Loved the stories- both the protagonists were quite good and interesting. Didn’t like the writing style though. The book tried to cover lot of science fiction concepts but I am not sure it was successful in doing that smoothly.
সদ্য পড়ে শেষ করেছি ডেকাগন। লেখকের কল্পবিজ্ঞানের লেখার সঙ্গে পরিচিতি বছর তিন আগে তাঁর 'দশ' গ্রন্থের মাধ্যমে। সেটিতে দশটি বিভিন্ন ধরনের গল্প ছিল। তখনই বলেছিলাম, কোনওদিন লেখকের শুধু কল্পবিজ্ঞান সংকলন প্রকাশ পেলে, আমি সেটা অবশ্যই সংগ্রহ করব। সেই মতোই এই বইখানা গত বই মেলায় কিনেছিলাম। বইতে দুটি সিরিজের পাচঁটি-পাঁচটি মোট দশটি গল্প আছে। প্রথম সিরিজ রয়-ধৃতিমান সিরিজ, দ্বিতীয়টা জন-ট্যান সিরিজ। সাংবাদিক রয় ও প্রফেসর ধৃতিমান ভবিষ্যতের পৃথিবীতে ঘটে চলা বিভিন্ন রহস্য বা সমস্যার সমাধান করে চলেন, যেখানে মস্তিষ্কটি ধৃতিমান স্যার চালনা করেন আর রয় পরিকল্পনা রূপায়ন করেন। এই সিরিজের গল্পগুলো মূলত বিজ্ঞানের বেশ কিছু থিওরি নির্ভর (মানে আমি ঠিক বোঝাতে পারছি কিনা জানি না)- যেখানে গল্পের সূত্র ধরে বেশ কিছু চমকপ্রদ ব্যাপার-স্যাপার উঠে এসেছে। এই অংশে সবথেকে ভালো লেগেছে -'ভুল', 'রান' ও 'রেড' গল্পগুলি। পরের সিরিজ হল জন-ট্যান সিরিজ। এই গল্পগুলো মূলত ডেসটোপিয়ান থ্রিলার। এখানে ভবিষ্যতের এক জরা-জীর্ণ-দীর্ণ পৃথিবীর গল্প বলা হয়েছে। এই গল্পগুলি অনেকটা প্ৰযুক্তি নির্ভর। ট্যান, মানে তনয়া দত্ত আর জন নিজেদের মিশনের কাজেই দুইপক্ষের থেকে আলাদা আলাদাভাবে নিয়োগ হয়, কিন্তু আসলে তাঁরা একই অভীষ্টের দিকে ছুটে চলে। এই সিরিজে ভালো লেগেছে- 'ডাইস' ও 'জিরো'। গল্পগুলো পড়তে পড়তে সেই ভবিষ্যতের পৃথিবীতেই আমরা এসে পড়ি যেখানে টান-টান উত্তেজনার পারদ ক্রমশ চড়েছে। এই সিরিজের বড় গল্পগুলোর লম্বা অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো, কিন্তু বেশ কিছু জায়গায় ধৈর্যের পরীক্ষা নেয়। এগুলো কোনও সিনেমার চিত্রনাট্য হিসাবে বেশ ভালো হতে পারে, কিন্তু গল্প হিসেবে এই জায়গাগুলো একটু যেন না হলেও চলত। একজন কল্পবিজ্ঞানের মুগ্ধ পাঠক হিসেবে এই বই ভালো লাগবে, কিন্তু একজন খুব সাধারণ পাঠক রসাস্বাদন করতে পারবে কিনা সে-ব্যাপারে আমার একটু সন্দেহ রয়েছে। পাতায় পাতায় প্রচুর প্ৰযুক্তিগত টার্ম ব্যবহার হয়েছে, যা কল্পবিজ্ঞান পড়া বা সাই-ফাই না দেখার অভ্যাস থাকলে বোঝাটা একটু কষ্টকর। 'কল্পবিজ্ঞান শুধু বিজ্ঞানের লোকেদের পড়া উচিত' এই যুক্তি যদি মানতে হয়, তাহলে অনেক বিদগ্ধ পাঠকই যখন কল্পবিজ্ঞানকে 'শিশুতোষ' বলে দাগিয়ে দেন, তাতে আর রাগ করা চলে না। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এই জায়গাগুলো যদি একটু সহজ সরল কিছু করে গল্পটা বলা যেত তাহলে বোধহয় তা আরও বড় সংখ্যক পাঠকের পাঠযোগ্যতা লাভ করত। বইখানার কভারটা বেশ ভালো ও ইউনিক লেগেছে। বইয়ের পাতা ও বাঁধাই ভালো, বানান ভুল প্রায় নেই বললেই চলে। মোটের উপর আপনি কল্পবিজ্ঞান বা ডেসটোপিয়ান থ্রিলার পড়তে ভালোবাসলে এই বই পড়ে আপনার হতাশ হওয়ার সম্ভবনা কম, চমকে উঠবেন বেশ কিছুবার!
বাংলায় কল্পবিজ্ঞান নিয়ে এধরনের চেষ্টা যদিও বেশকিছু হচ্ছে আজকাল, তার সব কটি যে সফল তা বলা যায় না। কিন্তু এই বইটির প্রায় সবকটি গল্পই সেই দিক দিয়ে বেশ সফল তাতে কোনো সন্দেহ নেই। রিজু বাবুর দশে দিক পড়ে দারুন লেগেছিল, তাই বিনা দ্বিধায় এই বইটি কিনে ফেলেছিলাম। এই বইয়ের প্রথম পর্যায় আমরা দুটি দারুন চরিত্র পাই - রয় আর ধৃতিমান। আর দ্বিতীয় পর্যায় জন ট্যান। দুই জুটির মধ্যে কোনো মিল নেই। এমনকি গল্প বলার ধরন ও বদলে যায়। রয় ধৃতিমান আমাদের কিছু চেনা চরিত্রর সঙ্গে মিলে যেতে পারে কিছুটা, কিন্তু তারা যে পরিস্থিতি তে পরে সেগুলো একেবারেই অন্য রকম। এখানে যেমন কল্পবিজ্ঞানের বেশ কিছু stereotyoe ব্যবহার করা হয়েছে তেমনি প্রায় প্রতিটা গল্পেই নতুনত্ব আনা হয়েছে। বিশেষ করে চরিত্র এবং তাদের কথোপকথন ভালো লাগে। অন্যদিকে জন আর ট্যান যেনো আরো গম্ভীর, একটু বিষাদময় এবং গভীর জগতের গল্প বলে।
এক কথায় বলতে গেলে এই বইয়ের গল্পগুলো, যাকে বলে, proper sci-fi, এবং শুধু যে পড়তে ভালো লাগে তাই নয়, যথেষ্ট ভাবায়ও।