সিলেটের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন সাংবাদিক ও রাজনীতিক আমীনূর রশীদ চৌধুরী। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ূন রশীদ চৌধুরীর বড়ভাই একদা ঘোর স্বদেশি আমীনূর রশীদ চৌধুরীর বয়ানে দেশভাগের রাজনীতির পাশাপাশি পাকিস্তান সৃষ্টির পর ধর্ম নিয়ে বাড়াবাড়ির অনেক ঘটনাই উঠে এসেছে। বইটি অসম্পূর্ণ। আমীনূর রশীদ চৌধুরীর এই আত্মকথা এককথায়, অসাধারণ!