Born in Chittagong, a beautiful town in bangladesh which has many stories to tell. He is an architect by profession. Loves to write dreams, some dreams no one could imagine.
এই বইয়ে 'উৎসর্গ', লেখক-পরিচিতি, 'ভূমিকা', 'প্রকাশকের কলম থেকে' ইত্যাদির পর যা আছে তা হল~ উপন্যাস: ১. প্রেতসাধক নিশি মিয়া ২. আধোচক্র ৩. মানুষখেকো ৪. লিলিথ-নগরে নিশি মিয়া ৫. ছায়াবৃত্তে নিশি মিয়া গল্প: ১) নকশাবন্দি ২) নিশি মিয়া ও ফ্যান্টম মস্তক ৩) কল ৪) বুকচোখা ৫) খান্ডাস বইটার ছাপা আর লে-আউট বেশ ভালো। বানানের অবস্থা ভয়াবহ৷ তবে আসল কথা তা নয়। আসল কথা হল এ-বইয়ের কন্টেন্ট। সেখানে আমি কী পেলাম? তান্ত্রিক হররের নামে বাজারে চালানো বহু কুৎসিত ও কদর্য লেখা পড়ার দুর্ভাগ্য হয়েছে। তবে এ-বইটা, যাকে বলে, টেকস দ্য কেক। গল্প: নেই। সংলাপ: ইংরেজি বি-মুভি সিনেমার সংলাপে গালি পাঞ্চ করে গুগল ট্র্যান্সলেটে ফেলে দিলে এই জিনিস বেরোবে। লেখনী: অট্টহাস্য! ঘোর পুরুষতান্ত্রিক আব্রাহামিক ধর্মের কিছু অপদেবতাকে কেন্দ্রে রেখে প্রায় যা-খুশি-তাই লেখা হয়েছে এই বইয়ে। সত্যি কথাই লিখি, আমি এর একটাও শেষ অবধি পড়ে উঠতে পারিনি। একটা উপন্যাস ছেড়ে পরেরটাতে গিয়েও ডিজগাস্টেড হয়েছি। সেখান থেকে পরেরটাতে গিয়েও বমি পেয়েছে। আর এভাবেই, কোনো নিশির হাত থেকে পালানোর মতো করে আমি ছুটে গেছি এ-বইয়ের শুরু থেকে শেষে। জেমস্ বন্ডের সাইকোলজিক্যাল প্রোফাইলিং চলছিল। ওয়ার্ড-অ্যাসোসিয়েশন টেস্টে বন্ডকে যেই বলা হল "স্কাইফল", সে কী করেছিল মনে আছে? রাজীব চৌধুরী তথা নিশি মিয়া প্রসঙ্গে আমিও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। ডান!
অদ্ভুত এক প্রেতসাধক নিশিমিয়া। যার কাজের ধারা বুঝা যায় না। প্রতিবারই নতুন সব উদ্ভট সব কাজ করে। সেটা হতে পারে নিজের মাংসই ভোগ দেওয়া কিংবা নিজের জীবন। অদ্ভুতুড়ে সব গল্পের মাঝে নিশিমিয়ার কাজ আপনার গা গুলিয়ে দিবে।