'বাছাই বারো' হরিশংকর জলদাসের বারোটি গল্পের সংকলন। এই গল্প সংকলনের বিশেষত্ব আছে। মানুষের জীবন ক-ত ডাইমেনশন। বাঁকের অভাব মানবজীবনের নদীতে। ভালো-মন্দ, আনন্দ-বিষণ্ণতা, কৃতজ্ঞতা-কৃতঘ্নতা, সত্য-মিথ্যা, উল্লাস-হাহাকার- কত রকমের চারিত্র্য মনুষ্যজীবিনের। ওসব অনুষঙ্গ লেখকের এই গল্পসংকলনে উদ্ভাসিত হয়েছে।
হরিশংকরের ভাষা বোধগম্য। তার ভাষায় দুর্বোধ্যতা পাঠককে বিভ্রান্ত করে না, বরং কাহিনীর বিষয়ে পাঠককে গভীর এক অনুভবের জগতে নিয়ে যায়। এই গল্প সংকলনের গল্পগুলো পাঠককে মানবজীবনের বিচিত্র এক গন্তব্যে নিয়ে যায়।
Harishankar is a promising Bangladeshi author. The most significant point to notice is that all the four novels produced from Harishankar's pen sketch the life of the downtrodden, some of whom are from among fisherfolks, some from among prostitutes and some others are the 'harijons' or 'methors'.
প্রথম চারটা গল্প পড়ার পরে বাকি প্রতিটা গল্পের (রতন ও হরকিশোর বাবু বাদে) ক্যারেক্টার বিল্ড আপের পর পরেই বুঝে যাচ্ছিলাম কে কোন ঘাটের জল খাবে। প্রতিটা গল্পে প্রধান চরিত্রগুলোকে লেখক ঘুরিয়ে ফিরিয়ে একই ঘাটের জল খাইয়েছেন। একটিমাত্র প্লটের উপরে রচিত দশটা গল্পকে কেন যে একই বইতে রাখা হয়েছে কে জানে!
বারোটা ছোটগল্প পড়তে পাঁচ সাতদিন লাগার কথা না, আমার লেগেছে। কয়েকটা গল্প যদিও ইন্টারেস্টিং ছিলো, ভাবিয়েছে, কিন্তু প্লটের ঝামেলার কারণে ততোটা চোখে পরার মতো ছিলো না, চোখে পরাতে বেগ পেতে হয়েছে। থেকে থেকে পড়ার জন্য একটা ভালো বই হতে পারে তবে বিঞ্জ রিডিংয়ের জন্য কখনোই নয়।