What do you think?
Rate this book


64 pages, Paperback
Published December 1, 2014
বারবার হিন্দুদের এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন, ব্রিটিশরা তো তাদের দখল করে নি, তারা আগে থেকেই মুসলমানদের অধীনে ছিল। তিনি মনে করিয়েছেন মুসলমান শাসকরা ব্রিটিশদের মতোই রক্ত সম্পর্ক বা ধর্মের দিক থেকে ভারতে বহিরাগত-আগন্তক। এবং তারা ব্রিটিশদের চেয়ে ঢের বেশি অত্যাচারী।
প্রধানমন্ত্রী কর্তৃক এক বিশাল বহর নিয়ে সাধারণ ট্যাক্সদাতাদের অর্থের বিপুল অপচয় করে নিউইয়র্ক যাওয়া এবং নিজে সেই বহরের একজন হয়ে যে অর্থ অপচয় করেছেন সে বিষয়ে কিছু না বললেও হজে গিয়ে অর্থ অপচয়ের কথা লতিফ সিদ্দিকী বলেছেন। এটা ঠিক যে, বাঙলাদেশে এখন কোরবানি দেয়া, হজে যাওয়া ইত্যাদি ধর্মীয় ব্যাপার হিসেবে নয়, অধিকাংশ ক্ষেত্রে সামাজিক মর্যাদার বিষয় হিসেবেই হচ্ছে এবং এতে বিপুল অর্থ ব্যয় হচ্ছে। এখন শুধু বৃদ্ধ ও বয়স্করা নন, অল্প বয়স্করা পর্যন্ত হজে যাচ্ছে এবং যারা যাচ্ছে তারা যে ধর্মের প্রতি নিষ্ঠাবান এমন কথা বলা যাবে না। তবে কেউ যদি এর সমালোচনা করেন, তাহলে তাকে ধর্মবিরুদ্ধ বলার মধ্যে কোনো যৌক্তিকতা নেই। একথা বলার অধিকার সবারই আছে। তাছাড়া হজ কোনো ফরজ ব্যাপারও না। কাজেই লতিফ সিদ্দিকী একথা বললে এতে দোষের কিছু ছিল না।