শুরুটা সুন্দর, শেষটা ততো মন কাড়ে নি, বিমল করের লেখা আগে পড়েছি বলে মনে হয় না, হয়তো শারদীয়া আনন্দমেলাতে কিকিরা পড়ে থাকতে পারি, মনে নেই কেমন লেখা ছিল, বিহার বা বর্তমান ঝাড়খন্ডে, আসানসোলে কাটানো শৈশব কৈশোর এর বর্ণনা মনোমুগ্ধকর, পুরোনো বাংলা ভুতের বা এ্যাডভেঞ্চার গল্পে পড়া নানা জায়গা যেমন ঝরিয়া, গেমো, হাজারীবাগ এসব জায়গার কথা পড়তে ভালোই লাগলো, ত্রিশ আর চল্লিশের দশকের কলকাতার বর্ণনাও মন কেড়েছে, সবমিলিয়ে হারানো সময়ের যৌথ পরিবার, সে সময়ের জীবনযাত্রা মন্দ লাগে নি।