প্রাবন্ধিক হিসেবে বেশি পরিচিত প্রমথ চৌধুরীর রয়েছে বেশ কিছু গল্প। গল্পগুলো যেমনই হোক গল্পে কথোপকথন, উপমার ব্যাবহার, ভাষার ব্যবহার এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি।
অন্য লেখকদের তুলনায় তার গল্পের একটা স্পষ্ট পার্থক্য বিদ্যমান। তার গল্পগুলো আখ্যান নির্ভর নয়। সংলাপের মাধ্যমে শুরু হওয়া গল্পগুলো যে লেখকের নিজের বক্তব্য নয় বিষয়টি বুঝে উঠা যায় না৷ গল্পগুলো বলা যায় না, শুধু অনুভব করা যায়৷
পুরোনো দিনের মুভি, নাটকের কথোপকথন গুলো এখন ভাইরাল হলে সেগুলা নিয়ে যেমন আফসোস করি ঠিক তেমন অনুভূতি৷ এত বছর আগে এত সুন্দর বহিঃপ্রকাশ! অথচ সহজবোধ্যতার নামে বর্তমানের গল্পগুলোর কথাবার্তা একদমই সহ্য হয় না। ব্যতিক্রম অবশ্যই আছে।
যাইহোক চার ইয়ারির গল্পের বিষয়গুলা বেস্ট ছিলো। লাস্ট কবে এত মুগ্ধ হয়েছি আমার জানা নেই।