৩.৫/৫
প্যারাডক্স এর বাংলা প্রতিশব্দ হলো স্ববিরোধ। প্যারাডক্স অব ফিজিক্সের মানে হল পদার্থবিদ্যার যে নীতিগুলো নিজেই নিজের বিরোধিতা করে। সতেরোটা টপিকের আলোচনা আছে বইতে।
আমার সবচেয়ে পছন্দের প্যারাডক্স লেগেছে "গ্রান্ডফাদার প্যারাডক্স"। ব্যাপার অনেকটা এরকম ধরুন, ট্রাইম ট্রাভেল সম্ভব এবং আপনি টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে আপনার দাদাকে খুন করে ফেললেন। এমন বয়সে হত্যা করলেন যখন আপনার দাদা বিয়ে করেননি। তাহলে কি হবে? আপনার দাদা যদি বিয়ের আগেই মারা যান তাহলে আপনার বাবা কিংবা আপনার অস্তিত্ব থাকবেনা। আবার আপনার অস্তিত্ব না থাকলে আপনার দাদাও বেচে থাকছেন। বেচে থাকলে আবার আপনার বাবা অতঃপর আপনি জন্ম নিচ্ছেন। এভাবে তৈরী হয় একটা স্ববিরোধ!
বইয়ের সতেরোটা টপিকের বেশিরভাগই কসমোলজি এবং আপেক্ষিকতা নিয়ে লিখা। সবগুলো টপিকে আমি প্যারাডক্স বলতে যা বোঝায় তা ঠিকঠাক খুজে পাইনি। তাই মোটাদাগে আমি এটাকে প্যারাডক্সের বই না বলে কতগুলো সায়েন্স আর্টিকেলের সংকলন বলাই উপযুক্ত মনে করবো। কিছু কিছু লিখার ভাষা কাঠখোট্টা লেগেছে। এগুলো আরেকটু সহজ করে বর্ণনা করা যেতো।