য সবচেয়ে সহজ করে লেখা এই বইটির মতন তেমন লেখা খুব একটা নেই বলেই আমার ধারণা।