বইটা পড়া শুরু করার সময় আমার কোন ধারণাই ছিলনা লেখক ড.মুহাম্মদ ইউনুস এর রিলেটিভ। বইটা শেষ করার কয়েক পেইজ আগে জানতে পেরেছি।
যাইহোক, বই নিয়ে কথা বলি, বইটাতে লেখক অনেকগুলো টপিক নিয়ে কথা বলেছেন তবে ডিটেইলসভাবে না, ফুটনোট আকারে। সত্যজিত রায়, ঋতুপর্ণ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, বব ডিলান, ঋত্বিক ঘটক, অ্যাবি হফম্যান, জীবনানন্দ দাশ, সৌমিত্র চট্টোপাধ্যায়, লেখকের বাবার অসুস্থতা এবং সবার শেষে নোবেল পুরস্কার ও বিভিন্ন দেশ ভ্রমণ নিয়ে কিছু না কিছু বলেছেন।
এখানে আমরা সবাইকেই চিনি কিন্তু অ্যাবি হফম্যানকে চিনি কিনা? না চিনলে নেটফ্লিক্সের ট্রায়াল অফ শিকাগো ৭ মুভিটা দেখে ফেলেন অথবা অ্যাবি হফম্যান এর বই 'Steal this book' পড়ে ফেলুন। আরেকটা ব্যাপার খুব ভালো লেগেছে যে, লেখক আমার একটা প্রিয় সিরিজের কথা উল্লেখ করেছেন, অ্যারন সরকিনের নিউজরুমের কথা। কেউ যদি এখনো নিউজরুম না দেখে থাকেন, প্লিজ দেখবেন।
সবার শেষে বলবো মাহাতাব রশীদ এর প্রচ্ছদের কথা। কারণ আমি এই সুন্দর প্রচ্ছদটার জন্যই বইটা কিনেছিলাম।
একটু আগে জানতে পারলাম আজকে নাকি লেখকের জন্মদিন।আর আজকেই আমি বইটা পড়লাম, এটা কো-ইন্সিডেন্স হয়ে গেল। শুভ জন্মদিন, লেখক সাহেব।
আপনি যাদের কাছে জানাতে বলেছিলেন বইটা কেমন লেগেছে, তারা তো নেই, তাই আপনাকেই জানালাম, ফুটনোট হিসেবে বইটা আমার অনেক ভালো লেগেছে।অনেক ধন্যবাদ জীবনবাবুর বনলতাকে নিয়ে লেখার জন্য, ঋত্বিক ঘটকের অযান্ত্রিক পছন্দ করার জন্য, যে যে বিষয় নিয়ে লিখেছেন সবই আমার প্রিয় টপিক।তাই অনেক ধন্যবাদ এবং শুভকামনা।