এডওয়ার্ড সাইদের ‘অরিয়েন্টালিজম’ গ্রন্থটি উত্তর-ঔপনিবেশিক অধ্যয়ন পরিসরে অতি তাৎপর্যময়। এই বইয়ে তিনি প্রাচ্যতত্ত্ব ডিসকোর্সের গভীর পর্যবেক্ষণ তুলে ধরেন। প্রাচ্য ও প্রতীচ্যের মধ্যেকার বিভেদের আকার এবং পশ্চিমা জগৎ কর্তৃক অধস্তন প্রাচ্য গঠন প্রক্রিয়ার বিবরণ দেন। প্রাচ্যতত্ত্বের অভিসন্ধি নিয়ে সাইদের আগেও কেউ কেউ প্রশ্ন তোলেন। সাইদের বড় কৃতিত্ব হলো তিনি প্রাচ্য অধ্যয়নের অন্তরালে পশ্চিম কীভাবে একটি কল্পিত প্রাচ্য প্রস্তুত করেছে পরদেশ-গ্রাসের উদ্দেশ্য নিয়ে সেই ডিসকোর্স খোলাসা করেন।
এই বইয়ে প্রাচ্যতত্ত্ব, উপনিবেশবাদ ও উত্তর-ঔপনিবেশিক সমাজে প্রাচ্যতত্ত্বের অবস্থা নিয়ে যথাসম্ভব সংক্ষেপে আলোচনা করা হয়েছে।