Jump to ratings and reviews
Rate this book

জল জঙ্গল নরখাদক সমগ্র

জল জঙ্গল নরখাদক সমগ্র প্রথম খণ্ড

Rate this book
Collection of Stories about Sundarbans, for juvenile readers

160 pages, Paperback

First published January 1, 2020

15 people want to read

About the author

Sisir Biswas

21 books5 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (42%)
4 stars
1 (14%)
3 stars
3 (42%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Riju Ganguly.
Author 37 books1,867 followers
June 6, 2021
সুন্দরবন!
শব্দটা শোনামাত্র আমাদের মনের চোখে ভেসে ওঠে দিনের আলোতেও অন্ধকার হয়ে থাকা ছায়াময় বাদাবন, কাদার মধ্য থেকে মুখ তোলা ছুঁচালো ম্যানগ্রোভ, নদী আর অসংখ্য খালে খেলে বেড়ানো মিষ্টি ও নোনা জল, মধু-সন্ধানী মউলির দল, নিঃশব্দে ধেয়ে আসা কুমির...
আর বাঘ!
ছোটোবেলা থেকে এই পটভূমিটিকে আমাদের কাছে জীবন্ত করে তুলেছেন যে লেখকেরা, তাঁদের মধ্যে অন্যতম হলেন শিশির বিশ্বাস। এই প্রবীণ লেখকের বাছাই করা 'জঙ্গুলে' লেখাদের মধ্যে কয়েকটি সংকলিত হয়েছে আলোচ্য বইটিতে। তারা হল~
১. সনাতন শিকারি
২. বাঘবন্দি মন্তর
৩. ভজনের কপাল
৪. কুমড়োচেরা কুমির
৫. বনের মানুষ
৬. মউলে বাঘ
৭. রয়্যাল বেঙ্গলের মুখোমুখি
৮. জলে কুমির ডাঙায় বাঘ
৯. মউলের দুশমন
১০. বাদাবনের কুমির
১১. বৈকুন্ঠ বাউলে
১২. কুমির কাণ্ড
১৩. বাদাবনের কাঁকড়া
১৪. হেঁতালবাড়ি
১৫. হাটুরে বাঘের হাহাকার
১৬. বাদাবনের বিপদ
১৭. ভূতের চর
১৮. বাদাবনের জানোয়ার
১৯. জঙ্গলের গল্প
২০. বিমল বাউলে
২১. গর্জনের দিন
২২. অর্জুন সর্দার
২৩. জঙ্গলের মধ্যে রত্নপুরী
এদের পর আছে লেখকের তোলা কিছু ফটো নিয়ে অ্যালবাম— যা থেকে বেশ কিছু আঞ্চলিক শব্দের অর্থ ও প্রয়োগ বোঝা যায়।

লেখাগুলো দুর্ধর্ষ— পড়তে শুরু করলে সেই গপ্পোটা তো বটেই, তার পরেরগুলোও না পড়ে থাকা যায় না।
প্রত্যেক গল্পের সঙ্গে স্বপন চন্দ'র অতুলনীয় গতিময় এবং আলো-ছায়ায় ভরা অলংকরণ বইটাকে ছোটোবেলার "ছবির বই"-এর আকার দিয়েছে। সত্যি বলতে কি, রেখায়, লেখায় ও ছাপায় এত নয়নসুখকর বই বাংলায় খুব বেশি পাওয়া যায় না।
যে ছোটোরা ইংরেজিতে আঁকা ও বড়ো ফন্টের ছাপায় অভ্যস্ত হয়ে পড়েছে বলে বাংলা বই পড়তে গিয়ে সমস্যায় পড়ে, তাদের হাতে তুলে দেওয়ার জন্য একেবারে আদর্শ এ-বই। শুধু ছোটোদের জন্য নয়, বড়োদের কাছেও এই বইটি অত্যন্ত আকর্ষণীয় ঠেকবে।
ঘূর্ণিঝড় এবং মানুষের হিংস্র শোষণ তথা উপেক্ষায় বিধ্বস্ত হয়ে পড়ছে সুন্দরবন। কিন্তু ওই অঞ্চলের ভয়ংকর সৌন্দর্যকে অনুভব করতে চাইলে এই বইটি পড়া উচিত। তাহলেই আমরা নতুন করে উপলব্ধি করব, প্রকৃতি নখ, দাঁত আর নোনাজলের মধ্যে কোন সম্পদকে সযত্নে লালন করছেন আমাদেরই জন্য।
Profile Image for Aishu Rehman.
1,106 reviews1,084 followers
March 18, 2022
ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চারধর্মী বইগুলো আমাকে একটু বেশি টানত। বিশেষ করে তা যদি শিকারকেন্দ্রীক হয়। আর তাই সারাদিন বুদ হয়ে থাকতাম জিম করবেট অমনিবাসের উপর। কিন্তু বর্তমানে বন্য প্রাণী সংরক্ষণের যুগে শিকার কাহিনী পাওয়া বড্ড দুষ্কর হয়ে পড়েছে। তাই আমার মতন পাঠকদের শিকার কাহিনীর জন্যে এখনও প্রবাদ প্রতিম জিম করবেট, বুদ্ধদেব গুহর ঋজুদা কাহিনী, এছাড়া দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, ময়ূখ চৌধুুরী, পরেশ দত্ত কিংবা নির্বেদ রায় লিখিত কাহিনীগুলির উপরেই ভরসা করতে হয়।

তবে, আজ যে বইটি নিয়ে আলোচনা করছি তার গল্পগুলো শুধুই শিকার কাহিনী বললে ভুল হবে। বরং আমি বলব এগুলি সুন্দরবন ও তৎসংলগ্ন অঞ্চলের অধিবাসীদের জীবন ও জীবিকার জন্যে প্রতিনিয়ত মরণের সাথে লড়াই করে চলার স্মৃতিকথা।

বইটিতে স্থান পেয়েছে সর্বমোট ২৩ টি গল্প । সব গল্পই পত্রিকায় ছাপা হবার কালানুক্রমে সাজানো হয়েছে । প্রথম গল্পের প্রকাশকাল বৈশাখ ১৩৮৭, আর শেষ গল্পের প্রকাশকাল ১৪১৪।

এবার আসি আমার মুগ্ধতার বিষয়গুলি নিয়ে। প্রথমত, লেখকের লেখনশৈলী। এতো প্রাঞ্জল ও ঝরঝরে লেখা খুব কম পেয়েছি আমি। একটি গল্প শেষ হলেই আরেকটা পড়ার জন্য মন কেমন আকুপাকু করে। দ্বিতীয়ত, অলংকরণ। এইসব দুরন্ত গল্পগুলির অলংকরণ করা খুবই কঠিন কাজ। সে-দায়িত্ব অনায়াসে সামলেছেন শিল্পী স্বপন চন্দ। প্রতিটি গল্পের সঙ্গে রয়েছে অসামান্য সব অলংকরণ। যা বইটিকে এক অন্য মাত্রা দিয়েছে। দু দুটো পৃষ্ঠা মিলে একটা ছবি!! ভাবতে পারেন? দাঁড়ান একটা ছবিও দেখায়।



ছবিঃ @Achena Boipoka

এ ছাড়াও উপরি হিসেবে বইয়ের শেষে যোগ করা হয়েছে 'সুন্দরবন অ্যালবাম', লেখকের তোলা ফটোগ্রাফ ও টীকা-সহ।

শুধু তাই না। চলুন শুনে আসি লেখকের নিজের কথা ।
জল-জঙ্গলের দেশ সুন্দরবন নিয়ে লেখা থামেনি আর। দেখা আর জানার টানে সুযোগ হলেই ছুটে গেছি। ঘোরা হয়েছে একটানা পাঁচ-সাতদিন পর্যন্ত। কথা বলেছি বাদাজঙ্গলের বাউলে, মউলে আর মৎস্যজীবি মানুষের সঙ্গে। সুন্দরবনের প্রকৃতি আর পরিবেশের সঙ্গে মূলত তাঁদের জীবন কথাই উঠে এসেছে লেখায়। বাঘ, কুমির ইত্যাদি তো গল্পের তাগিদে। কিছু ব্যতিক্রমী গল্পও আছে। যেমন 'গর্জনের দিন'। এ-গল্পে মূলত রয়েছে সুন্দরবনের জঙ্গলে এক দুর্দান্ত নরখাদক বাঘের বেঁচে থাকার জন্য প্রতিদিনের সংগ্রামের কথা।
Profile Image for Chowdhury Arpit.
188 reviews6 followers
October 23, 2022
"জল জঙ্গল নরখাদক সমগ্র-১" শিশির বিশ্বাসের বন ও বন্যপ্রানীদের নিয়ে লেখা মোট তেইশটি গল্পের সমাহার। বেশিরভাগ গল্পেরই পটভূমি সুন্দরবন। সুন্দরবনের জেলে, মউলে (মধু সংগ্রাহক), বাউলে (বাঘ তাড়ানোর ওঝা) সহ নানাবিধ খেটে খাওয়া বনের ওপর নির্ভরশীল মানুষের কষ্টকর আর বিপজ্জনক জীবনযাত্রাকে লেখক ফুটিয়ে তুলেছেন তাঁর গল্পের মাধ্যমে। বইটি কিছু ক্ষেত্রে চমৎকার বৈশিষ্ট্যের ছাপ রেখেছে। যেমন -

১. সুন্দরবন মানেই রয়েল বেঙ্গল টাইগার। আর সাথে বাঘে-মানুষে মরণপণ টক্কর। যা আমাদের কাছে রোমাঞ্চকর হলেও সুন্দরবনের জেলে মউলেদের কাছে ডালভাতের মত নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতিবছর কত যে লাশ ঝরে, কত যে ছেঁড়া পতাকা ওড়ে দ্বীপগুলোতে আর কত যে সংসার কর্তা হারিয়ে দেউলিয়া হয় তার হদিস কে রাখে! তবে এই সংঘাতের ঘটনাগুলো ঘুরেফিরে এক মনে হলেও আসলে তা না, কিছু না কিছু বৈচিত্র্য থাকেই। শিশির বিশ্বাস তাঁর লেখায় এই বৈচিত্র্য টা একদম পাকাপাকি ভাবে তুলে ধরেছেন -

বাঘবন্দি মন্তর (মন্ত্রের চেয়েও শক্তির দাম বেশি)
মউলে বাঘ (বাঘের ওপর টাগ (মৌমাছি))
বাদাবনের কাঁকড়া (বাঘ বনাম কাদা)
হেঁতালবাড়ি (বাঘ বনাম হেঁতালের লাঠি)
মউলের দুশমন (বাঘ বনাম একরোখা চার মউলে)
হাটুরে বাঘের হাহাকার (জালে বাঘ ধরা)
বৈকুন্ঠ বাউলে (হাপরে বাঘ ধরা)
গর্জনের দিন (বাঘের দৃষ্টিতে লেখা গল্প)
জঙ্গলের মধ্যে রত্নপুরী (একটু প্রত্নতাত্ত্বিক এডভেঞ্চার, আধটু বাঘ)

বোঝাই যাচ্ছে গল্পগুলি কেবল বাঘ এলো আর মানুষ খেলো তেমনটা নয়। অনেক বৈচিত্র্য আছে প্রতিটা গল্পে।

২. বাঘের পাশাপাশি সুন্দরবনের দ্বিতীয় আকর্ষণ কী? অবশ্যই লোনা পানির কুমির। সুন্দরবনের ক্ষেত্রে প্রকৃতপক্ষেই খাটে সেই বাগধারা "জলে কুমির ডাঙায় বাঘ"। এবং শিশির বিশ্বাসও তাঁর বৈচিত্র্যের প্রকাশ কুমিরের ক্ষেত্রে করেছেন আরো বেশিভাবে-

কুমড়োচেরা কুমির (সুকৌশলে কুমির বধ, কৌশলটা কী তা পড়লে বুঝবেন)
জলে কুমির ডাঙায় বাঘ (দি আল্টিমেট ব্যাটল, এবং রসুল চাচার ভাষায়, " এই লড়াইয়ে আবার হারজিত আছে নাকি?")
বাদাবনের কুমির (আরেক অদ্ভুত শিকার, মুখে গরান গাছের গুঁড়ি গুঁজে দিয়ে!)
কুমির কান্ড (বলদ বাঁধার দড়িতে জুড়ে কুমিরকে গ্রাম ঘুরানো। গল্পটার সাথে নির্বেদ রায় রচিত 'জান্তব' এর 'আশ্চর্য নরখাদক' গল্পের মিল আছে। যদিও সেটা ফ্��োরিডার এলিগেটর নিয়ে।)

৩. বাদাবনের খেটে খাওয়া হতদরিদ্র মানুষ, যাদের জীবনে শুধু বাঘ কুমির নয়, অভিশাপ হয়ে আছে সুদখোর রক্তচোষা মহাজন আর নিষ্ঠুর ডাকাতের দল - তাদের জীবন নিয়েও লিখেছেন শিশির বিশ্বাস। বিশেষ করে 'বাদাবনের বিপদ' এরকমই এক দুধর্ষ ডাকাতের খপ্পরে পড়ে বেঁচে ফিরার অভিযান নিয়ে লেখা। বাঘ কুমিরের চাইতেও এই গল্পটা আমায় বেশি টেনেছে।

এছাড়াও আছে এক অকুতোভয় কিশোরকে নিয়ে লেখা 'অর্জুন সর্দার' ও বাঘের হাতে সন্তান হারানো দুর্ভাগা 'বিমল বাউলে' র গল্পও৷ লেখক বাদার অকুতোভয় মানুষের আদলেই বৈকুন্ঠ বাউলে, শ্রীনাথ বাউলে, রসুল মিয়া - ইত্যাদি চরিত্রের রূপায়ণ করেছেন। দীর্ঘদিনের বাদাভাঙা অভিজ্ঞতা যাকে বলে।
এসকল মানুষ কুমিরভরা পানিতে ঝাঁপিয়ে অতিথিকে উদ্ধার করে আনে, নরখাদক বাঘের সামনে দাঁড়িয়ে সমানে হুংকার ছাড়ে - সম্বল হয়তো একটা লাঠি কিংবা দা, বাঘের মুখে মশাল গুঁজে দেয় কিংবা হেঁতাল- সঙ্গীকে রেখে পিছ ফিরে পালায়না।
আবার এই মানুষগুলোই মহাজনের হাতে ভিটেমাটি বন্ধক রেখে সর্বস্বান্ত হয়। ডাকাতের পাল্লায় পড়ে হারায় ধার করা নৌকা জাল মাছ সব। বনবিবির পূজা দিয়েও রক্ষা পায়না বাঘের কবল থেকে। হতভাগ্যদের শেষ সাক্ষী হিসেবে রয়ে যায় দ্বীপ দ্বীপান্তরে উড়তে থাকা এক ফালি ময়লা কাপড়।

৪. শিশির বিশ্বাস সুন্দরবনের রঙ্গমঞ্চ ছাড়িয়ে তার গল্পের সংগ্রহকে আরো অনেকদূর নিয়ে গেছেন। এর মাঝে আছে লেখকের প্রকাশিত প্রথম গল্প - সনাতন শিকারি। এক আদিবাসী যুবক উড়িষ্যার সিমলিপাল অরণ্যে কিভাবে তীর ধনুক সম্বল করেই দুর্দান্ত বাঘের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো তার গল্প।
ভালুক নিয়ে দুটো গল্প আছে। 'ভজনের কপাল' ও 'বনের মানুষ'।
'রয়্যাল বেঙ্গলের মুখোমুখি' দন্ডকারণ্যে দুই অফিসারের সরাসরি বাঘের মুখোমুখি পড়ার কাহিনী। রাতের বেলা গাড়ি চালিয়ে ফেরার পথে নিঃসাড় অরণ্যে সদ্য সম্বর শিকার করে খেতে বসা বাঘের সামনে পড়ে যান তারা। বেশ ভালো লেগেছে এই গল্পটা।

এছাড়াও গা ছমছমে ভৌতিক একটি গল্প -'ভূতের চর।' একদম দুধর্ষ লেভেলের না হলেও গা শিউরে ওঠার মত গল্প এটি, পটভূমি সুন্দরবন।

৫. সবশেষে যা না বললেই নয় - ওঙ্কারনাথ ভট্টাচার্যের আঁকা দুর্দাম্ত সব স্কেচে ভর্তি বইটা। প্রতিটা গল্পের সাথেই আছে একটা করে স্কেচ। যেন শ্রদ্ধেয় ময়ূখ চৌধুরীর উত্তরসূরীকে দেখছি। এই দুর্দান্ত ছবিগুলো বইটার আকর্ষণ বাড়িয়ে দিয়েছেহ হাজারগুণ।

সব মিলিয়ে বইটির তেইশটি গল্পই স্ব গুণে গুণান্বিত। শিশির বিশ্বাসের সবচে বড় গুণ হলো তিনি গল্প গুলো কোথাও বেশি টানেননি, আবার সংক্ষেপও করেননি। ঠিক কোথায় গিয়ে থামতে হবে জানেন। বর্ণনার পর বর্ণনা দিয়ে পাঠককে বিরক্ত করেননি। তিন চার পাতার গল্প - এতেই সব রহস্য রোমাঞ্চ ঠিকঠাক চলে এসেছে। আর প্রচুর বাদাবন ঘুরার ফলে তাঁর অভিজ্ঞতাও ভালো। তাই বনের পরিবেশকে ঠিকঠাক রিপ্রেজেন্ট করতে পেরেছেন।

'জল জঙ্গল নরখাদক সমগ্র প্রথম খন্ড' - শিশির বিশ্বাস, মায়াকানন। রেটিং ৫/৫।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.