উপমহাদেশের ৪টি বিখ্যাত ধর্মের ইতিহাস নিয়ে রচিত হয়েছে বইটি৷ প্রতিটি ধর্মের মূল কথা, উৎস, বিশ্বাস সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে। এই চারটি ধর্মের মধ্যেই আছে পারস্পরিক কিছু সম্পর্ক। ধারণা করা হয়ে থাকে হিন্দু ধর্ম থেকেই মডিফাই হয়ে বাকি ধর্মগুলো প্রতিষ্ঠা পেয়েছে।
তাছাড়া বৌদ্ধ ও শিখ ধর্মকে ধর্ম বলতে অনেকেই নারাজ৷ তারা মনে করে থাকে এই ধর্ম দুটো মূলত আলাদা দুটো মতবাদ৷ বৌদ্ধ ধর্মটি এসেছে হিন্দু ধর্মকে বেস করে৷ আর শিখ ধর্মের শুরু হয়েছিলো সব ধর্মের একীভূতকরণ চেষ্টার মাধ্যমে। শুরুতে জনপ্রিয়তা পেলেও পরবর্তীতে খুব বেশি এগোতে পারেনি ধর্মটি।
I wanted some more content, but it's a very good book nonetheless. Specially those who wants to know the basics of the mentioned religions but don't want to go deeper, for them it's a must read book.