Jump to ratings and reviews
Rate this book

যীশুচরিত

Rate this book
অল্পায়ত জীবন যীশুর, অপরিমেয় মহিমা। মাত্র তেত্রিশ বছর আয়ুষ্কাল তাঁর, অল্পপরিসর জীবনে ঘটনার প্রাচুর্য তেমন-কিছু নেই, মৃত্যুই তাঁর জীবনের সবচেয়ে বড় ঘটনা। মৃত্যুঞ্জয় হয়ে ওঠাও।ইতিহাসে যীশুর মতো অমলিন ও পরমকারুণিক মানুষ দুর্লভ। তাঁর উপদেশাবলীই তাঁর জীবন। যা উপদেশ দিতেন, জীবনযাপনও করতেন সেই ধরনে।মহাপুরুষের জীবন মহাকাব্যের মতোই সহস্রধারায় উৎসারিত। কিন্তু যীশুচরিত কিংবদন্তি ও পুরাণকথায় অনেকটাই ধূসর। এই আড়াল সরিয়ে যথার্থ জীবনী-উন্মোচন ঐতিহাসিকের পরম কর্তব্য। প্রায় দেড়শো বছর ধরে সারা পৃথিবীতে যীশুর জীবন নিয়ে ক্রমাগত তথ্যসন্ধান চলছে। সেই কর্মে নিয়োজিত পলাশীর যুদ্ধ খ্যাত তপনমোহন চট্টোপাধ্যায়। বাইবেলের পুরাতন ও নববিধানের ভিত্তিতে শুধু নয়, পরবর্তীকালে নানাভাবে উদ্‌ঘাটিত তথ্যাদির সাহায্য নিয়েও নতুন মাত্রায় তিনি আভাসিত করেছেন যীশুজীবনকে।সম্প্রদায় ও মতবাদের ঊর্ধ্বে, মানুষের অন্তরের নিভৃত কোণে যে-যীশুর বিশ্বব্যাপী আসন, তাঁরই জীবনী এই ‘যীশুচরিত’।

156 pages, Hardcover

3 people are currently reading
24 people want to read

About the author

Tapanmohan Chattopadhyay

7 books2 followers
প্রখ্যাত আইনজীবী ও গবেষক। বাল্যশিক্ষা শান্তিনিকেতনের ব্রহ্মচর্যা‌শ্রমে। এখান থেকে প্রবেশিকা, প্রেসিডেন্সি কলেজ থেকে বি.এ. এবং কেমব্রিজ থেকে এম.এ সম্পন্ন করেন। বিলেত থেকে ব্যারিস্টার হয়ে এসে দেশে ফিরে কিছুদিন শান্তিনিকেতনের অধ্যাপক ছিলেন। ১৯৪০ সাল পর্যন্ত কলিকাতা হাইকোর্টে ব্যারিস্টারি করেন। পরে পিতার সলিসিটর ফার্মে যোগ দেন। দেশ স্বাধীন হবার পর অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি অব্‌ বেঙ্গল-এর কর্মভার (১৯৪৮-৫০) গ্রহণ করেন। ১৯৫৮ সালে বিশ্বভারতীর উপাচার্য হন। এ-ছাড়াও বিশ্বভারতীর সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন। তপনমোহন চট্টোপাধ্যায় ইতিহাস নিয়েই লিখেছেন বেশি। ভারতের ইতিহাসের প্রতি তাঁর প্রগাঢ় অনুরাগ ছিল। মৌলিক গ্রন্থ রচনার পাশাপাশি অনুবাদের কাজও করেছেন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তাঁর মাতামহ।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (30%)
4 stars
6 (46%)
3 stars
3 (23%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Shadin Pranto.
1,482 reviews565 followers
April 19, 2023
খ্রিষ্টধর্মের যিশুকে নিয়ে লিখেছেন তপনমোহন চট্টোপাধ্যায়। তাঁকে বুঝতে হলে ইহুদিধর্ম বোঝা আবশ্যক। তাই তপনমোহন চট্টোপাধ্যায় ইহুদিধর্মের উত্থান নিয়ে তুলনামূলক আলোচনা করে তারপর এগিয়েছেন যিশুর দিকে। খুব সুন্দর ও সহজসরল ভাষায় লেখা। অত্যন্ত মনোগ্রাহী লেখা। এখানে ইহুদি ও খ্রিষ্টধর্মের ইতিহাস সম্পর্কে জানা যাবে।
Profile Image for Jheelam Nodie.
314 reviews12 followers
June 17, 2024
ইহুদিদের ইতিহাস থেকে শুরু, তারপরে গসপেলের মিথ সরিয়ে সত্যিকারের ইতিহাসের আলোকে যীশুকে খোজবার প্রচেষ্টা এই বই। খ্রিস্ট ধর্মাবলম্বী বাদে, ভক্তি আর উপখ্যানের জাল ছাড়িয়ে অন্যদের জন্য এই ঐতিহাসিক মহাপুরুষকে জানবার জন্য সবচেয়ে সহজ করে লেখা এই বইটির মতন তেমন লেখা খুব একটা নেই বলেই আমার ধারণা।
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.