বাংলাদেশের নাগরিকদের গণতন্ত্রের জন্য অপরিসীম আকাঙ্ক্ষা ও নিরন্তর সংগ্রাম এবং রাষ্ট্র ও রাজনীতিবিদের বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও গণতন্ত্রের পথে দেশটির যাত্রা পাঁচ দশক ধরেই কণ্টকাকীর্ণ রয়ে গেছে। ১৯৯১ সূচিত গণতন্ত্রায়ণ প্রক্রিয়া গত এক দশকে দৃশ্যত পথ হারিয়ে ফেলেছে। গণতন্ত্রের এই সংকটের উৎস, কারণ এবং ভবিষ্যৎ সম্ভাবনার পথরেখা অনুসন্ধানের প্রয়াস নিখোঁজ গণতন্ত্র: কর্তৃত্ববাদের পথরেখা ও বাংলাদেশের ভবিষ্যৎ গ্রন্থটি। রাষ্ট্রবিজ্ঞানের অনুসন্ধিৎসু গবেষক আলী রীয়াজ গণতন্ত্রের এই সংকটকে ব্যাখ্যা করেছেন বৈশ্বিক প্রেক্ষাপটে, চিহ্নিত করেছেন বাংলাদেশে গণতন্ত্রের পক্ষ-বিপক্ষের শক্তি ও উপাদানগুলোকে, আলোচনা করেছেন সংকট উত্তরণের পথ নিয়েও। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির সম্যক উপলব্ধি, শাসনব্যবস্থার ভিত্তি অনুধাবন এবং রাষ্ট্রের ভবিষ্যৎ গতিমুখ পর্যালোচনার জন্য এটি একটি জরুরি বই ।
Ali Riaz (Bengali: আলী রীয়াজ) is a Bangladeshi American political scientist and writer. He is a Distinguished Professor at Illinois State University where he joined in 2002. Most of his work deals with religion and politics, particularly on South Asian politics and political Islam.
বই - নিখোঁজ গণতন্ত্র : কর্তৃত্ববাদের পথরেখা ও বাংলাদেশের ভবিষ্যৎ লেখক - আলী রিয়াজ প্রকাশনী - প্রথমা প্রকাশন প্রথম প্রকাশ - মার্চ ২০২১ প্রচ্ছদ মূল্য - ৫৫০৳ পৃষ্ঠা সংখ্যা - ২৭২
বইয়ের নাম দেখেই যে কেউ ভাববেন এটা সমসাময়িক ঘটনাবলির আলোকে লেখা। কিন্তু এই বইটিতে লেখক শুরু করেছেন একেবারে গণতন্ত্রের শুরুর ইতিহাস থেকে। এরপর কালের বিবর্তনের সাথে সাথে কিভাবে দেশে দেশে গণতন্ত্রের বিবর্তন ঘটে আজকের অবস্থা পর্যন্ত পৌঁছেছে তা রাষ্ট্রবিজ্ঞানের অনুসন্ধিৎসু গবেষক আলী রীয়াজ দেখিয়েছেন যুগের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীদের নানা তত্ত্ব আলোচনা এবং সেই সাথে প্রয়োজনীয় পরিসংখ্যান আর ছকের বিশ্লেষণের মাধ্যমে।
মোট ১৩টি অধ্যায় আছে বইটিতে। প্রথম অধ্যায়ে লেখক দেখিয়েছেন গণতন্ত্রের ভঙ্গুর অবস্থা থেকে কিভাবে একটি দেশে কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হতে পারে। দ্বিতীয় অধ্যায়ে লেখক দেশে দেশে গণতন্ত্রের বিবর্তনের চিত্রের সাথে তুলে ধরেছেন এ সংক্রান্ত বৈশ্বিক সংকটের চিত্র। তৃতীয় অধ্যায়ে আছে স্টিভেন লেভিতস্কি ও ড্যানিয়েল জিবলাটের বই 'How Democracies Die' থেকে উদ্ধৃত স্বৈরাচারীদের ১২ ধাপ কর্মসূচি এবং স্বৈরতন্ত্র বিকশিত হবার ধাপগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। 'ডিজিটাল আর্মি'র মাধ্যমে কিভাবে কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী তথ্য নিয়ন্ত্রণ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্বের পক্ষে সম্মতি আদায় করে তার বিশ্লেষণ উঠে এসেছে সুন্দরভাবে।
বাংলাদেশে গণতন্ত্রের বর্তমান অবস্থার উপর লেখক আলোকপাত করেছেন বইটির সর্বশেষ অধ্যায়ে। গণতন্ত্রের বর্তমান সংকটময় পরিস্থিতিকে এখানে ব্যাখ্যা করা হয়েছে বৈশ্বিক প্রেক্ষাপটে, চিহ্নিত করা হয়েছে বাংলাদেশে গণতন্ত্রের পক্ষ-বিপক্ষের শক্তি ও উপাদানগুলোকে, আলোচনা করা হয়েছে সংকট উত্তরণের পথ নিয়েও। বিভিন্ন তত্ত্ব, আইন এবং চুক্তি বিশ্লেষণের মাধ্যমে লেখক দেখিয়েছেন যে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বৈশ্বিক রাজনীতি থেকে বিচ্ছিন্ন নয়; বরং বৈশ্বিক রাজনীতির বিভিন্ন প্রভাবকের কারণেই উত্থান-পতন ঘটেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থায়ও। রাষ্ট্রবিজ্ঞানের অনুসন্ধিৎসু এই গবেষকের মতে, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য নির্বাচন কমিশন, মানবাধিকার সংস্থা ইত্যাদি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকা দরকার। আর তার আগে দরকার বিচার বিভাগের স্বাধীনতা।
বিশ্ব রাজনীতিতে গণতন্ত্রের উত্থান-পতনের সাথে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্রের সম্যক উপলব্ধি, শাসনব্যবস্থার ভিত্তি অনুধাবন এবং রাষ্ট্রের ভবিষ্যৎ গতিমুখ পর্যালোচনার উপর এটি একটি গবেষণাধর্মী বই । গণতন্ত্রের তত্ত্বগত আলোচনার পাশাপাশি সে সংক্রান্ত বাস্তবচিত্র উপস্থাপনের মাধ্যমে লেখক বইটিকে আকর্ষণীয় করে তোলার প্রয়াস রেখেছেন।
This book is thoroughly researched, and the author has adopted a systematic approach in its writing. Rather than expressing personal opinions, the author relies on references and anecdotes to explain how certain situations function.
The book delves into the reasons why democracy in Bangladesh is in a precarious state and explores possible future directions.
The writing style and sentence construction are somewhat complex. This may be due to the author using English sources for the literature review and translating them into Bangla, or it might stem from the challenge of simplifying complex thoughts into more straightforward language. While this affects the book's clarity and ease of understanding, it remains an excellent read for those fascinated by the state, politics, society, and power.
I am eager to read more from Ali Riaz Sir. He stands out as one of the most profound thinkers in Bangladesh's contemporary intellectual landscape.