বইটা অনেকদিন ধরেই সময় নিয়ে প্রবন্ধ একটা একটা করে পড়ছিলাম। সাম্প্রতিক সংবাদ মাধ্যমে নারী ও শিশুর প্রতি হওয়া সহিংসতার সংবাদ বারবারই বইটার কাছে ফিরিয়ে আনছিল। আমরা যখন ফেসবুকে ধর্ষণ ও নারীর প্রতি হওয়া সকল সহিংসতার বিচার চেয়ে পোস্ট দিতে ব্যস্ত তখন এই বই প্রশ্ন ছুঁড়ে আরো গভীরে, যে গভীরে সচরাচর জনসাধারণের নজর পৌঁছায় না। ধর্ষণ মামলার বাস্তবতা কি? বইটা আলোকপাত করে আমাদের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে ধর্ষিতার মেডিক্যাল রিপোর্ট, দেশের নারীবিদ্বেষী আইন ও শাসন ব্যবস্থার বাস্তবতার দিকে। আমাদের এই কঠিন পুরুষতান্ত্রিক সমাজের নারীবিদ্বেষী কাঠামোতে একজন নারীর ধর্ষিতা হবার জন্যও যোগ্যতার দরকার রয়েছে। লেখিকা পদে পদে সমাজের পুরুষতান্ত্রিক মগজে আঘাত করে।
ননফিকশন হিসেবে বইটা দারুন। বাংলাদেশে ধর্ষণের বিচার বিষয়ে অনেকগুলো কেস স্টাডি আছে। লেখকের নিজস্ব ব্যাখ্যা আছে, অনেকগুলো প্রবন্ধ আছে যেগুলো নারীর সহজাত সামাজিক বিষয়াবলীকে প্রশ্ন করে, নতুনভাবে ভাবতে শেখায়। নারীবাদ এর দর্শন রয়েছে। তবে নারীবাদ এর বেসিক না জেনে বইটা পড়লে একপেশে বই মনে হবে । নারীবাদের মূল পাঠ রাখলে ভালো হতো না থেকেও সমস্যা হয়নি।