জাতিতে স্কটিশ কেনেথ এন্ডারসনের জন্ম ১৯১০ সালে হায়দারাবাদে। ছয় পুরুষ ধরে এখানেই বাস। একবার স্কটল্যান্ডে ফিরে গেলেও জংগলের টানে আবার ফিরে আসেন ভারতে। বিখ্যাত এই শিকারীর শিকারে হাতেখড়ি হয় তাঁরই বাবা ডগলাস স্টুয়ার্ট এন্ডারসনের কাছে। তাঁর একমাত্র ছেলে ডোনাল্ড ও পাকা শিকারি। কেনেথ এন্ডারসনের টানটান উত্তেজনার কিছু শিকারের গল্প। ডোনাল্ডের একটা গল্প ও আছে।