বইঃ বিশ্ব সাহিত্য লেখকঃ মোবাশ্বের আলী প্রকাশনীঃ স্টুডেন্ট ওয়েজ প্রচ্ছদঃ কাইয়ুম চৌধুরী পৃষ্ঠাঃ ৫০৩ মূল্যঃ ২৮০ টাকা।
অধ্যাপক মোবাশ্বের আলী ছিলেন একাধারে একজন ভাষাসৈনিক, সাহিত্যিক, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক, শিক্ষাবিদ, কথাশিল্পী, অনুবাদক ও গবেষক।
অত্যন্ত পারঙ্গমতার সঙ্গে তিনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে চেষ্টা করেছিলেন।
তিনি বাংলা ভাষাভাষী পাঠকের জন্য বিশ্বসাহিত্যের জানালা খুলে দিয়েছিলেন। তাঁর 'বিশ্বসাহিত্য' একটি ক্ল্যাসিক গ্রন্থ।
"বিশ্ব সাহিত্য " গ্রন্থের শুরু টা হোমার থেকে। চতুর্থ সংস্করণে রবীন্দ্রনাথ অবধি আলোচিত হয়েছে। পঞ্চম সংস্করণে সমকালীনদের মধ্যে আছেন, ইউজীন ও নীল, মরিনা-ৎসভেতায়েতা এবং উইলিয়াম ফকনার। পরবর্তী সংস্করণে বেশ কিছু সাহিত্যিককে নিয়ে আলোচনা করা হয়েছে।
লেখক পঞ্চাশের দশকের দিকে পরিকল্পনা করে বিশ্বসাহিত্য নিয়ে এবং ষাটের দশকের শুরুতে এসে বিশ্বসাহিত্যের উপর লিখতে শুরু করেন।
বিশ্বসাহিত্যের কিছু দিকপাল সাহিত্যিক ও তাঁদের বিখ্যাত সাহিত্য কর্ম এই বইটার আলোচনার বিষয়।
সাহিত্যিকদের খুব ব্যক্তিগত কিছু দিন যেমন নানা ভাবে বিশ্লেষণ করেছেন তেমনি তাদের বিখ্যাত সাহিত্যকর্ম নিয়ে যে আলোচনা বা সমালোচনা দীর্ঘ দিন থেকে চলে এসেছে তারও বিশ্লেষণ টা লেখক করেছেন।
বিশ্বসাহিত্য অনেক ব্যপাক একটা বিষয় তাকে খুব ছোট করে পাঠকের জানার ও বোঝার জন্য লেখকের এই মহৎ প্রচেষ্টা।
এক জীবনে নিজের ভাষার সাহিত্য পুরোপুরি ভাবে জানা সম্ভব নয় যেখানে সেখানে বিস্তৃত এই বিশ্বসাহিত্য সমান্য হলেও বুঝতে সাহায্য করবে চমৎকার এই "বিশ্বসাহিত্য " বইটা।