বই - কিশোর ভারতী সূবর্ণ জয়ন্তী কমিক্স সমগ্র ২
মূল্য - ২৯৯
প্রকাশক - পত্রভারতী
📚যে বইটি আমার পড়ে শেষ করতে খুব জোর
২ ঘণ্টা লাগা উচিৎ, সেটি শেষ করতে ধাপে ধাপে লেগে গেলো পুরো ২ দিন। ব্যাপারটা একটু খুলে বলি।
✍️যেকোনো রকমের গল্পের বইয়ের ভিতর আমার কমিক্স ভালোবাসার কোনো তুলনা নেই। সেই ছোট্ট বেলায় নারায়ন বাবুর কমিক্স থেকে ভালোবাসার সূত্রপাত। তখন শুকতারার মাসিক পত্রিকাগুলি পড়ার জন্য মুখিয়ে থাকতাম, আর এখন আধবুড়ো বয়সেও সমান তালে কমিক্স পড়ি আমি। কমিক্স পেলে যেকোনো গল্পের বই, সে যত ভালই হোকনা কেন, সরিয়ে রেখে আগে কমিক্সই পড়বো আমি।
সেই আমি, এরকম একটি লোভনীয় কমিক্স সংকলন পেয়ে খুব উৎসাহ নিয়ে শুরু করি। সবাই ভাল আগে বলেন, আমি খারাপ লাগাটা আগে বলে নি -
👎সমস্যা হচ্ছে বেশ কিছু কমিক্স লেখার ফন্ট। মানে এতই প্যাঁচানো যে, আমার মত ব্যাটারী থুড়ি 😝 চশমা পড়া মানুষদের চোখে ব্যাথা হবে।
যেমন - "রামকেষ্টর শ্বশুরবাড়ি" - এত প্যাঁচানো লেখা যে উদ্ধার করতে গিয়ে ধৈর্য্য হারিয়ে ফেলেছিলাম। 😒😒
👎দ্বিতীয়, বেশ কটি গল্প সূচিপত্র অনুযায়ী মেলাতে পারিনি। মানে "জলাভূমির আতঙ্ক" পৃষ্ঠা ১১৬ থেকে শুরু, কিন্তু এই গল্পের নাম বড়ো করে লেখা পৃষ্ঠা ১১৮ তে। হটাৎ করে কেও সূচিপত্র দেখে পড়তে শুরু করলে হোচট খাবে। তবে এটা এক ধরনের লেখার আদল জানি, তাই এইটুকু মেনেই নিলাম। এইরকম আরো গল্পে পাবেন, তাই পড়লে দেখে নেবেন শুরু কোথায়।
এবার আসি ভালো লাগায় - 😊😊😊
বেশ ভালো ভালো লেখাই বাছাই করা হয়েছে এখানে। বিশেষ কিছু উল্লেখ করছি -
১. সবার সেরা নারায়ন দেবনাথ 😊। ওঁনার কোনো তুলনা নেই। যেকটি দেওয়া হয়েছে, সবগুলোই হাজারবার পড়া, আরো লাখবার পড়া যায়।
২. নায়কের মৃত্যু নেই - ছোট্ট করে দারুন পটভূমিকায় সাজানো এক লেখা। পশুদের নিয়ে এই ধরনের লেখা আমার ভীষণ প্রিয়। ঠিক যেমন - তারাশঙ্কর বাবুর লেখা কালাপাহাড়😌😌।
৩. পদক্ষেপ - আগুনের আবিষ্কার ও মানবজাতির এক ধাপ এগিয়ে যাওয়া। বেশ রোমাঞ্চকর পরিস্থিতির সাথে বিষয়টিকে তুলে ধরেছেন লেখক।
৪. ছক্কা ফক্কা - বেশ মজাদার। কমিক্স যদি মজাদার হয়, তার স্বাদই হয় আলাদা।
শেষমেশ ত্রিদিববাবুর বহুপরিচিত জগুমামার একটি কমিক্স এই বইটিকে বিশেষভাবে সমাদ্রিত করেছে।