What do you think?
Rate this book


394 pages, Hardcover
First published February 28, 2020
যা চলে যায় তা কী আর কখনো ফিরে আসে?পাঠপ্রতিক্রিয়ায় বিস্তারিত বিশ্লেষণ করার মতো, লেখার মতো মাথায় কিছু আসছে না। আসলে অ্যা-তো কিছু বলতে গেলে যে কোথা থেকে শুরু করা উচিত সেটাই চিন্তা করে ঠাহর করা যায় না। অহেতুক কিছু বলা বাদ দিই, আর আক্ষরিক মহাকাব্যিক মহাজটিল কাহিনীটা নিয়েও বলা বাতুলতা। শুধু এটুকু বলতে পারি, আমার মনে পড়ে না বাংলা ভাষায় আমি শেষ কবে এরকম প্রায় পাঁচশো পৃষ্ঠা ধরে সুনিপূণ ঠাসবুনোটের গাঁথুনিতে আগাগোড়া টানটান উত্তেজনার মাথায় প্যাচের পর প্যাচ লাগিয়ে দেয়া চিত্তাকর্ষক সূচনা থেকে চমকপ্রদ সমাপ্তি পর্যন্ত অনন্যসাধারণ একটি এপিক রোমাঞ্চোপন্যাস পড়েছি। মনে পড়ছে না।
মানুষ তো মারা যায়, কিন্তু গল্প কী কখনো মরে?লেখক জাহিদ হোসেনকে আমার অন্তহীন মুগ্ধতার মাথা নত করা অভিবাদন। বাংলাভাষায় বর্তমানে আর কেউ এমন একটি অবিশ্বাস্য গভীরতার পৌরাণিকতার রূপকে মোড়ানো শ্বাসরুদ্ধকর সুদীর্ঘ রোমাঞ্চোপন্যাস এমন স্বস্তিদায়ক সহজ সুলেখনিতে বর্ণিত করতে পারেন কি না আমার জানা নেই। আমি আর পড়িনি।