What do you think?
Rate this book


96 pages, Hardcover
First published January 1, 1927
যখন কোনো নতুন কবির জন্ম হয় তখন কবিতা খুব সহজে কবির ধারে কাছে আসতে চায় না। তখন সময় কবিতার। নানা ভাবে সে নবাগত কবির পরীক্ষা নেয়। তখন আর কি করার আছে!?যদি অপরূপা কবিতাকে পেতেই হয় পরিশ্রমতো একটু করতেই হবে! ফলে সেই তরুণ কবিকে আশেপাশে খোঁজ করতে হয়, ধার করতে হয় অলংকার, বুঝতে হয় কবিতার মন।
অবশেষে এই পরীক্ষায় পাশ করলেই কবিতা নিজের থেকে কবির কাছে যাতায়াত শুরু করে :)
যৌবনের সুরাপাত্র গরল-মদিরমাঝে মাঝে মনে হচ্ছিল নজরুলের কবিতা পড়ছি। নজরুল যদিও জীবনানন্দের সমসাময়িক কবি ছিলেন কিন্তু কবি নজরুলের পরিচিতি হয়েছিল জীবনানন্দেরও কয়েক বছর আগে। যার কারণে হয়তো জীবনানন্দ দাশ নজরুল দ্বারা প্রভাবিত হয়েছিলেন। কিন্তু আমরা সম্পূর্ণ ভিন্ন জীবনানন্দ দাশকেই চিনি কারণ তিনি কবিতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কবিতা যে খুব জলদিই কবির কাছে আসা শুরু করেছিল তার প্রমাণ পাওয়া যায় এই সংকলনের সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় নামক শেষোক্ত কবিতায়-
ঢালো নি অধরে তব, ধরা-মোহিনীর
উর্ধ্বফণা মায়া-ভুজঙ্গিনী
আসে নি তোমার কাম্য উরসের পথটুকু চিনি
চুমিয়া চুমিয়া তব হৃদয়ের মধু
বিষবহ্নি ঢালে নিকো বাসনার বধূ
অন্তরের পানপাত্রে তব;
চোখ দুটো ঘুমে ভরে
ঝরা ফসলের গান বুকে নিয়ে আজ ফিরে যাই ঘরে!
ফুরায়ে গিয়েছে যা ছিল গোপন,- স্বপন ক’দিন রয়!
এসেছে গোধূলি গোলাপিবরণ,-এ তবু গোধূলি নয়!
সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়,
আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের’পরে!