করোনা-ক্রাইসিসে যুক্তরাষ্ট্রের সাভানা, ব্রানসউইক, হার্ডিভিল প্রভৃতি শহরে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতার সঙ্গে লেখকের বর্ণনায় যুক্ত হয়েছে পৃথিবীর নানা দেশ থেকে শরণার্থী হয়ে আসা মানুষজন ও বয়স্ক নাগরিকদের চলমান সংগ্রামের খণ্ডচিত্র। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের চালচিত্রে উঠে এসেছে বর্ণবাদী বিদ্বেষের স্বরূপ। হর্সফার্মে ফ্যামিলি ভেকেশনের নিসর্গ নিবিড় প্রেক্ষাপটে দুর্যোগদীর্ণ সময়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাঠককে আপ্লুত করবে।
মঈনুস সুলতানের জন্ম ১৯৫৬ সালে, সিলেট জেলার ফুলবাড়ী গ্রামে। তাঁর পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস থেকে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে পিএইচডি। খণ্ডকালীন অধ্যাপক ছিলেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এবং স্কুল অব হিউম্যান সার্ভিসেসের। ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকার ভিজিটিং স্কলার। শিক্ষকতা, গবেষণা ও কনসালট্যান্সির কাজে বহু দেশ ভ্রমণ করেছেন। তাঁর ‘জিম্বাবুয়ে : বোবা পাথর সালানিনি’ গ্রন্থটি প্রথম আলো বর্ষসেরা বই হিসেবে পুরস্কৃত হয়। ২০১৪ সালে ভ্রমণসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পান বাংলা একাডেমি পুরস্কার। প্রাচীন মুদ্রা, সূচিশিল্প, পাণ্ডুলিপি, ফসিল ও পুরোনো মানচিত্র সংগ্রহের নেশা আছে মঈনুস সুলতানের।