আমরা মুসলিম হিসেবে, ওযু ভঙ্গের কারণ, সালাত ভঙ্গের কারণ, সিয়াম ভঙ্গের কারণ প্রভৃতি বিষয় জানি, এবং জানার চেষ্টা করি, কিন্তু আমরা আমাদের মহামূল্যবান সম্পদ ইসলাম ও ঈমান কারণসমূহ জানিও না এবং জানার চেষ্টাও করি না। জুমু’আর খুতবা, ওয়াজ-মাহফিল এবং বিভিন্ন আলােচনা সভায়ও বিষয়টি তেমন আলােচনা হয় না।
অথচ ঈমান ও আমলের সাথে সম্পৃক্ত এমন বহু বিষয় আছে, যার কারণে যে কেউ ইসলামের সীমারেখা থেকে বেরিয়ে অমুসলিম ও বেঈমান হয়ে যেতে পারে। এমন বিষয়গুলো কুরআন ও সুন্নাহ’য় বিভিন্নভাবে এসেছে, তবে সেখানে এর জন্য ‘নির্দিষ্ট কোনো সংখ্যা’ পাওয়া যায় না। আমাদের পূর্বসূরী বিজ্ঞ আলেমগণ তাদের গবেষণার মাধ্যমে এই কারণগুলোকে দশটি ( যদিও এর বাইরেও ঈমান ভঙ্গের আরো কারণ আছে, তবে এই দশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বেশী ঘটে ) বিষয়ের মধ্যে সন্নিবেশিত করেছেন, যেখানে সবগুলো কারণই এসে গেছে বলে সমকালীন ইসলামিক স্কলারগণও স্বীকার করছেন।
অত্র গ্রন্থে ইসলাম ও ঈমান ভঙ্গের উল্লিখিত দশটি কারণ সম্পর্কে দলীল ও রেফারেন্সভিত্তিক আলোচনা করা হয়েছে। এই কারণগুলো সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য অবশ্য কর্তব্য। সংক্ষিপ্তভাবে এ বিষয়গুলাে বাংলাভাষী ভাইবােনদের সামনে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস মাত্র।
অসাধারণ একটি বই। প্রত্যেক মুসলিমের জন্য এইটা একটা মাস্টরিড বই। ইসলাম ও ঈমান ভাঙ্গার অনেক কারণ থাকলেও এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ১০ কারণ নিয়ে আলোচনা করা হয়েছে। অনেকেই দেখা যায় না বুঝে হয়তো এই ভুলগুলি করে ফেলে। লেখক সুন্দর ও সাবলীল ভাবে এই ১০টি ইসলাম ভঙ্গের কারণ নিয়ে সহীহ হাদীস আর কুরআনের দলীল ব্যবহার করে আলোচনা করেছেন।