প্রণব বর্ধনের প্রায় পঁয়ত্রিশ বছরের লেখা থেকে নির্বাচিত কিছু রচনার সমাহার বর্তমান সংকলন। বিষয়বস্তুর ব্যাপ্তি বিশাল। সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য দূরীকরণ, ভূমিসমস্যা, ভূসম্পত্তিহরণ, দুর্নীতি, বিশ্বায়নের ভালোমন্দ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, মধ্যবিত্ত মনোভাব ও ভারতীয় সংস্কৃতির গতিপ্রকৃতি – নানা বিষয়ে আবর্তিত হয়েছে লেখকের চিন্তা। সরস রম্যরচনা আর সুচিন্তিত প্রবন্ধরাজির সঙ্গে আছে অমর্ত্য সেনের সঙ্গে প্রণব বর্ধনের দীর্ঘ সাক্ষাৎকার এবং একদা বামমন্ত্রী নিরুপম সেনের সঙ্গে বামপন্থা নিয়ে বিস্তৃত আলোচনা।