কাম... মানুষের আদিমতম রিপু। ঠিক কি কি করতে পারে মানুষ কামের তাড়নায়? মানুষ প্রবৃত্তিতাড়িত হয়ে বেছে নেয় অন্ধকারের পথ! কী পরিণাম অপেক্ষা করে তার জন্য? পবিত্র প্রেম নাকি কামের তাড়না! কী হতে পারে যদি মানুষের শরীরে বাসা বাঁধে কোন এক নারকীয় অধিভৌতিক জীব!
কামের নেশায় মানুষ কত ধরনের অন্যায় করে বসে সে তা নিজেও জানে না। হয়ত এটাই তার জীবনের কাল হয়ে দাড়ায়। কিন্তু এটাই যে শেষ হবে তা নয়। হয়ত অনেক কিছু বাকি রয়ে যায়।
গল্পটি বেশ দারূণ লেগেছে। বেশ একটা টানটান ভাব ছিল। হরর হিসেবে ভাল লেগেছে।