অসাধারণ। ডাক্তার সাহেবের লেখনীর ধার দিনদিন বাড়ছেই। নন ফিকশনেই লেখা উচিত এতে লেখা টু দ্য পয়েন্ট হয় কনসাইজডও হয়। ডাবল স্ট্যান্ডার্ড সিরিজও প্রবন্ধ ফরম্যাটে আনার জোর দাবি জানাচ্ছি। সবচেয়ে ভালো লেগে উনি সমস্যা গুলো চিহ্নিত করে শেষে সমাধান দিয়ে দেন। এ বইও ব্যতিক্রম নয়। আগে মানসাঙ্ক ছিল আমার ফেভারিট। এখন সেটার প্রতিদ্বন্দ্বী পাওয়া গেল। বইটার প্রথমাংশ দ্বিতীয় অংশের চেয়ে বেশি ভালো লেগেছে।
লেখক কষ্টিপাথর নামে একটা সিরিজ শুরু করেছেন, এর তৃতীয় কিস্তি হলো কাঠগড়া। কাঠগড়া নামকরণের পেছনের উদ্দেশ্য হয়তো, পশ্চিমারা যে বিজ্ঞানকে নিজেদের একার সম্পত্তি দাবী করে তার প্রতিবাদে বিজ্ঞানের জড় বা জন্ম যে মুসলমানদের হাত ধরে সেটা দেখানো হয়েছে।
কষ্টিপাথর-এর প্রথম বইয়ের রিভিউয়ে লিখেছিলাম যে, সেটি একটি গবেষণার বই। কাঠগড়া বইও গবেষণার বই। তবে এবার বিজ্ঞানের অপারেশন হয়েছে। মুসলিমদের জ্ঞানকে কাট পিস করে করে পশ্চিমারা ক্রেডিট নিচ্ছে। আবার যে ওহীর জ্ঞান থেকে বিজ্ঞানের যাত্রা হয়েছে, ঐ বিজ্ঞান দিয়ে তারা সেই ওহীর জ্ঞানকে মিথ্যা বানাতে চায়। কিন্তু, আমাদের রাসূলের জন্য মু'যিযা ছিলো আল্লাহর কালাম আল-কুরআন।
ভাবনার উদ্রেককারী গ্রন্থ। এই বইটাতে মূল কতগুলো বিষয়ে আলোকপাত করা হয়েছে এগুলো হলো, বর্তমান বিজ্ঞান ইসলাম বা ধর্মের সাথে কেন সাংঘর্ষিক? বিজ্ঞানবাদ এবং বিজ্ঞানের মধ্যে পার্থক্য মুসলিমদের স্বর্ণযুগের বিজ্ঞানচর্চা আদৌ ইসলামের সাথে সাংঘর্ষিক ছিল কিনা কিংবা কতটা সমান্তরাল সম্পর্ক ছিল! মুসলিমদের বিজ্ঞান ও ধর্মের মাঝে যে দেয়াল.... এবং বর্তমানে মুসলিমদের হীনম্মন্যতা থেকে বেরিয়ে এসে বিজ্ঞানচর্চার জন্য উদ্বুদ্ধকরণ এইসব বিষয়গুলো আলোচনা করেছেন। বইয়ের শেষে দিয়েছেন একগাদা আর্টিকেল এবং রিসার্চ পেপারের রেফারেন্স যা দেখলে চক্ষু চড়কগাছ হয়ে যাবার যোগার হয়। ভালো বই। হ্যাপি রিডিং💙