সফল ও স্বার্থক জীবন গঠন রাসূলুল্লাহ (ছাঃ) এর পূর্ণ অনুসরণ ছাড়া সম্ভব নয়। আর তার অনুসরণের স্বার্থকতা রয়েছে একমাত্র তার বিশুদ্ধ হাদীস অনুসরণের মাধ্যমে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, পূর্ব যুগ থেকেই এক শ্রেণীর ইসলাম বিদ্বেষীরা রাসূল (ছাঃ)-এর নামে মিথ্যা ও জাল হাদীস রচনা করে মানব সমাজকে ইসলাম থেকে বের করার সুক্ষ্ম প্রচেষ্টা চালিয়েছে। অথচ হাদীস জাল ও বানােয়াট প্রচারের ব্যাপারে রাসূল (ছাঃ) বলেছেন, “যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারােপ করে। সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয়। তাই যুগে যুগে বিভিন্ন ইমাম জাল হাদীসের কু-প্রভাব ও প্রতিরােধে বিভিন্ন গ্রন্থাদি সংকলন করেছেন। তাদের। মধ্যে অন্যতম হলেন ইমাম ইবনে হিব্বান, ইমাম হাকেম আন-নিসাপুরী ও আকূল। ফারাজ ইবনুল জাওযী রহিমাহুমুল্লাহ। এরই ধারাবাহিকতায় বাংলা ভাষায় পাঠক সমাজকে জাল হাদীস থেকে সতর্ক করার লক্ষ্যে খ্যাতিমান আলােচক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ ড. মােহাম্মদ ইমাম হােসাইন (হাফিযাহুল্লাহ তা’আলা) সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস’ শিরােনামে গ্রন্থখানা সংকলন করে। আলহামদুল্লিাহ।