What do you think?
Rate this book


বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ গােয়েন্দা সংস্থা ইসরাইলের 'মোসাদ'। বিশ্বের নানা দেশে ছড়িয়ে আছে তাদের সিক্রেট এজেন্টরা। কিন্তু আপনি জানেন কি, মোসাদের হেডকোয়ার্টার কোথায়? কেউ জানে না। অন্তত কাগজে কলমে মোসাদের সাথে সংশ্লিষ্টরা বাদে কেউই বলতে পারে না নিশ্চিতভাবে যে, এটাই মােসাদের সদর দপ্তর।
কেন এ রহস্যের আবরণ? কেন এ নির্দয় মায়াজাল? মোসাদের জন্ম কেন? কীভাবে? কেমন তাদের হেডকোয়ার্টার? আর কীভাবেই বা তারা অপারেট করে থাকে? এসবের পাশাপাশি যুগে যুগে মােসাদের হাতে গােনা কিছু গােপন মিশন স্থান পেয়েছে এ বইটিতে৷ এক বসাতেই জেনে নিতে পারেন মােসাদের ভয়ংকর দুনিয়া ৷
তবে আর দেরি কেন!
126 pages, Hardcover
First published March 1, 2021