কেউ পড়তে বলে নাই,গুডরিডস রেটিং ও বইয়ের শিরোনাম মোটেও সুবিধার মনে হইলো না,প্রথম দু' চার পাতা পড়েই বুঝলাম পরবর্তীতে কী হতে যাচ্ছে- তারপরও পড়লাম এবং হতাশ হয়ে নিজেকে প্রশ্ন করলাম,"হারুন,তোর কি শিক্ষা হবে না?"
এই বইটা ভালো লাগেনি। অস্বাভাবিক কিছু দৃশ্যের বর্ণনা করেছেন যেটা আসলে সম্ভব না। মানুষ পকেটে বন্দুক রাখে না রাখে পিস্তল বা রিভলভার। আগুনের সোনা পুড়ে যায় না বরং সোনা গলে যায়। শেষের দৃশ্যে উনি যেভাবে আগুন দিয়ে সোনা পুড়িয়ে দিয়েছিলেন সেটা খুবই হাস্যকর লেগেছে।